||বন্ধু এবং ছোট ভাইদের সঙ্গে কাটানো মুহূর্ত উপভোগ||১০%সাই - ফক্স এবং ৫%এবিবি স্কুল

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালমুআলাইকুম,আদাব।

আজ,

৩১ই বৈশাখ১৪২৮
14mey2022

আমার বাংলা ব্লগের সকল মেম্বার এর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন,আমিও ভালো আছি আজকে বন্ধু এবং ছোট ভাইদের সাথে কাটানো মুহূর্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি।

20220513_165744.jpg

বাড়িতে বসে থাকতে থাকতে কিছু ভালো লাগতেছিল না এ সময় হটাৎ ফিরোজ এর ফোন আসে সে বলে বাহিরে আসো ।তাই তার ফোন পেয়ে বাহিরে বের হই।স্কুল মাঠে গিয়ে দেখি সব কাছের ছোট ভাইরা বসে আছে ,তারা এতটাই কাছের যে আমি ওদের যা করতে বলি তাই করতে পারে এবং অনেক সম্মান করে আমিও তাদের নিজের ছোট ভাই এর মত স্নেহ করি।তাদের সাথে কুশল বিনিময় করে আমি বলি কোথাও হাঁটতে যাই তারাও আমার সাথে সম্মতি প্রদান করে তাই আমরা আমাদের এলাকার পাশেই আরেক এলাকা আছে সেখানকার উদ্দেশ্য রওনা দেই ।প্রায় ১০থেকে ১২ জন হবে এলাকা দিয়ে এতজন একসাথে হাঁটতে শুরু করলে মানুষজন তাকাই থাকে তারা ভাবে এরা গ্যাং নিয়ে কোথায় যায় ,তাদের মনের কথা মনের ভিতর এ রয়েই যায় আমাদের আর কিছু বলে না ।না বললেও কি আমরা বুঝতে পারি তাদের মনের ভাব ভঙ্গি ,হাঁটতে হাঁটতে চোখ এ পরে আম এর গাছ।যেহুতু এখন বৈশাখ মাস গাছ এ আম কিছুটা বড়ই হয়েছে ,আম দেখে ছোটরা তাদের জিভের জল আর আটকে রাখতে পারছিল না ।আমি বারণ করি যে মানুষ এর গাছ এর আম চুরি করিও না ,তারা অবশ্য কথা শুনে কিন্তু কতবার আর লোভ আটকে রাখবে তাই কাইফ হাঁটতে হাঁটতে হুট করে লাফ দিয়ে একটা আম ছিঁড়ে ফেলে তার এই আম নিয়ে কয়েকজন মিলে করাকারী অবশেষে এ ভাগ বাটোয়ারা করে নেয় ।তারপর কিছুদূর যেতে না যেতেই আরেকটা আমগাছ চোখে পড়ে লাবিব ছিঁড়তে গেলেই গাছ এর মালিক বের হয়ে আসে ।আমটি ছিল কচামিথাই তাই তারা অনেক চোখে চোখে রাখে , গাছ এর মালিক আসতেই সবাই ভো দৌড়।

20220513_165713.jpg

20220513_165729.jpg

20220513_165746.jpg

হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা সকল এ মাদ্রাসায় যাই ,সেখানেই অনেক এ ছিন্ন বিচ্ছিন্ন হয় তাই কয়েকজন মিলে কিছু ছবি নেই ।ছোট ভাইরা অনেক ভালো তারা সবসময় ভালো কাজ করার চেষ্টা করে ,কারো বিপদ হলে সহজেইযে কোনো ভাবে পাশে দাড়ায় এরপর সন্ধ্যা নামে তাই সকল এ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেই।

20220507_155448.jpg

অপরাহ্ণের কিছু আগে আমার ছোট বেলার বন্ধু সাথে দেখা হয়, তাদের সাথে প্রাইমারি , হাইস্কুল দীর্ঘ ১০ বছর একসাথে কাটিয়েছি অথচ তাদের সাথে এসএসসি এর পর সেরকম আর যোগাযোগ নেই। তারা বিভিন্ন চাকুরীতে ঢুকে গেছে আর আমি এখনো বেকার রয়ে গেছি।

তাদের সাথে দেখা হয়ে তারা অনেক কিছু খাওয়ালো এবং তাদের সুখ দুঃখের কথা শুনলাম।তাদের সাথে কথা বলে অনেক ভালই লাগতেছিল ,একটা জিনিস ভাবতেছিলাম যে স্কুল জীবনে কতই না আড্ডা দিয়েছি এর এখন দেখা হলে শুধু কয়েকটা কথা হয় আসলে জীবনটা অনেক ঠুনকো।

ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য।

ডিভাইসস্যামসাং m 21
অবস্থানডিমলা সরদার হাট

আল্লাহ হাফেজ

Sort:  
 3 years ago 

সব বন্ধু-বান্ধবদের সাথে ঘুরাঘুরি করতে আসলে খুবই ভালো লাগে। বিশেষ করে সবাই যখন একসাথে হয়ে খুব আনন্দ করা যায় তখন সময়টা খুবই হাসি খুশি ভাবে কেটে যায়। আমারও বন্ধু-বান্ধবদেরকে নিয়ে ঘুরাঘুরি করতে খুব ভালো লাগে। বিশেষ করে কোথাও বসে আড্ডা দিতে অথবা শপিং করতে ভীষণ ভালো লাগে। আপনার এই সুন্দর মুহূর্তটা কাটানো দেখে আমার কাছেও খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে বন্ধু এবং ছোট ভাইদের সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন মাঝে মাঝে আমরাও এরকম বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করে থাকি। সুন্দর মুহূর্ত অতিবাহিত করার সময় কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

প্রায় ১০থেকে ১২ জন হবে এলাকা দিয়ে এতজন একসাথে হাঁটতে শুরু করলে মানুষজন তাকাই থাকে

এই ভাবে আমরাও রাস্তায় বের হইছি। আসলেই বন্ধুরা এক সাথে বের হলে অনেক মজা লাগে। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আশা করি সামনে আরো সুন্দর পোস্ট উপহার দিবেন আমাদের৷ ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হুম এটা সত্যি এক সাথে একই বয়সের ছেলেরা হাটলে তাকিয়ে থাকে।তবে এই বন্ধু আড্ডা গুলো খুবিই আনন্দের হয় জতো বেশী লোক ততো বেশী মজা।আপনাদের সবাইকেই ভালো লাগছে। ধন্যবাদ আমাদের কাছে শেয়ার করার জন্য

 3 years ago 

ছোট ভাই বন্ধুদের নিয়ে খুব সুন্দর এবং আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। এবং অনেক সুন্দর করে আমাদের সাথে আপনার মনোভাব প্রকাশ করেছেন। সামাজিক এবং সহযোগীতা মূলক কাজে আপনার ছোট ভাইয়ের নিয়োজিত থাকে শুনে খুবই ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে গ্রামে একসাথে থাকলে পারে এভাবে অনেক মুহূর্ত কাটানো যায়। হাসি-আনন্দ খেলার মধ্যে দিয়ে সময় পার করা যায়। খুব ভালো লেগেছে আপনাদের একত্রিত থাকার দৃশ্যটা দেখতে পেরে।

 3 years ago 

আপনি আপনার বন্ধু ও ছোট ভাইদের সাথে দারুন সময় অতিবাহিত করেছেন। গ্রামে থাকলে আমাদের মন খুব ভালো থাকে। ছোট ভাই বন্ধুবান্ধবদের সাথে ঘুরে মজা পাওয়া যায়। আপনি আপনার কাটানো সময় গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলেই ভাই যদি অনেক সময় ধরে বাসায় থাকা হয় তাহলে অনেক নিজের কাছে অনেক আছে খারাপ লাগে। তো এ সময় যদি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আপনি আজকে আপনার ছোট ভাই এবং বন্ধুদের সাথে ঘোরার কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া 10,12 জন মিলে একসাথে হাঁটলে সবাই মনে করবে এটা একটি গ্যাং। ঠিক বলেছেন মানুষের গাছের অমর এইভাবে না ছেড়াই ভালো। যারা ভালো লাগলো আপনার বন্ধু' এবং বড় ভাইকে নিয়ে কাটানো মুহূর্তটুকু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

একটা কথা ঠিকই বলেছেন দশ-বারোজন মিলে একসাথে হাঁটলে সবাই গ্যাং মনে করে। বন্ধুদের সাথে এইরকম সময় গুলো কাটাতে বেশ ভালই লাগে। আপনি অনেক দারুন একটা বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। এমনকি সবার সাথে খুব সুন্দর সুন্দর সেলফি তুলেছেন। এইরকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94476.03
ETH 3112.49
USDT 1.00
SBD 3.03