||দিনাজপুর বাণিজ্য মেলা ভ্রমণ||১০%সাই - ফক্স এবং ৫% এবিবি স্কুল
আসসালমুআলাইকুম ,আদাব
আজ,
২৯শে বৈশাখ ১৪২৮
29 may 2022
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বার গণ কেমন আছেন , আশা করতেছি ভালো আছেন ।আমি পারিবারিক ঝামেলার কারণে কয়েকদিন থেকে পোস্ট করতে পারি নি তবে এখন থেকে প্রতিনিয়ত পোস্ট করবো।আজ আমি দিনাজপুর বাণিজ্য মেলায় প্রথম দিন যাওয়ার অনুভূতি প্রকাশ করবো।
বাণিজ্য মেলা শুরু হয় ২৫ তারিখ , সুতরাং মেস এর সকল এ বলাবলি করতেছে যে বাণিজ্য মেলা দেখতে যাবে ।আমি মেস এর বড় ভাই হওয়ায় সবাই বলতেসে ভাই আপনাকে যাইতে হবে ।তার আগে বিকেল বেলায় ফুটবল খেলে শরীর একদম এ নিস্তেজ।আমার মেলায় যাওয়ার জন্য মন থাকলেও শরীর উঠতেছিল না ,তাদের কোথাও ফেলতে পারতেছি না ।তাই তড়িঘড়ি করে গোসল করে বের হলাম বের হয়ে দেখি সকল এ বসে আসে রেডি হয়ে ।তারপর মেস থেকে একেবারে ১৮ জন বের হলাম ।রাস্তার সাথেই মেস হওয়ায় রাস্তার বিপরীত পার্শে গেলাম অটো ঠিক করার জন্য ।বলে রাখা ভালো আমাদের মেস থেকে দিনাজপুর বড় মাঠ খুব কাছেই ,রাস্তা দিয়ে গেলে একটু ঘোরা হয় ,আর রেললাইন দিয়ে হাঁটলে কাছেই হয় ।
এরপর আমরা একের পর এক অটো কে বলি যাবেন তারা যাইতে চাইতেছে না কারণ সেখানে প্রচুর জ্যাম ।তাই আমরা আর বেশি কথা না বাড়িয়ে রেললাইন দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই ।অনেক এ আমার যাইতে চাচ্ছিলো না কেননা ,রাতে রেললাইন দিয়ে হাঁটলে বস্তির কিছু নেশা গ্রস্ত মানুষ আটকে টাকা ফোন যা পায় সব কিছুই নিয়ে নেয়। আমি বললাম এত জন আছো কে তোমাদের আটকাবে তাই সাহস করে হাঁটতে লাগলাম ।আমাদের দেখে অন্য মেস এর ছেলেরাও আমাদের পিছনে আসলো এক পর্যায় দিনাজপুর বাণিজ্য মেলাতে গিয়ে পৌঁছাই।সেখানে গিয়ে আমার তো চোখ উপড়ে উঠার মত অবস্থা ।
ডিভাইস: মোবাইল
গেট এ ঢুকেই দেখি পা রাখার জায়গা নেই ,একজন আরেকজন এর উপর পড়তেছে ।আর মানুষ এর শরীর এর গরম কি এক বাজে অবস্থা , এত মানুষ হওয়ার কারণ সেদিন প্রথম উদ্বোধন হয়েছে এবং তার সাথে ফ্রী ঢুকার ব্যাবস্থা ফলে দিনাজপুর এর সকল মেস এবং হোস্টেল বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছে ।
আমরা মেলায় ঢুকেই ১৮ জন ভাগ হয়ে যাই একজন আরেকজন কে খুজে পাইতেছিলাম না এত মানুষ এর ভিড় ,আর ঠেলাঠেলি করতে করতে খুজেই পাইলাম না , যাই হোক কি আর করার যেই কয়েকজন এ কাছে ছিল তারা সহ ঘুরলাম।
ডিভাইস:মোবাইল
ছেলে পেলে গুলো বাণিজ্য মেলা তো দেখতে যাই নি ,তারা মেয়ে দেখতে গেছে একজন একটা মেয়ের পিছে যাইতেছে তো আরেকজন আরেকটা মেয়ের পিছনে ,হটাৎ করে আমার এক বন্ধু তাসবি তার এক মেয়ে কে পছন্দ হয় সে বলে মামা চলনা একটু যাই ,তো আমরা কয়েকজন তার পিছনে যাই সে প্রথম এ ডাকে কিন্তু মেয়ে সাড়া দে না এ দেখে নিরবও যায় কিন্তু মেয়ে টা পাত্তাই দিল না আমরা এইদিক এ হাসতে হাসতে মাটিতে গরাগুরি খাওয়ার উপক্রম ।এরপর আমরা সবাই একত্রিত হয়ে গেইট এর সামনে ছবি তুলি।
অবস্থান:দিনাজপুর বড় মাঠ
ডিভাইস:মোবাইল
মেলায় থাকতে থাকতে মেলার উদ্বোধন শুরু হয়।আমরাও তাদের ডেকোরেশন দেখে মুগ্ধ হই ,বেশ ভালো লেগেছে তাদের মেলার উদ্বোধন।এর পর আমরা মেচ এর দিকে রওনা দেই
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনি নিয়মিত নন। আপনি অনেক দিন পর পর একটি করে পোস্ট করছেন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবেনা। আপনার কোন সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারেন, অন্যথায় বেশিদিন ইন্যাক্টিভ থাকলে আমরা লেভেল উঠিয়ে দিয়ে থাকি,ধন্যবাদ।
ভাই আমি নিজেও অনেক অনুতপ্ত ,আপনি আমাকে বার বার বলতেছেন ।আমি এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকবো
আসলে ভাই একজন মানুষকে আর কতবার বলা যায়? আমি সত্যিই ক্লান্ত হয়ে গেছি ভাই। আপনাকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি আপনি প্রতিবারে উত্তর দিয়ে বলেছেন ভাই এখন থেকে অ্যাক্টিভলি কাজ করব কিন্তু আপনি সেই কাজ করছেন না। অতএব আপনি যদি এখন থেকেই এক্টিভ না হোন সে ক্ষেত্রে আমি নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব, ধন্যবাদ আপনাকে।।।
আমি মিথ্যে বলবো না ,ভাই আমি ফেল করাতে আমার মন ভেঙে গিয়েছিল যার কারণে আমি অনিয়মিত হয়েছিলাম ।আর বাসা গিয়ে একদম এ সময় পাইনি ।আমি সত্যিই দুঃখিত ভাই ,আমার ভুল ভেঙে গিয়েছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই ।আমি যদি এখন আবার অনিয়মিত হই আমাকে শাস্তি দিবেন ।
ঠিক আছে, আপনি নিয়মিত কাজ শুরু করেন।
আপনার পোস্টটি দেখে ও পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। কিছুদিন আগে আমিও বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলাম। সত্যি কথা বলতে পরিবার অথবা বন্ধুদের সাথে মেলায় ঘুরতে যেতে অনেক ভালো লাগে। বাণিজ্য মেলার অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি তুলেছেন যা দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ
হ্যা আপু অনেক ভালো লাগে ঘুরতে তবে বন্ধু বান্ধব থাকলে আর কিছু লাগে না ।
সাধারণত এই ধরনের মেলায় প্রচুর লোকের সমাগম হয়। হয়
উপচে পড়া ভীড়। মেলাটা ছবিতে দেখেই দারুণ লাগছে। দারুণ সময় কাটিয়েছেন মেলায়। অনেক সুন্দর পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
হ্যা ভাই দারুন সময় কতাইছি ।অনেক ধন্যবাদ ভাই পুরো পোস্টটি পড়ার জন্য
বাণিজ্য মেলা ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। যদিও এবার আমাদের কুষ্টিয়াতে বাণিজ্য মেলা হয়নি। তবে প্রতি বছর বাণিজ্য মেলা হয় অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করে সেই বাণিজ্য মেলাতে। আপনার এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে বাণিজ্য মেলায় অনেক জনপ্রিয় একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু ফটোগ্রাফি ও শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ
অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি ভাই ।পুরো পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই
বাণিজ্য মেলায় অসাধারন মুহুর্ত কাটিয়েছেন আপনার পুরো পোস্টটি দেখে সত্যিই খুব ভাল লাগলো। বাণিজ্যিক মেলায় তো দেখি অনেক লোকের সমাগম হয়েছে। আসলে এই ধরনের বাণিজ্যিক মেলা যেতে খুব ভালো লাগে। এত দুর্দান্ত পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।