||প্রাকটিক্যাল পরীক্ষা দিতে গিয়ে কিছু অভিজ্ঞতা||১০%সাই - ফক্স এবং ৫%এবিবি - স্কুল
আসসালমুআলাইকুম আদাব,রমাদ্বান মোবারক।
আজ আমি আমার বাংলা ব্লগ এর সকল মেম্বার এর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ।
আজ আমাদের প্র্যাকটিকাল পরীক্ষা নিয়ে আজকের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো ।
এটা আমাদের ক্লাস এর ক্যাপ্টেন, অনেক সহজ সরল ছেলে কিন্তু অনেক কথা বলে সে অনেক ভালো ছেলে। সহজেই সবার সাথে মিশে যায়।আমাদের অনেক সাহায্য করে আমাদের কেউ যদি কোনো সমস্যায় থাকে তবুও সে আমাদের প্রেজেন্ট করে দেয়। যাই এর বিষয় আর বেশি কিছু বললাম না ।
এই হলো আরেক বন্ধু যার সাথে আমার কলেজ এর প্রথম দিন এ মারামারি লেগে যায় এর পর থেকে তার সাথেই আমার বেশ ভালো সম্পর্ক ।
এই হচ্ছে আমাদের ব্যাচ এর সবথেকে স্বাস্থ্যবাণ ।তাই তাকে আমরা মোটু বলি সে কখনো-ই রাগ করেনা। সে অনেক শান্ত সভাবের মানুষ ,তার বিষয় বললে শেষ হবে না । সে সব সময় চেষ্টা করে বন্ধুত্বের মর্যাদা রাখতে। তার মাঝে আজ পর্যন্ত কোনদিন অহংকার জিনিসটা আমি দেখিনি। তাকিয়ে ছবি তুলতে ধরছিলাম সে ছবি তুলতে দিবে না তাই এরকম ছবি আপনাদের সামনে নিয়ে আসলাম। তার খারাপ অভ্যাস আছে সে কথায় কথায় মুখ খারাপ করে।
ইনি আমাদের ডিপার্টমেন্ট এর একটি মেয়ে ,সে তার ছবি তুলবে না তাই মাথা লুকিয়ে রাখছে। তাকে বলা যায় এক প্রকার যোদ্ধা কারণ,আমাদের অন্যান্য বান্ধবীরা হয় কেউ বিয়ে করে সংসার করতেছে আবার কেউ পড়াশুনা বাদ দিয়েছে ।আমাদের এই বান্ধবী কে আমরা রোবট বলে ডাকি ,কখনো সে রাগ হয় আবার কখনো রাগ হয় না ।
ক্লাস এ সবাই যখন লিখতে বেস্ত তখন আমি একটু আবদার করি যে সবাই একটু দেখ ,আমাদের এই সৃতি ধরে রাখি আমার ডাক এ কমবেশি সবাই বিভিন্ন রকম এর পজ দেয় ।লিখতে খারাপ লাগলেও বন্ধু বান্ধব থাকলে সেই কষ্ট আর বেশি কিছু মনে হয় না ।
যাই হোক এই ছিল আজকের আমার গল্প ।
ধন্যবাদ
আল্লাহ হাফেজ।
নিজের সম্পর্কে কিছু কথা
প্রাকটিক্যাল পরীক্ষার মুহূর্ত দেখে ভালো লাগলো। বিশেষ করে কলেজের এইরকম মুহূর্ত গুলো বেশ ভালো লাগে। খুব সুন্দর ভাবে মুহূর্তটা আপনি উপভোগ করেছেন। এমনকি বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। বিশেষ করে আপনার বান্ধবীকে রোবট বলে ডাকার ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো। এইরকম একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
পরীক্ষার হলে মোবাইলে,তোমাক তো বের করে দেওয়া হবে হাহা😁।যাইহোক সুমন রে বলতা একটা দারুন পোজ দিত😆
আপনার ও কিছু অস্বাভাবিক ছবি ছিল আপনার অনুরোধ এ আমি দেই নি ,অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট এ জানিয়ে দেয়ার জন্য 😆😆
আপনার পোস্টটি পড়ে এবং আপনার বন্ধুদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল । যেন ভালো ফলাফল অর্জন করে সমাজ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই দোয়া রাখবেন আমি যেনো দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারি।
মাধ্যমিকে থাকতে এমন সিচুয়েশনে পরেছি ভাই।প্রেক্টিক্যাল এর কথা আর কি বলবো শেষ হইছে বেচেছেন।ধন্যবাদ আপনার মুহূর্ত টা শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া পুরো পোস্টটি পড়ার জন্য
খুবই আনন্দ পেলাম আপনার এত সুন্দর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করা দেখি। শুধু প্রাক্টিক্যালি নয়, বড় আনন্দময় সময় কাটিয়েছেন যা বুঝলাম। ধন্যবাদ, আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি প্র্যাক্টিকাল পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক মজা করেছেন দেখছি বন্ধুদের সঙ্গে ফটোগ্রাফি করার সময়। আপনারা আপনাদের ব্যাচের স্বাস্থ্যবাণ বন্ধুকে মটু বলে থাকেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্র্যাক্টিকাল পরীক্ষার কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।