বাইক রাইডের মজার ভ্রমণ
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের সম্মানিত সদস্যবৃন্দ আজকে আমি আপনাদের সাথে জেনারেল রাইটিং শেয়ার করতে এসেছি, আশা করি সম্পূর্ণ ব্লগটি পড়লে আপনাদের কাছে ভালো লাগবে এবং ভ্রমণের অনুভূতি শিহরিত হবে। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি।
পহেলা মার্চ দিনটি ছিল অসম্ভব সুন্দর একটি দিন। এই দিনেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বাইক রাইডে বের হব। যেই কথা সেই কাজ বিকেল হলে একে একে সবাই পাথরঘাটা ব্রিজের নিচে জড়ো হতে শুরু করে। এরপর একটি পরিচিত তেলের দোকান থেকে গাড়িতে তেল ভরি। এরপর শুরু হয় আমাদের যাত্রা।
শুরুতে আমরা পাথরঘাটা থেকে কাকচিড়ার উদ্দেশ্যে রওনা হই। প্রতিযোগিতার মধ্যে অল্প সময়েই আমরা কাকচিড়া পৌঁছে যাই । এত অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই যেটা আগে কখনো ঘটেনি। আনন্দের সময় গুলো সত্যিই খুব তাড়াতাড়ি কেটে যায় এটা ভেবে আবারো সিদ্ধান্ত নিলাম আজকে আমরা অন্য উপজেলায় যাব।
কাকচিড়া কিছুক্ষণ বিরতি নিলাম। এইখানে মিষ্টান্ন ভান্ডার একটি মিষ্টির দোকান আছে শেখানের ছানা টা জোলা জুড়ে খুব ঐতিহ্যবাহী। সবাই মিলে বসে পড়লাম । যে যার ইচ্ছা মতো খেয়ে নিলাম। এরপর কিছুক্ষণ সেই দোকানেই বিশ্রাম নিলাম।
অতঃপর এবার যাত্রা শুরু করলাম মঠবাড়িয়া, পিরোজপুরের উদ্দেশ্যে। মঠবাড়িয়া যাওয়ার পেছনেও একটা উদ্দেশ্য আছে । এখানে একটি ঐতিহ্যবাহী চটপটির দোকান আছে যেখানের চটপটি খুব বিখ্যাত। মঠবাড়িয়া পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল একটু অপেক্ষা করার পরে চটপটির দোকানী দোকান খুলে বসলো। দোকান খোলা মাত্রই ভিড় আমরা সেখানে গিয়ে সিরিয়াল নিলাম। কিছুক্ষণ পরে আমাদেরকে দেওয়া হলো মজাদার চটপটি। খাওয়া শেষে কিছুক্ষণ মঠবাড়িয়া ঘোরাঘুরি করলাম পরিচিত ভাই বন্ধু যারা আছে তাদের সাথে দেখা করলাম তারা অনেক আপ্যায়ন করল সবমিলিয়ে দিনটি অনেক ভালো কেটেছে। অনেক মজাদার খাবার, আনন্দ ও ভ্রমণের অভিজ্ঞতার মধ্য দিয়ে দিনটি শেষ হলো।
আপনাদের কার কার ভ্রমণ করতে খুব ভাল লাগে কমেন্টে জানাতে ভুল করবেন না।
আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আবারো দেখা হবে পরবর্তী কোনো লেখার মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন।
Device | infinix hot play 12 |
---|---|
Location | patharghata |
------------ | ---------------- |
Captured | @sm888 |
------------- | ----------- |
ধন্যবাদ |
---|