বেশ কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ19 hours ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম ভালো লাগা কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার প্রিয় ফটোগুলো আপনাদের ভাল লাগবে।

Collage_20241002_165551.jpg

Edit by infinix mobile gallery

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY68oBe2d5MBQiiXJUc2pjsGrMz4xjWmvQsjsdJnMVeP8i6MwiRYrHdW8u9nnLtpmjP8p8fhZZKVziK8U1tQW2.png


ফটোগ্রাফির নাম্বর: ১


প্রথমে আমি আপনাদের মাঝে যে ফুলটি শেয়ার করলাম এটা দুপুর মনি ফুল। এই ফুলটা আমার অনেক ভালো লাগে। কত সুন্দর ভাবে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ফুলগুলো হয়ে থাকে। সকালবেলায় এ ফুলগুলো তেমন একটা দেখা যায় না। তবে দুপুরের পর থেকে এই ফুলগুলো ফুটতে দেখা যায়। আমাদের বাড়িতে, আমাদের পুকুর পাড়ে এই ফুলগাছ রয়েছে। এক সময় আমাদের এখানে এই ফুলগুলো অনেক বেশি হত। এখন তেমন বেশি একটা দেখি না। তবে মাঝেমধ্যে যদি শরৎকালে এই ফুলগুলোর দেখা মেলে তখন খুবই ভালো লাগে।

IMG_20240924_154918.jpg



ফটোগ্রাফি নাম্বর: ২


এই মুহূর্তে আপনারা যে ফুলটা লক্ষ্য করছেন এটা নয়ন তারা ফুল। নয়নতারা ফুল বেশ কয়েক রকমের হয়ে থাকে। তবে এই কালারের ফুলগুলো আমি খুবই পছন্দ করি। বিশেষ করে আমার বেশি ভালো লাগে একটি গাছে প্রচুর পরিমাণ ফুল ফোটে এজন্য। গাছগুলো বেশ ছোট হয় তবে গাছে উপরে এভাবে দুই তিনটা করে ফুল ফুটলে গাছটা ফুলে ফুলে পরিপূর্ণ হয় তাই সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক। আর এই গাছের পাশ থেকে ফটো ভিডিও ধারণ করতে খুব ভালো লাগে তখন।

IMG_20240514_154009_2.jpg



ফটোগ্রাফি নাম্বার: ৩


ধানক্ষেতের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু কাশফুল। কাশফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। শরৎকাল আসলেই এই ফুলের দেখা মেলে। আবার শরৎকাল চলে গেলে এই ফুল আমাদের মাঝ থেকে বিদায় নেয়। যেন বসন্তের কোকিলের মত। আমরা কোকিল পাখির অন্যান্য সময় দেখতে পারলেও সে পাখি শুধু বসন্তের সময় তার কন্ঠ শেয়ার করে। ঠিক তেমনি শরৎকাল যেন কাশফুল শেয়ার করে থাকে আমাদের মাঝে। আমি খুবই পছন্দ করি এই ফুল। ফসলের জমির পাশে রাস্তার পাশে পুকুরপাড়ের পাশে দেখা যায় কাশফুলগুলো। তবে একদিন আমি পদ্মা নদীর পাড়ে অনেক দেখেছিলাম। কিন্তু সেখানে যাওয়ার কোন সুযোগ হয়নি।

IMG_20240923_152746.jpg



ফটোগ্রাফি নাম্বর: ৪


এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঝিঙ্গে ফুল। আমাদের পুকুরপাড়ের সবজি বাগানের মধ্যে বিভিন্ন জায়গায় ঝিঙে গাছ হয়েছে। আর সেই সমস্ত জায়গায় সন্ধ্যা বেলায় এই ফুল ফুটে থাকতে দেখা যায়। এছাড়া আমাদের বাড়িতে এই সবজি গাছ হয়েছে। আমার অনেক অনেক ভালো লাগে এই সমস্ত শাক-সবজি ফুল দেখলে। সবুজ পাতার উপরে উঁচু হয়ে মাথা খাড়া করে ফুটে ওঠে ফুলগুলো। তবে বিকেল মুহূর্তে বেশি ফুটে থাকে।

IMG_20240825_183122.jpg



ফটোগ্রাফি নাম্বার: ৫


এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষার ফুল। শীতের সময় এই ফুলের ফটো ধারণ করেছিলাম। হয়তো এবারও সরিষা ফুলের ফটো ধারণ করতে পারবো। তবে সরিষা ফুল আমার কিন্তু অনেক ভালো লাগে। অনেকদিন পর মোবাইলের গ্যালারি খুঁজতে গিয়ে সরিষা ফুল দেখে বেশ ভালো লাগলো আমার, তাই শেয়ার করলাম।

IMG_20240117_170631_1.jpg



ফটোগ্রাফি নাম্বর: ৬


এ পর্যায়ে আপনারা দেখতে পারছেন জবা ফুলের ফটোগ্রাফি। এর ইংরেজি আলাদা নাম রয়েছে এছাড়া অন্যান্য নাম থাকতে পারে। তবে আমি যতটা জানি এর নাম আমাদের এলাকায় জবা নামে পরিচিত। এই ফুলটা চমৎকার হয়ে থাকে। দেখতে কেমন সুন্দর এর পাপড়িগুলো কোঁকড়া বোকরা হওয়ার কারণে আরো সুন্দর হয়ে থাকে। আর তার মাঝখানে রয়েছে একটা শীষ যে শিষের উপরেও রয়েছে ছোট ছোট ফোটা ফোটা সুন্দর কিছু। আর এই সব মিলেই এই ফুলের সৌন্দর্য।

IMG_20240526_143348_727.jpg



ফটোগ্রাফি নাম্বার: ৭


এখন আমি যে ফুলটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা আকন্দ ফুল। আমাদের বাড়ির পাশে এই আকন্দ ফুলটা হয়েছে। এই ফুল গাছে বেশ অনেক ফুল ফোটে। বর্ষার সময় অনেক অনেক ফুল ধরত। এখনো প্রায় মাঝেমধ্যে খেয়াল করে দেখি। তবে যাই হোক এ ফুল কিন্তু অনেক সুন্দর। ফুলগুলো ফোটার আগে যেমন গোল হয়ে থাকে আবার ফুলগুলো ফুটে গেলেও অনেক সুন্দর্য ছড়ায়।

IMG_20240515_190300_299.jpg



ফটোগ্রাফি নাম্বার: ৮


এ পর্যায়ে আপনারা ছোট ছোট সাদা ফুল দেখতে পাচ্ছেন। এই ফুলটার নাম এই মুহূর্তে আমার স্মরণে নেই। তবে এ ফুলগুলো প্রায় জায়গায় লক্ষ। আমি প্রায় প্রতিষ্ঠানে খেয়াল করে দেখেছি এ ফুল রয়েছে। আবার আমাদের গ্রামের পার্কেও খেয়াল করে দেখলাম একদিন অনেক ফুল ফুটেছে সেখানকার গাছগুলো। এই জাতীয় ফুলগুলো সত্যি খুবই ভালো লাগে। কারণ এই গাছটা যেভাবে কাটিং করে রাখা যায় সেভাবেই সৌন্দর্য বৃদ্ধি পায় এবং অনেক অনেক ফুল ধরে।

IMG_20240517_092920.jpg



ফটোগ্রাফি নাম্বার: ৯


সবশেষে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আমাদের বাড়ির মিষ্টি কুমড়ো গাছের একটি ফুল। আমাদের মিষ্টি কুমড়া গাছে অনেক ফুল হলো কিন্তু একটাও মিষ্টি কুমড়া হয়নি। এটাই যেন সবচেয়ে আফসোস আর দুর্ভাগ্য। তবে যাই হোক আমি প্রায় দিন ফটো ধারণ করেছি এই ফুল গাছ থেকে। মিষ্টি কুমড়ার এই ফুলগুলো কিন্তু রান্না করে বা ভাজি করে খাওয়া যায়। খেতে অনেক ভালো লাগে।

IMG_20240904_082948.jpg


7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পোস্ট বিবরণ


পোস্ট বিষয়কতথ্য
ডিভাইসHuawei P30 Pro-40mp / Infinix Hot 11s
বিষয়বিভিন্ন ফুলের ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@simransumon


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 16 hours ago 

আপনি অনেক ধৈর্য এবং যত্ন সহকারে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল একদম দেখার মতো।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 19 hours ago 

মনি ফুল খুবই সুন্দর লাগছে দেখতে। এই ধরনের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। আর ছবি তুলতে ভালো লাগে। চমৎকার সব ফটোগ্রাফি গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 18 hours ago 

আপু আজকে আপনি অনেকগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। ফুলের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের হৃদয়কে মুগ্ধ করে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 18 hours ago 

অনেক অনেক ভালো লাগলো চমৎকার সব ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বেশি দারুণভাবে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে পারলাম এ ব্লগে।

 18 hours ago 

আপনি তো দেখছি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফিটা একটু বেশিই ভালো লেগেছে। তবে প্রতিটি ফটোগ্রাফির সাথে ডিভাইস এর নাম এবং লোকেশন অ্যাড করার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 18 hours ago 

এমন সুন্দর একটি দৃশ্য আপনি আর্ট করে শেয়ার করলেন দেখে মুগ্ধ হয়ে গেছি। আপু আপনি এত সুন্দর ভাবে কালারফুল প্রাকৃতিক দৃশ্য অংকন করলেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 16 hours ago 

অনেক ভালো লাগলো এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে। বিভিন্ন রকমের ফুল দেখতে পারলাম একটি পোষ্টের মাঝে। আমি আপু পছন্দ করি ফুলের ফটো ধারণ করতে। ইচ্ছে করছে ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। অনেক চমৎকার ফুল ফটো ধারণ করেছে। সবচেয়ে ভালো লেগেছে জবা ফুলটা।

 16 hours ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি খুবই ভালো লাগলো। বিশেষ করে দুপুর মনি ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 15 hours ago 

আপু আপনি পুকুর পাড়ে গিয়েও দেখছি দারুন ফটোগ্রাফি করেছেন। আর সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। আর ফটোগ্রাফি করতেও ভালো লাগে। অসাধারণ ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপু।

 15 hours ago 

বাহ, অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন দেখি খুবই ভালো লাগলো। আপনার ধারন করা প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা অনেক সুন্দর ভাবে দিয়েছেন। এত সুন্দর সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61155.34
ETH 2383.47
USDT 1.00
SBD 2.56