নাটক রিভিউ "উড়ে যায় বকপক্ষী" নবম পর্ব

in আমার বাংলা ব্লগlast month (edited)


আসসালামু আলাইকুম

আজ
বুধবার

২৯ মে,
২০২৪

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। নাটকের নাম 'উড়ে যায় বকপক্ষী', যা আমার অতি প্রিয় একটি নাটক। নাটকটির মূল পর্ব ২৬ টি। আজ আমি আপনাদের মাঝে নবম পর্ব রিভিউ আকারে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


Screenshot_20240529-204135.jpg

❤️স্ক্রিনশট: ইউটিউব❤️


নাটকের বিশেষ তথ্যঃ


নামউড়ে যায় বকপক্ষী
রচনাহুমায়ূন আহমেদ
পরিচালকহুমায়ূন আহমেদ
অভিনয়েমেহের আফরোজ শাওন,রিয়াজ,চ্যালেঞ্জার,মাসুম আজিজ,ফারুক আহমেদ,স্বাধীন খসরু,এজাজুল ইসলাম,ড. ইনামুল হক,সালেহ আহমেদ সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
পর্বের সংখ্যা২৬
রিভিউনবম পর্ব
দৈর্ঘ্য২৩ মিনিট ৫২ সেকেন্ড
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল @NTVNatok


প্রধান চরিত্রেঃ


চ্যালেঞ্জার
মেহের আফরোজ শাওন
ফারুক আহমেদ
মাসুম আজিজ সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ



সোলায়মান সাহেব অনেকবার ইলেকশন করেছে কিন্তু কোন বার পাস করতে পারে নাই। তাই তার পরিবার মোটেও রাজি নন উনি ইলেকশন করুক। এতকিছুর পরে যখন তার পরিবার দেখলেন সোলায়মান সাহেব ইলেকশন করবে তাই তার সহযোগী হিসেবে উনার স্ত্রী ছোট ভাইকে চিঠি লিখে পাঠিয়েছিলেন, যেন সে মুহূর্তে ছোট ভাইটা উপস্থিত থাকে দুলাভাইয়ের পাশে। তাই সোলায়মান সাহেবের ছোট কুটুম দুলাভাইয়ের ইলেকশনের জন্য বোনের বাড়িতে এসে গেছেন। আসামাত্রই সে তার বোন দুলাভাইকে বলা শুরু করে দিয়েছিল গ্রামের মধ্যে সে চক্কর মেরে দেখবে তার দুলাভাইয়ের ভোট কেমন, গ্রামের অবস্থা কি এবং সে ঘুরতে বের হল।


Screenshot_20240529-234154.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻



সোলায়মান সাহেবের কুটুম কাদের সারা গ্রাম ঘুরে দেখতে চাই। সে কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। তাই সে মনে করল এ সমস্ত মানুষগুলোর হাত করতে হলে আলাদা টেকনিক লাগবে। তবে এই মুহুর্তের তৈয়ব এর সাথে দেখা হয় তার। তৈয়ব সাথে খুব সুন্দর ব্যবহার করে, এতে সে মুগ্ধ। তবে এরপরে দেখা গেল কাদের সারা গ্রাম চক্কর দিয়ে ঘুরে ঘুরে ভাবমূর্তি বোঝার চেষ্টা করছে।


Screenshot_20240529-234657.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻



তৈয়ব জালালের পোশাক পরিধান করে বেশ ডাকের সাথে চলাচল করছে। কিন্তু ওস্তাদের কাছে একটু ডাট নিতে গিয়ে মিথ্যা বলে বসে। গানের ওস্তাদ তাকে একটু সন্দেহের চোখে দেখে, কারণ নিশ্চয়ই কোন ভেজাল রয়েছে। নাই কেন জালাল তার গায়ের পোশাক খুলে দিয়ে যাবে তৈয়বের মতো মানুষের হাতে। আর তার সন্দেহের জন্য তৈয়ব বেশ রাগ করে বসলো এবং গায়ে থেকে পোশাক খোলা শুরু করে দিল। অর্থাৎ সে বোঝাতে চায় জালাল খাঁ খুশি হয়ে তাকে জামা কাপড় দিয়ে গেছে।


Screenshot_20240529-235054.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻



এদিকে ফজলু চাচার মনে অনেক কষ্ট। উনার কুটুম এসে বউটাকে নিয়ে চলে গেছে। কারন কুটুম চায়না পাগলের হাতে বোনকে থাকুক। তাই মনের কষ্ট নিয়ে ফজলু চাচা শ্বশুরের বাড়িতে যাওয়ার চেষ্টা করল। কারণ তার পরিবারের জন্য একটি শাড়ি কিনেছিল। ফজলু চাচা ইচ্ছা করেছিল বউয়ের হাতে শাড়িটা দিয়ে আসি আর দুইটা কথা বলে আসি। কিন্তু উনার কুটুম কিছুতেই স্বামী স্ত্রীর সাথে দেখা হতে দিল না। এমন খারাপ আচরণ করল মনে হল যেন দোতারা চাচা বা ফজলু চাচাকে মারবে। তাই মনের কষ্টে দোতারা চাচা বাড়িতে ফিরে আসলো আর তার হাতের শাড়ি ছাতা রাস্তায় ফেলে দিল।

Screenshot_20240529-235654.jpg

স্ক্রিনশট: ইউটিউব



এদিকে কাদের ইলেকশন করার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন তার দুলাভাইকে। তবে কিছু কিছু বিষয় মোটেও কারো কাছে গ্রহণযোগ্য নয় যেমন কেরোসিন কিনে রাখার কথা বলেছিলেন দু একটা ঘর জ্বালিয়ে দিতে হবে। ঠিক এমনই খারাপ কাজে চিন্তাধারা সুলাইমান মন থেকে মনে মেনে নিতে পারল না। এদিকে ফজলু চাচার অবস্থা বেশি একটা ভালো না তাই সে নিজেই বলে তাকে যেন বেঁধে রাখা হয়। এমন একটা অবস্থায় ফজলু চাচা তার বাঁধন খুলে দিতে বলে তৈয়বকে। তার বাঁধন খুলে দেওয়ার পর পরে সে একটা গাছের ডাল হাতে করে ছুটে যায় মানুষ মারার জন্য। আর তার সে ছুটে যাওয়ার সম্মুখে পড়ে সুলাইমানের কুটুম। কেউ তাকে থামাতে না পারলেও ওস্তাদের দু এক বাক্যে সে থেমে যায়। আসলে তার মাথায় গন্ডগোল হওয়ায় কখন কি করে না করে তার কোন ঠিক নাই।


Screenshot_20240530-054530.jpg

🌻স্ক্রিনশট: ইউটিউব🌻


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsppmXccekHQtuRnvumd4YXJL6tgu3HeQ9kVdaMY7Ztny91Kmy6WbCfuPPL5AaxDjDtXQqm2QqLmK5DNCPD34-1.png

ব্যক্তিগত মতামত:

উড়ে যায় বকপক্ষী নাটকটা আমার খুবই প্রিয়। তবে এই পর্বটা যেন আরো ভালো লাগে আমার। যেখানে তৈয়ব জালাল খাঁর পোশাক পরে বেশ ডাক নিয়ে বেড়ায়। গ্রামে নতুন অতিথি এসে চক্র সৃষ্টি করে ভোটের ক্ষেত্রে। এদিকে ইলেকশনের আনন্দ ঘনিয়ে এসেছে। ফজলু চাচার মনের অবস্থা ভালো না কারণ সে তার বউটাকে একটু দেখার জন্য গিয়েছিল কিন্তু তার কুটুম কিছুতেই দেখা সাক্ষাৎ করতে দেয়নি। এদিকে হাসান গ্রামে এসে তার তথ্য কালেকশন করতে গিয়ে দিন দিন কালো হয়ে যাচ্ছে এমন মন্তব্যের একটি ফ্যামিলির মধ্যে ঝগড়া হয়। আর এসব মিলে সুন্দর এই গ্রামের নাটকটা যেন মন মুগ্ধ করে আমার। তবে তৈয়বের অভিনয় সব সময় সেরা। এই নাটকে সবচেয়ে হাস্যরসাত্মক সৃষ্টিকারী ব্যক্তি তৈয়ব। তাই আমি সবসময় তার হাস্যরস অভিনয়ের কারণে নাটকটা বেশি পছন্দ করি।


ব্যক্তিগত রেটিং:

৯/১০


নাটকের লিংক


রিভিউটা ভিজিট করার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এই জাতীয় নাটকগুলো আমার খুবই ফেভারিট। তবে অনেকদিন এই নাটকগুলো দেখা হয় না আমার। অনেকদিন পর হুমায়ূন আহমেদের উড়ে যায় বকপক্ষী নাটকের রিভিউ দেখতে পারলাম। বেশ অসাধারণ হয়েছে নাটক রিভিউ করা।

 last month 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

হুমায়ুন আহমেদ এর সৃষ্টি উরে যায় বক পক্কি নাটক টা আজও কালজয়ী হয়ে আছে কতো সুন্দর অভিনয় সবার আর কি দারুন গোছানো উপস্থাপন। খুব সুন্দর রিভিউ দিয়েছেন আপনি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

আমার কাছে এখনো নতুন মনে হয়

 last month 

সোলায়মান চাচার শালা এখানে একটা সংলাপ বলে আমার বেশ মনে আছে। ইলেকশন যে করে তার বিশ্রাম ভোট গণনার পরে। তৈয়ব এর গায়ে ওস্তাদ জালাল খা এর জামা এবং টুপি পড়ে বেশ লাগছে কিন্তু দেখতে হা হা। এবং দোতরা চাচা যে দৌড়নি টা দিয়েছে হা হা।

 last month 

হ্যাঁ দুলাভাইয়ের ইলেকশন বিষয়ে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14