বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 days ago


আজ
বৃহস্পতিবার

৩০ জানুয়ারি,
২০২৫


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি ফুলের ফটোগ্রাফি মুলক পোস্ট। বেশ অনেকগুলা ফুল নিয়ে সুন্দর একটি অ্যালবাম শেয়ার করব। আশা করবো আমার এই ফুলের অ্যালবাম আপনাদের কাছে ভালো লাগবে।

Collage_20250130_231511.jpg




প্রথমে চাল কুমড়ার ফুলের ফটোগ্রাফি দিয়ে শুরু করলাম। এই ফুলগুলো গ্রামের বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায় বর্ষার সময়। আমরা জানি বর্ষাকালে চাল কুমড়া হয়। তাই এই কুমড়া গাছে হলুদ রঙের ফুলগুলো ফুটে ওঠে। ফুল গুলো দেখতে যেমন সুন্দর তেমন ফুলের গায়ে অনেক হুল থাকে। তাই এই ফুলগুলো সেভাবে স্পর্শ করা হয়ে ওঠে না। কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব হয়।

IMG_20240904_082709.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন আকন্দ ফুলের ফটোগ্রাফি। আকন্দ গাছে ফলের পাশাপাশি ফুল ফুটে রয়েছে। এই গাছের প্রচন্ড কস হয়ে থাকে। এইজন্য এই গাছের ফল ফুল ছিড়তে যাওয়া বেশি দুষ্কর বিষয়। অপ্রয়োজনে কেউ কখনো এই গাছগুলোতে হাত দিতে চায়না।

IMG_20240513_115839_796.jpg


বেশ অনেকদিন আগে পুকুরপাড় থেকে ঝিঙে ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ঝিঙে ফুলগুলো অনেক লম্বা শিষের উপর ছোট ছোট হলুদ ফুল হয়ে ফুটে থাকে। সেই জন্য এই ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। আমি মনে করি বিকেল মুহূর্তটা ঝিঙে ফুল এর সৌন্দর্য উপভোগ করার উপযুক্ত সময় থাকে। বিকেল হতে না হতে ঝিঙে ফুল ফুটে উঠতে থাকে।

IMG_20240825_183118.jpg


এখন আপনারা যে ফুলের ফটোগ্রাফি দেখছেন এটা মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। আমাদের বাড়িতে মাধবীলতা ফুলগাছ রয়েছে অনেকগুলো। সেখানে মাধবীলতা ফুল ফুটে থাকে। আমি বাসায় থাকলে সুযোগ বুঝে এই মাধবীলতা ফুলের ফটোগ্রাফি করি। বেশ ভালো লাগে এই ফুল গুলো দেখলে।

IMG_20240511_101308.jpg


আপনারা নিশ্চয়ই তেলাকুচিয়া গাছ চিনে থাকবেন। তেলাকুচিয়া গাছের ফুল গুলো সাদা সাদা হয়ে থাকে। আবার এই গাছের ফলগুলো ঘন সবুজ হয়। সবগুলো পেকে গেলে লাল হয়। এদিকে সবুজ পাতার পাশে সাদা সাদা ফুল। কত সুন্দর না এই গাছপাতা ফুল ফলের সৃষ্টি।

IMG_20240630_081802_858.jpg


ঢেঁড়স ফুল টা আমি সব সময় অনেক বেশি পছন্দ করে থাকি। সবজি গাছের মধ্যে সবচেয়ে দেখার মত ফুল এটা। একদম নতুন ফুটে ওঠা ফুলগুলোতে লক্ষ্য করলে বোঝা যায় এর সৌন্দর্য কেমন।

IMG_20240630_081649_117.jpg


এই মুহূর্তে আপনারা যে ফুলের ফটোগ্রাফি লক্ষ্য করছেন তা নয়ন তারা ফুল। এই ফুলটা আমরা আরো আরেকটি নামের জেনে থাকি। সেটা হচ্ছে বোতাম ফুল নামে পরিচিত। আমি যখন ছোট ছিলাম তখন এই ফুলগুলোকে বোতাম ফুল নামে জানতাম। পরবর্তীতে জানতে পেরেছি নয়ন তারা নাম। এছাড়াও এই ফুলগুলো আলাদা কালারের হয়ে থাকে।

IMG_20240505_085751_477.jpg


এখন আপনারা যে ফুলগুলো দেখছেন এগুলো আমাদের এলাকায় ঘাসফুল নামে পরিচিত। আলাদা নাম রয়েছে এর তবে সেটা আমার মনে নেই। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ফুলের গাছ টবে অথবা ঘরের আঙিনায় লাগিয়ে রাখা হয়। ঘাসের মতো বিস্তার করতে থাকে। অনেকেই দুবলা ফুল বলে থাকে। এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়। ছোট ছোট ফুলগুলো একসাথে অনেক ফুটে থাকলে খুব ভালো দেখায়।

IMG_20240505_091538_731.jpg


কলমি লতা ফুল। এই ফুল সাদা রংয়ের হয়ে থাকে আবার গোলাপি রঙের হয়ে থাকে। সাদা রংয়ের ফুল গুলো বিদেশি কলমি লতা গাছে হয়ে থাকে। কলমি লতা অনেক ভালোলাগার একটা শাক। আমি অনেক পছন্দ করি এই কলমি লতা ফুল।

IMG_20231123_091314.jpg




পোস্ট বিবরণ


বিষয়ফুল ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix
লোকেশনGangni-Meherpur
ফটোগ্রাফারSimransumon
দেশবাংলাদেশ

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsppmXccekHQtuRnvumd4YXJL6tgu3HeQ9kVdaMY7Ztny91Kmy6WbCfuPPL5AaxDjDtXQqm2QqLmK5DNCPD34.png


ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png


Sort:  
 8 days ago 

বিভিন্ন রকম ফটোগ্রাফি আপনি আজকে করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে অনেক ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে প্রশংসা তো করাই লাগে। এক কথায় দারুন হয়েছে সবগুলো ফটোগ্রাফি।

 9 days ago 

অনেক সুন্দর বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে আপু। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় আপু ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 8 days ago 

আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে এমনিতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 8 days ago 

ফুলে ফুলে ভরে উঠেছে আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট। ভিন্ন ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি হওয়াতে আরো চমৎকার দেখাচ্ছে। বর্ণনাগুলি সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য ব্লগটি পড়ে মনে ভীষণ তৃপ্তি পেলাম। আপনাদের বাসায় মাধবীলতা ফুল আছে জেনে তো ভালই লাগলো। ঝিঙ্গে ফুল ,কলমি লতা ফুল ,কুমড়ো ফুল এবং ঢেঁড়স ফুল এগুলোই আমার কাছে সবথেকে ভালো লেগেছে। মোটকথা আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট টাই দুর্দান্ত হয়েছে।

 8 days ago 

অনেকদিন পর আপনাকে দেখা পেলাম আপু ।অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে ।ধন্যবাদ আপু ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

অনেক সুন্দরভাবে করেছেন আপনি সবগুলো ফুলের ফটোগ্রাফি। আমার কাছে আপনার সবগুলো ফুল ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফুলের সৌন্দর্য কিন্তু সত্যি খুব ভালো ছিল। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে।

 9 days ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন। ফুলগুলো আমাদের সবারই চেনা প্রায়। চেনা ফুলগুলো এত সুন্দর ভাবে ক্যাপচার করেছেন দেখে ভালো লাগছে। আকন্দ ফুল এবং মাধবীলতা ফুল চমৎকার লাগলো। আকন্দ ফুলগুলো যেন আমার কাছে সব সময় ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি সহ গুছিয়ে বর্ণনা করে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 8 days ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। মাধবীলতা ফুল আমার খুব পছন্দের। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

যেখানে ফুলের সৌন্দর্য সেখানেই আমার মুগ্ধতা সৌন্দর্য। আর সেই মুগ্ধতা হল ফুলকে অতিরিক্ত ভালোবাসার মুগ্ধতা। আজ আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফির আমার দারুন লেগেছে‌। বিশেষ করে ঝিঙে ফুল আর কলমি লতা ফুল। এই দুটি ফুল আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রথম দেখতে পেলাম।

 8 days ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 95928.78
ETH 2606.32
USDT 1.00
SBD 2.52