রেনডম ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 days ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম ভালো লাগা কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার প্রিয় ফটোগুলো আপনাদের ভাল লাগবে। আর এই একটি পোষ্টের মাঝে ৮ রকমের ফুলের দেখা পাবেন। আশা করব আমার এই ফুলগুলোর ফটোগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং পরিচয় লাভ করবেন।


img_1719940206605.jpg

Edit by infinix mobile gallery


আলোকচিত্র: ১

আকন্দ ফুল



রাস্তার পাশে ফুটে থাকা আকন্দ ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো বর্তমান সময়ের খুব সুন্দর ভাবে ফুটে থাকতে দেখা যায় রাস্তায় যেখানে সেখানে। আমার কাছে খুবই ভালো লাগে এই সমস্ত বনফুল গুলো। এই ফুলের সৌন্দর্য অনেক বেশি। তবে কিছু কিছু ফুল রয়েছে দেখলেই হাতে নিতে মন চায়। কিন্তু সে ক্ষেত্রে এই ফুলগুলো নেয়া সম্ভব হয়ে ওঠে না কারণ এই ফুলের রয়েছে অনেক কষ। তবে একটা কথা আছে না ফুল হাতে নয় গাছের সুন্দর মানায়। সেক্ষেত্রে আকন্দ ফুলগুলো বেটার।


IMG_20240513_115841_603.jpg



আলোকচিত্র: ২

পেঁয়াজের ফুল



আমাদের চারপাশে বিভিন্ন প্রকার ফুল দেখতে পাওয়া যায়। তবে সকল ফুল সম্পর্কে আমরা অবগত নয়। হয়তো কাজ করার সুবাদে এই সমস্ত ফুলগুলোর সাথে পরিচিত হতে পেরেছি। আমি অনেক আগে থেকে পেঁয়াজের ফুল দেখে আসছিলাম আমাদের ফসলের জমিতে। তবে এতটা গভীরভাবে কাছ থেকে কখনো দেখি নাই। এবার আমাদের বাগানের পেঁয়াজ গাছ থেকে উপলব্ধি করতে পেরেছি।


IMG_20240414_094408_263.jpg



আলোকচিত্র: ৩

ধনিয়া ফুল



ধনিয়া ফুল আমার কাছে বেশ ভালো লাগে। সবুজ গাছের উপর ছোট ছোট সাদা পাপড়ি মিলে ফুটে থাকে এই ধোনিয়া ফুল। তবে গাছে অসংখ্য পরিমাণ এই ফুলগুলো ফুটে থাকে তাই বেশি ভালো লাগে দেখতে। ধনিয়া গাছের পাতাল যেমন ছোট ছোট হয়ে থাকে ফুলগুলো ঠিক তেমন ছোট ছোট, পার্থক্য শুধু পাতাগুলো সবুজ আর ফুলগুলো সাদা।



IMG_20240306_175125_6.jpg


আলোকচিত্র: ৪

কাটা ফুল



এটা একপ্রকার বর্ণ কাটা ফুল। অনেকে কাটানোটি বলে থাকে, এছাড়া অন্যান্য নামে পরিচিত এই ফুল। এই ফুলগুলো গমের সময় বেশি লক্ষ্য করা যায় ফসলের মাঠে। তবে ফসলের মাঠ ছাড়াও বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। আর এই ফুলগুলো দুই রকমের আমি দেখেছি। মাঠের গুলো সাদা রঙের হয়ে থাকে। এই গাছের পাতায় অনেক কাটা থাকে। তবে যাই হোক ফুলগুলো খুবই সুন্দর ভাবে ফুটে থাকে।



IMG_20240421_150809_086.jpg


আলোকচিত্র: ৫

জবা ফুল



বিভিন্ন প্রকার জবাব ফুল আমরা লক্ষ্য করে থাকি। লাল জবা ফুল, সাদা জবা ফুল, গোলাপি ছাড়া বিভিন্ন রকমের জবা ফুল দেখা যায়। তবে ওই সমস্ত জবা ফুলগুলো পাপড়ি খুবই কম থাকে। আর সেই সমস্ত ফুলের তুলনায় এই জবা ফুলের পাপড়ি অনেক বেশি। এইজন্য এই জবা ফুল দেখতে বেশি ভালো লাগে।



IMG_20240526_143350_154.jpg


আলোকচিত্র: ৬

লাউ ফুল



লাউ ফুলের সৌন্দর্য অন্যরকম। নিচে লা উপরে ফুল ফুটে রয়েছে। আমরা জানি অনেক ফুল রয়েছে আগে ফুল ফোটে তারপরে ফল হয়। কিন্তু এটা ব্যতিক্রম। লাউ গাছে ফুল ফোটে সেটাতে ফল হয় না। আবার যেটা লাউ ফলটা হয়ে থাকে সেটা আগে লাউ হয়, তার পরে ফুল ফোটে। এ যেন অন্যরকম এক সৌন্দর্য।



IMG_20240306_181117_402.jpg


আলোকচিত্র: ৭

তেলাকুচি ফুল



তেলাকুচি ফুলটা বনফুল। তবে এ বোন ফুলটা অন্যরকম সৌন্দর্য নিয়ে ফুটে থাকে। সবুজ পাতার মাঝে মাঝে লক্ষ্য করা যায় এই ফুল। এরপর তালাকুচি ফল ধরে। আবার সে ফলগুলো পেকে গেলে লাল হয়। তাই আমরা একটি গাছের মাঝে বেশ বিভিন্ন রং লক্ষ্য করে থাকি ফুল ফল গাছের পাতার মধ্যে। যখন এই গাছে ফল থাকে সবুজ পাতা থাকে, তার মাঝে মাঝে সাদা ফুলগুলো ফুটে থাকলে দেখতে বেশি দারুন লাগে।


IMG_20240630_081855_563.jpg



আলোকচিত্র: ৮

কাঠগোলাপ



এটা কাঠগোলা ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে সেই সমস্ত ফুলের মধ্য থেকে এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগে। এই কালার ফুলগুলো সৌন্দর্য অন্যরকম। গাছের সম্পূর্ণ জায়গা জুড়ে ফুটে থাকলে দেখে যেমন ভালোলাগা, ঠিক তেমনি ফটো ধারণ করতে অন্যরকম ভালো লাগা কাজ করে মনের মধ্যে


IMG_20240517_093339_7.jpg


7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png

পোস্ট বিবরণ


পোস্ট বিষয়কতথ্য
ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফুলের ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@simransumon


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkQ7abUK5WV8iVe2XobgD72D3AGmNqXgURRi9bsmZQHFL4JmAvb8RY8tFaRfrkNaJrKYoEaBD11VAbE21vAyhHvMppvn2tVZPTC.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 days ago 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন , অনেক সুন্দর হয়েছে আপনার এই ফুলের ছবি গুলো। কাটানোটি ফুলের ছবিটা বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 hours ago 

বেশ ভালো লাগলো আপু আপনার সুন্দর মন্তব্য।

 3 days ago 

অনেক সুন্দর হয়েছে ছবিগুলো আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 10 hours ago 

আপনার জন্য শুভকামনা রইল।

 3 days ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আর বর্ণনা করেছেন ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 hours ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 days ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে আপু তবে বিশেষ করে লাউ ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 hours ago 

দারুন মন্তব্য করেছেন আপনি।

 2 days ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফী গুলোর মধ্য থেকে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং পেঁয়াজের ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 10 hours ago 

অনেক খুশি হলাম আপনার মন্তব্য দেখে

 2 days ago 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা বনফুলের ফটোগ্রাফি টি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।আর প্রতিটি ফুলের সাথে বর্ণনা করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 10 hours ago 

বেশ ভালো লাগলো ভাইয়া

 2 days ago 

আপনি তো দেখতেছি বেশ অসাধারণ কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এবং বন্য ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। খুব চমৎকার ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 10 hours ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14