লেভেল ৪ হতে আমার অর্জন - By @simransumon

in আমার বাংলা ব্লগ10 months ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ উপস্থিত ভালো আছি। সামনে মাসে প্রথমবারের মতো মা হতে চলেছি, সবাই আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি লেভেল ৪ এর পরীক্ষা মূলক পোস্ট। আপনারা জেনে খুশি হবেন দুই তিন দিন আগে লেভেল ৪ এর ভাইবাতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। তাই আমি এই ক্লাসে মডারেটর @rupok ভাইয়ার মাধ্যমে যা শিখেছি, হাজবেন্ডের সার্বিক সহযোগিতায় যা বুঝেছি এবং শীট পড়ে যা বুঝতে পেরেছি শিখতে পেরেছি, ঠিক সেভাবেই পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আমি শুরু করব প্রত্যেকটা প্রশ্ন মোতাবেক স্ক্রিনশট এর মাধ্যমে উত্তর দিয়ে ও বুঝিয়ে আনসার করতে।

IMG_20240222_142845.jpg
Camera: Huawei P30 Pro-40mp

লেভেল ৪এর প্রশ্ন ও উত্তর

১। প্রশ্ন: p2p কি?

উত্তর: P2P অর্থ হচ্ছে পার্সন টু পার্সন। একজন ব্যক্তির Steemit ID wallet থেকে আরেকটি Steemit wallet এ Steem, SBD, TRX ট্রান্সফার করার প্রক্রিয়াকেই P2P বলা হয়। তবে এটা 'আমার বাংলা ব্লগ' এ সর্বদা নিষিদ্ধ।

২। প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: P2P এর মাধ্যমে @level4test এ SBD সেন্ট করতে হলে অবশ্যই আমাকে active key দিয়ে আমার স্টিমিট ওয়ালেট লগইন করতে হবে। এরপর ওয়ালেটে প্রবেশ করতে হবে। বিস্তারিত কার্যক্রম ধাপে ধাপে স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো।

Screenshot_20240221_091744.jpg

(i) আমার স্টিমিট ওয়ালেটের STEEM DOLLARS লেখার SBD এর পাশের ড্রপ ডাউন বাটনে ক্লিক করব।

Screenshot_20240221_092016.jpg

(ii) এবার transfer অপশনে ক্লিক করব। সেখানে একটি ফর্ম ওপেন হবে। সঠিকভাবে ফর্মটা ফিলাপ করতে হবে। এখানে Transfer to Account ফর্মে To এর জায়গায় যেই আইডিতে SBD P2P করব সেই আইডিটা বসাতে হবে। যেহেতু আমরা @level4test এ 0.001 SBD পাঠাবো, তাই আইডির ঘরে আইডি এবং এমাউন্টের ঘরে এমাউন্ট বসাবো। আর মেমোর জায়গায় মেমো বসাতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে।
Screenshot_20240221_092339.jpgScreenshot_20240221_093526.jpg

(iii) next বাটনে ক্লিক করার পর, নিশ্চিত হওয়ার জন্য Confirm Transfer অপশন আসবে। সেখানে সব ঠিকঠাক আছে কিনা দেখার পর ওকে বাট অনেক ক্লিক করতে হবে। যেহেতু পূর্বে ওয়ালেট লগইন করা ছিল তাই P2P ট্রান্সফার হয়ে যাবে। আর ট্রান্সফার হয়েছে কিনা খুব সহজে আমরা একদম নিচে History তে দেখতে পারবো।
Screenshot_20240221_094844.jpgScreenshot_20240221_095306.jpg

৩। প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: প্রথমে আমার আইডির ওয়ালেটে যাব। active key দিয়ে Steemit wallet লগইন করব। এবার লিকুইড স্টিমের পাশে থাকা ড্রপ ডাউন বাটুনে ক্লিক করব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে একটা লিস্ট ওপেন হবে। সেখানে Transfer অপশনে ক্লিক করব। এবার Transfer to Account নামের একটি ফর্ম ওপেন হবে। এখানে To এর জায়গায় অ্যাকাউন্ট @level4test লিখবো। অ্যামাউন্টের স্থানে 0.001 Steem বসাবো। মেমোর জায়গায় মেমো বসাবো। তারপর next বাটনে ক্লিক করব।
Screenshot_20240221_110235.jpgScreenshot_20240221_110309.jpgScreenshot_20240221_111642.jpg

next বাটুনে ক্লিক করার পর সবকিছু ঠিকঠাক আছে কিনা নিশ্চিত হতে Confirm Transfer অপশন আসবে। সেটা দেখে নিশ্চিত হয়ে Confirm Transfer বাটনে ক্লিক করব। একটিভ কি দিয়ে লগইন করা আছে তাই ট্রান্সফার হয়ে যাবে। এরপর নিচে history তে দেখতে পারবো ট্রান্সফার।
Screenshot_20240221_111919.jpgScreenshot_20240221_112528.jpg

৪। প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: @level4test অ্যাকাউন্ট TRX ট্রান্সফার করার জন্য আমার আইডির ওয়ালেটে যাব। Active key দিয়ে ওয়ালেট লগইন করে নিব। এবার TRX এর পাশে থাকা ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। এরপর Transfer এ ক্লিক করব।

Screenshot_20240221_122434.jpg

ট্রান্সফারে ক্লিক করার পর Transfer to Account ফর্ম ওপেন হবে। From এর স্থানে আমার আইডি নাম থাকবে। To এর স্থানে @level4test অ্যাকাউন্ট লিখব। এরপর নিচের ডানপাশের বক্সের মধ্যে SWITCH TO TRON ACCOUNT সিলেক্ট করবো। অ্যামাউন্ট এর ঘরে এমাউন্ট বসাবো। পাবলিক ম্যামো বসালেও চলে না বসলেও চলে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর কনফার্ম ট্রান্সফার সব ঠিকঠাক আছে কিনা দেখে ওকে করব। সবশেষে Tron private key দিয়ে ট্রান্সফার ওকে করে দিব।
Screenshot_20240221_125629.jpgScreenshot_20240221_125714.jpgScreenshot_20240221_125841.jpg

৫। প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করতে প্রথমে আমার ওয়ালেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করবো। এবার আইডি প্রোফাইলের ডানপাশে থ্রি-বারে ক্লিক করব। সেখানে currency market দেখতে পারবো। কারেন্সি মার্কেটে ক্লিক করব। সেখানে দুইটা অপশন দেখতে পারব, buy steem আর sell steem অপশন। যেহেতু 0.1 SBD কে Steem এ কনভার্ট করতে হবে তাই buy steem সিলেক্ট করতে হবে। টোটাল এর ঘরে 0.1 SBD বাসাবো এবং Lowest ask ওকে করব। এরপর buy steem এ ক্লিক করব। তারপর Confirm limit order create এ ok করবো। আর এভাবে ইন্টারনেল মার্কেট থেকে SBD কে Steem এ কনভার্ট করলাম।
Screenshot_20240221_232440.jpgScreenshot_20240221_232851.jpgScreenshot_20240221_233235.jpg

৬। প্রশ্ন: Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর: আমরা দুইভাবে poloniex একাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, আরেকটি হচ্ছে গুগল ব্রাউজারের মাধ্যমে। গুগল ব্রাউজার এর মাধ্যমে খুলতে হলে অবশ্যই ব্রাউজারে poloniex.com লিখে সার্চ করব। সেখানে poloniex এর লোগো ও poloniex আসবে এবং ডান পাশে থ্রি-বার থাকবে। থ্রি-বারে ক্লিক করব সেখানে sign up ও login লেখা আসবে। Account create করতে হলে অবশ্যই sign up এ ক্লিক করতে হবে। সেখানে create account এর email এর জায়গায় Gmail address আর পাসওয়ার্ড এর জায়গায় একটি strong password দিয়ে poloniex account ক্রিয়েট করব। Referral code এর জায়গায় কোড না দিলেও চলবে। ক্যাপচার আসলে ক্যাপচার পূরণ করব। জিমেইলে যাওয়া মেসেজের মাধ্যমে আমরা একাউন্ট কনফার্ম করে নেব। এরপর জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করবো। যেহেতু ইতো পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই নতুন একাউন্ট ক্রিয়েট না করে সেই অ্যাকাউন্ট লগইন করে দেখালাম।
Screenshot_20240221_235707.jpgScreenshot_20240221_235801.jpg
Screenshot_20240221_235857.jpgScreenshot_20240221_235934.jpgScreenshot_20240222_181013.jpg

৭। প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর: poloniex account এ Steem deposit করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে poloniex app ইনস্টল করে নিলাম। এরপর আমার অ্যাকাউন্টটি জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। এরপর ওয়ালেটে deposit এ গেলাম। সার্চ বারে steem লেখার সাথে সাথে নিচে steem লিখা আসলো সেটা ওকে করলাম। তারপর select a network এ স্টিম লেখা ওকে করলাম। এবার poloniex এর এড্রেস ও ম্যামো কপি করে keep note এ রাখলাম।
Screenshot_20240222_091601.jpgScreenshot_20240222_091649.jpgScreenshot_20240222_094035.jpg
Screenshot_20240222_094248.jpgScreenshot_20240222_095142.jpg

এবার আমি আমার steemit ওয়ালেটে আসলাম। Active key দিয়ে লগ ইন করে লিকুইড স্টিমের ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম। এরপর Transfer এ ক্লিক করলাম। Poloniex এ ডিপোজিট করতে To এর জায়গায় poloniex এর কপি করা অ্যাড্রেস বসাবো, ম্যামোর জায়গায় ম্যামো। আর অ্যামাউন্ট এর ঘরে 2 স্টিম দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর কনফার্ম হতে Confirm transfer ওকে করে দিলাম। পূর্বে অ্যাক্টিভ কি দিয়ে ওয়ালেট লগইন করা ছিল তাই কিছু মিনিটের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। Poloniex এর ওয়ালেটে যেয়ে spot এ দেখা যাবে।
Screenshot_20240222_101151.jpgScreenshot_20240222_101743.jpg
Screenshot_20240222_101802.jpgScreenshot_20240222_102549.jpg

৮। প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর: Poloniex এ TRX ডিপোজিট করতে হলে প্রথমে Poloniex এর wallet এ প্রবেশ করব। এবার deposit option এ ক্লিক করব। সামনে একটি সার্চ অপশন আসবে। সার্চ অপশনে TRX লিখব। নিচে আসা TRX এ ক্লিক করব। Select a network অপশনের TRX TRON লেখায় ক্লিক করব। এবার এখান থেকে TRX Tron address কপি করে keep notes এ রাখবো।
Screenshot_20240222_111818.jpgScreenshot_20240222_111845.jpg
Screenshot_20240222_111903.jpgScreenshot_20240222_111956.jpg

এবার আমি আমার স্টিমিট ওয়ালেট এক্টিভ কি দিয়ে লগইন করবো। TRX এর পাশে থাকা ড্রপডাউন বাটনে ক্লিক করব। এরপর ট্রান্সফার এ ক্লিক করব। একটি ফর্ম ওপেন হবে। বক্সের মধ্যে সবুজ কালারের লেখা SWITCH TO TRON ACCOUNT লেখার জায়গায় SWITCH TO STEEM ACCOUNT সিলেক্ট করে নিব। এরপর To এর জায়গায় poloniex Tron এড্রেসটি বসাবো। অ্যামাউন্ট এর জায়গায় এমাউন্ট। ম্যামো বসালেও চলে, না বসালেও চলবে। এরপর Next বাটনে ক্লিক করব। এরপর সব ঠিকঠাক আছে কিনা দেখে ওকে করব। সবশেষে Tron private key বসিয়ে ট্রান্সফারে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যেই poloniex এ TRX চলে এসেছে।
Screenshot_20240222_112846.jpgScreenshot_20240222_113239.jpgScreenshot_20240222_113328.jpg
Screenshot_20240222_113940.jpgIMG-20240222-WA0000.jpgScreenshot_20240222_122023.jpg

৯। প্রশ্ন: Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: Poloniex এ Steem ও TRX কে USDT তে Exchange করতে, প্রথমে poloniex লগইন করব। এরপর ট্রেড অপশনে ক্লিক করব। এখানে আমরা buy ও sell অপশন দেখতে পারব। STEEM কে USDT তে Exchange করতে উপরের বাম পাশের কর্নারে spot এ সার্চ বারে Steem/USDT লিখে এই পেয়ার সিলেক্ট করে নিব। যেহেতু steem sell করবো, তাই sell অপশনে যাব।
প্রাইসের ঘরে প্রাইস নির্ধারণ করব। আমি যত পরিমান স্টিম কে USDT করব সেই পরিমাণ স্টিম এমাউন্টে লিখব। যেহেতু আমি এক স্টিম Exchange করবো, তাই স্টিম অ্যামাউন্ট এর ঘরে লিখলাম। আর এক স্টিম সমান কত USDT হয় সেটা টোটাল ইউএসডিটির ঘরে দেখাচ্ছে। এবার আমি Sell Steem এ ক্লিক করব। এভাবেই স্টিম USDT তবে এক্সচেঞ্জ হবে।
Screenshot_20240222_131347.jpgScreenshot_20240222_131725.jpgScreenshot_20240222_131826.jpg
Screenshot_20240222_131848.jpgScreenshot_20240222_133626.jpg
Screenshot_20240222_134148.jpgScreenshot_20240222_134244.jpg

TRX কে USDT তে Exchange করতে আবারো poloniex এর ট্রেড অপশনে যাব। Spot এর সার্চ বারে TRX/USDT লিখব। নিচের TRX/USDT পেয়ার সিলেক্ট করবো। Buy ও Sell অপশন সামনে আসবে। Sell অপশনে ক্লিক করব। এবার প্রাইসের ঘরে প্রাইস নির্ধারণ করব। TRX অ্যামাউন্ট এর ঘরে অ্যামাউন্ট বসাবো। আমি যেহেতু এক TRX দিয়ে USDT কিনবো তাই এমাউন্টের ঘরে এক বসালাম। নিচে টোটাল ইউএসডিটি দেখা দিবে। এবার Sell TRX অপশনে ক্লিক করার মধ্য দিয়ে এক্সচেঞ্জ করা হয়ে যাবে। যা দেখতে পারব poloniex এর ওয়ালেট স্পটে।
Screenshot_20240222_140009.jpgScreenshot_20240222_140222.jpg
Screenshot_20240222_141346.jpgScreenshot_20240222_141428.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি বিষয়গুলো বেশ ভাল বুঝতে পেরেছেন। আশা করি নিজের লেনদেন সংক্রান্ত কাজগুলো নিজেই করবেন। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ভাইয়া কাজগুলো বুঝতে পেরেছি, প্রথম প্রথম তাই সময় লাগছে বেশি। প্রথম যখন পোস্ট করতাম তখন এমন লাগতো,এখন আর পোস্ট করতে সমস্যা হয় না। নিয়মিত এক্সচেঞ্জ করার মধ্য দিয়ে জড়তা দূর হয়ে যাবে, ধারণা ক্লিয়ার হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97145.06
ETH 3407.23
USDT 1.00
SBD 3.14