আর আগের মতো এখনকার মেলায় যেন তেমন জাকজমক ভাবটা খুঁজে পাওয়া যায় না, কেমন যেন নিস্তব্দ নিস্তব্দ ভাব ।
সত্যি বলতে করোনার পর থেকে এখন সব কিছুই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আমাদের এলকায় বৈখাখ মাসে মেলা হতো প্রথম তিন দিন। তবে এখন শুধু প্রথম দিন মেলা বসে করোনার পর থেকে। তবে এখন আর আগের মতো মানুষ দেখা যায় না। আমি মেলাতে যাইনা তাও তিন বছর হতে চললো।
দাদা মেলা থেকে আমিও আপনার মতো খেলনা কেনার পাগল ছিলাম। পুতির পিস্তল, আর রিমোট কন্টোল গাড়ি বেশি কিনেছি। আপনি বৈশাখী মেলায় ঘুরে অসাধারণ কিছু ছবি ক্যাপচার করেছেন। সত্যি দাদা আপনার তোলা ছবিগুলো দেখে মনে হচ্ছিলো আমিও যেনো মেলাতে।আছি। দাদা আপনি ভাজা ভুড়ি পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো কারণ জিনিসটা আমারও অনেক প্রিয়।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ বৈশাখী মেলা ভ্রমনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পোস্ট পড় খুব ভালো লাগছে। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেছে আমার। শুভকামনা রইলো দাদা। 💞💞