অসাধারণ গল্প লিখছেন ভাই, শাওনের মতো হাজার হাজার মানুষ বসের তেড়া কথা শুনেও শুধুমাত্র জীবিকার তাগিদে এই সব নিম্ন মানের কাজ করে। এই শহর সত্যি শুধ কাজ চেনে। কাজ ছাড়া এখানে কারো দাম নেই।
বিশেষ করে, লাস্টের পার্ট পড়ে খুবই কষ্ট লাগলো। ভালোবাসার মানুষ আজ অন্যের ঘরের বউ। এমন পরিস্থিতি যাতে কারো জীবনে না আসে। এটা খুবই কষ্টের। এখানে শাওন বীপা দুই জনই কষ্ট পেয়েছে। তবে দুই জনই কষ্ট চেপে রেখেছে।
আমাদের সমাজের চলমান পরিস্থিতি নিয়ে খুবই সুন্দর একটা গল্প লিখছেন। আপনার লেখা পড়ে খুবই ভালো লাগে। আর ঘটনাগুলো ইউনিক। ধন্যবাদ ভাই। 💕💕