ডেবিটকে গুলি করার সময় বন্দুক ফেটে যায় এটা সত্যি অনেল হাস্যকর ছিলো। সত্যি বলতে ইংলিশ মুভিগুলোতে এমন দৃশ্য অনেক বিনোদন দেয়। হাহাহা ডেবিটের নাম অন্য নাম দেওয়ার কারণে ডেভিট যে ভিলেনের হাত থেকে বেঁচে যায় এটাও ভালো ছিলো। তবে কেলী যে তার ভুল বুঝতে পারে এটা অনেক ভালো লাগে। ছবির শেষটাও আমার কাছে ভালো লেগেছে।
সত্যি বলতে দ্বিতীয় পার্টের অপেক্ষায় ছিলাম। আজকে দ্বিতীয় পার্ট পড়ে ভালো লাগলো৷ আর ভাই আপনি ব্যাংক ডাকাতির আরো মুভি রিভিউ করতে চাইছেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। ভালোবাসা অবিরাম ❣️🤟❣️