ভাই কিছু কিছু মুভি আমার অনেক ভালো লাগে এর মধ্যে ব্যাংক ডাকাতির মুভি একটি। এছাড়াও টাইম ট্রেভিলিং মুভি, হ্যাকিং মুভি এই টাইপের মুভিগুলো অনেক পছন্দ করি। এই মুভিটার প্রথম পার্ট পড়েই আকর্ষন কাজ করছে। বেচারা ডেভিট যে তার বিয়ে বাদ দিয়ে কেলির সাথে যুগ দিলো কি হয় এই নিয়ে টেনশনে আছি।
যে ব্যংক ডাকাতি করবে সে ব্যাংকে কেলি যেহেতু আগে জব করছে তাহলে সফল হবে আশা করি, হাহাহা [খারাপ কাজে সফল হলেও বিপদ পিছু ছাড়ে না।]
এই মুভিটির দ্বিতীয় পর্ব রিভিউ দেয়া শেষ হলে আমি আরও একটি ব্যাংক ডাকাতির মুভি রিভিউ দেয়ার চেষ্টা করব। সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে । ধন্যবাদ।
অবশ্যই ভাই, অপেক্ষায় রইলাম। ❤️❤️