অবশেষে যেভাবেই হোক ঝামেলার অবসান ঘটলো তাহলে। তবে আপনার মাইন্ড গেইমের ব্যাপারটা খুবই ভালো লাগলো। যে বড় লাইন ছিলো, সবাইতো ফোন টিপে সময় পার করছে, এই কাজগুলো খুবই ভুগান্তির কাজ। টিকা দিতে গেলেও এই রকম ভোগান্তি পোহাতে হয়।
ঘুষ দেওয়া নেওয়া দুটাই শাস্তিযোগ্য অপরাধ। আপনি দেশের সচেতন নাগরিক হিসেবে কোনো 'স্পিড মানি' না দিয়ে ভালো কাজ করছেন। তবে আমাদের দেশে টাকা ছাড়া কাজ একটু ধীরগতিতেই হয় এতে অবাক হওয়ার কিছু নেই। যাক, এখন অনলাইনে আইডি কার্ডের কপি আসলেই টিকার আবেদন করে ফেলেন। আপনাদের জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করেছেন।