![EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbxhWBw2ivgEy7kmhhCdnf7o18bkXnxmcvR1H2um3pcGT/EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png)
হাঁসের মাংস অনেক মজার একটি মাংস। বুনো হাঁসের মাংস যদিও খাওয়া হয় নাই কখনো। তার পরও কৌতূহল হচ্ছে এবং খেতে মন চাচ্ছে। আপনার রেসিপির কালার অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে পারসোনালি অনেক ভালো লেগেছে আপনার রেসিপিটি।
আশা করি যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই বুনো হাঁসের মাংস খেয়ে দেখবো। পাতি হাঁসের মাংস খেয়েছি, পাতি হাঁসের মাংস খেয়েই অনেক ভালো লাগছে তাহলে বুনো হাসের মাংসতো আরো মজা হবে এটা নিশ্চিত। যাইহোক, খুবই সুন্দর লোভনীয় ও ইউনিক একটি রেসিপি ছিলো এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ইউনিক রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দাদা,পরবর্তী আকর্ষনের অপেক্ষায় রইলাম। ❣️❣️❣️
![EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbxhWBw2ivgEy7kmhhCdnf7o18bkXnxmcvR1H2um3pcGT/EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png)