আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় ও আমার সম্পর্কে কিছু কথা

B612_20220828_211730_912.jpg
আসসালামু আলাইকুম,,
আমি তাহেরা সিদ্দিকা( শান্তা ),তবে পরিবারের সবাই আদর করে শান্তু বলে ডাকে। আব্বু ,আম্মু ,ভাইয়া ,আপ্পি আর আমাকে নিয়ে আমাদের ছোট পরিবার।আমরা ঢাকা জেলার অধীনে ডেমরা থানার সারুলিয়া এলাকায় ২৩ বছর ধরে বাস করি ,তবে স্থায়ী ঠিকানা মাদারীপুর।আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স কমপ্লিট করেছি ।বর্তমানে ৩/৪ স্টুডেন্ট পড়িয়ে দিন পার করি।

নিজের বিষয় কথা বলতে গেলে শেষ হবার নয় ,তবুও খুঁজে খুঁজে যে বিষয় বা বস্তু দ্বারা আমি নিজের সত্তা কে খুঁজে পাই তাই উপস্থাপন করলাম পরিচয়ের কলামে।

১)ভ্রমণ নিয়ে কিছু কথা : আমি ঘুরতে বেশ পছন্দ করি,তবে দলবদ্ধ হয়ে না দুই বা একজন নিয়ে ।প্রাকৃতিক পরিবেশের মধ্যে নদী,হাওর ,পদ্মবিল আমার খুব পছন্দের । কোন এক মানুষের মুখে শুনলেই হয় এই জায়গার প্রকৃতি খুবই সুন্দর ,শুনার পর থেকে সেই জায়গায় যাওয়ার ব্যাকুলতা আমার বেড়ে যায়।

received_978945782838552.jpeg

FB_IMG_1661700545291.jpg

FB_IMG_1661700553032.jpg
২) ছবি আঁকা : ছোট বেলায় খুব ভালো ছবি আঁকতে পারতাম ,তবে বড় হওয়ার সাথে সাথে হাত নষ্ট হয়ে গেছে ,এখন আর তেমন ছবি আঁকতে পারি না ,তবুও মাঝে মাঝে আনমনে আকি দুই /চারটা ছবি ।ছোট বেলায় আব্বুর ভয়ে লুকিয়ে লুকিয়ে ছবি আর্ট করতাম ,কারণ আব্বু বলত, ছবি আর্ট করলে পড়ালেখা হবে না ।

FB_IMG_1661700434739.jpg

FB_IMG_1661700437837.jpg

FB_IMG_1661700578750.jpg

৩)শরৎ নিয়ে কিছু কথা : শরৎ ঋতু আমার খবুই প্রিয় ঋতু ।এই ঋতুর যেই বিষয়টি আমার হৃদয় স্পর্শ করে সেটি হলো আকাশে সাদা মেঘের ভেলা ,নীল পরিছন্ন আকাশ ।আর কাঁশ ফুলের মাঝে ছবি ক্যাপচার করার জন্য আমি প্রতি বছর অপেক্ষা করি ।
received_651045665550510.jpeg

৪) শখের রান্না বান্না : পরিবারের ছোট মেয়ে ছিলাম বলে আম্মু কখনো কোন কাজ করায় নি ।তবে বড় হওয়ার সাথে সাথে রান্না করা আমার শখে পরিণত হয়েছে ।ইউটিউব থেকে ভিডিও দেখে আমি বিভিন্ন রান্না শিখেছি এবং রান্না করে পরিবারের সবার সাথে শেয়ার করেছি ।এই খানে কিছু ছবি দেওয়া হলো যা কোভিড ১৯ কালীন সময় তৈরি করা হয়েছিল
received_513668715994854.jpeg

received_1665082713639571.jpeg

received_763257131135641.jpeg

received_639874313629642.jpeg

received_331346014722565.jpeg

received_310786330171567.jpeg

received_680962466101134.jpeg

received_154837222772245.jpeg

৫)প্রাকৃতিক ছবি ক্যাপচার: ঘুরতে গেলে বা সুন্দর আকাশ ,গাছ ,প্রকৃতির ছবি ক্যাপচার করা আমার নেশা ।তেমনি কিছু ছবি
FB_IMG_1661587997204.jpg

FB_IMG_1661587976216.jpg

![FB_IMG_1661587988621.jpg](

FB_IMG_1661587973083.jpg

FB_IMG_1661587984009.jpg

৬)আমার প্রিয় বেলা - বেণীকে নিয়ে কিছু কথা : বেলা -বেণী আমার পোষা দুইটা বিড়ালের নাম।খুব শখ করে ওদের পালন করতে এনেছিলাম।আমার এক বড় ভাই আমাকে গিফট করেছিলো।ওরা আমার খুবই আদরের ।ওদের দিকে তাকালে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় ।সারাদিন আমার পাশে ঘুর ঘুর করে ।যখন আমি কাজ শেষে বাসায় ফিরে মিউ মিউ করে অস্থির করে তুলে যেনো আমার কাছে ওদের কত নালিশ ।
received_627179594832110.jpeg

FB_IMG_1661588031437.jpg

FB_IMG_1660716553518.jpg

এই ছোট ছোট শখ ,চাওয়া, পাওয়া নিয়েই আমি আর আমার সারাদিন

পরিশেষে বলতে চাই ,আমার ছোট বেলার স্কুল ফ্রেন্ড @rahimakhatun যে আমাকে এই সুন্দর এক প্ল্যাটফর্মের সন্ধান দিয়েছে তার কাছে কৃতজ্ঞ । ও খুব কম সময়ে আমাকে এই সম্পর্কে বলেছে,ওর ব্যস্ততার কারনে আমাকে সব বলতে পারে নাই, আপনারা সবাই আমাকে সাহায্য করবেন,দয়া করে,
আশা করি আপনারা সবাই আমার এই লেখা গুলো পড়ে আমার সম্পর্কে জানতে পেরেছেন। আমি হয়তো এত সুন্দর করে গুছিয়ে কথা গুলো বলতে পারিনি। আমার এই লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন, আপনার সম্পর্কে জানতে পেরে সত্যিই ভালো লাগলো।
আর সব থেকে বড় কথা হচ্ছে রহিমা আপু আমাদের কমিউনিটির একজন এক্টিভ এবং দক্ষ মেম্বার। উনার কাছ থেকে সব কিছু আপনার আয়ত্ত করার চেস্টা করবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

Loading...
 2 years ago 

আপু আপনার পরিচয় জেনে ভালো লাগলো। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো যেমন ভালো লেগেছে তেমনি আপনার শেয়ার করা খাবারের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি অনেক গুণের অধিকারীনী নিয়ে এটা বুঝতেই পারছি। শুভকামনা রইল আপু।

করোনা কালীন সময় থেকে আমি ইউটিউব এর ভিডিও দেখে রান্না করে সময় পার করতাম ।তবে এখন ভালোই রান্না পারি ।ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে আমার রান্না ,ফটোগ্রাফি শেয়ার করবো।পাশে থাকার অনুরোধ রইল ।

 2 years ago 

শেষ অব্দি আমার নামটাই ভুল লিখলি😭😭

 2 years ago 

এটা ফানি ছিলো।

দুঃখিত , আমি বুঝতে পারি নাই ,এডিট অপশন পাই না ,পেল সবার আগে ম্যাম আপনার নামের স্পেলিং ঠিক করবো 😎😎

 2 years ago 

না আমি না আপনি ঠিক করবেন,, সবার নিচে দেখুন এডিট একটা অপশন আছে ওখানে ক্লিক করে নাম টা সঠিক করে আপলোড পোস্ট দিন।

 2 years ago 

😁😆😆

 2 years ago 

ম্যাম,,আপনার কাছে বিচার দিলাম😉😉

 2 years ago 

আপনি যে অনেক ভালো রেসিপি ও ফটোগ্রাফি পারেন তা আপনার পরিচিতি পর্ব থেকেই বুঝতে পেরেছি। আশা করি সামনে ভালো ভালো কনটেন্ট দেখতে পারবো আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট শেয়ার করার ।সাথে থাকবেন আশা রাখি

 2 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম 🥀
আপনার পরিচয় ও আপনার সম্পর্কে জানতে পেরে ভীষণ ভালো লাগলো। লেগে থাকুন আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ 🤲 আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ আপনাকে ।আমার জন্য দোয়া আর আমাকে এই প্ল্যাটফর্ম এ সাহায্য করবেন আশা রাখি।

 2 years ago 

খাবারগুলো দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে আপু। এবং আপনি বেশ দারুণ ফটোগ্রাফি করেন। সত্যি চমৎকার বলতেই হয়। আপনার সম্পর্কে জেনে ভালো লাগল। আপনাকে আমার বাংলা ব্লগ স্বাগতম। এবং আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

পরিচয় মূলক পোস্ট পড়ে ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। অবশ্যই ভালো করতে পারবেন এই প্ল্যাটফর্মে।

আপনি আমার পরিচয় পোস্ট এর প্রথম কমেন্ট করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।আমার জন্য দোয়া আর সর্বদা পাশে থাকবেন ।

 2 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.26
JST 0.040
BTC 94443.52
ETH 3353.41
USDT 1.00
SBD 1.65