আমাদের আইন আসলেই একটু ধীরগতি সম্পন্ন। এর প্রধান কারন হল জনসংখ্যার বিস্ফোরণ। এত বেশি জনসংখ্যার মাঝে আইন প্রণয়ন করা আসলেই একটু চাপের।আদালতে অসংখ্য কেস, কিন্তু যথেস্ট বিচারক নেই। প্রয়োজনের থেকে পুলিশের সংখ্যা কম।আপনি যে সলিউশনটি দিলেন,সেটি কার্যকর হলে সব দিক থেকেই কল্যাণ কর হবে।