You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪৫

in আমার বাংলা ব্লগlast year

এটা গল্প নয় বাস্তব ঘটনা

অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। ফাইনাল পরীক্ষা চলে এসেছে তারপরেও আমি সিলেবাস ই বুঝি নি। যাই হোক পরীক্ষা দিতে গেছি।আমার পেছনে যে আছে তার অবস্থা আমার থেকেও বাজে। সে আমার দেখে লেখছিল।তখন স্যার বলল

স্যার:কি রে তোমার পেছনের জন তো সব তোমার দেখে লিখল।

আমি:স্যার দেখতে দেন।আমি একা কেন ফেল করব, ওকে সাথে নিয়েই করি।

স্যার শুনে হাসতে হাসতে শেষ। এরপর আর আমার পেছনের জন আমার কখনোই দেখে নি।

Sort:  
 last year 

হুম ফেল করলে দুজনে একসাথেই করতে হবে। সত্যি অনেক মজার ছিলো দাদা।

 last year 

মরলে দুইজন একসাথেই মরি,হা হা হ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.27
JST 0.040
BTC 96948.35
ETH 3468.05
SBD 1.56