আপনার পোস্ট আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল।ও রোজা না রাখার জন্য আমাদের কাছে পর্যন্ত বকা খেয়েছে।কিন্তু ওর এক কথা,"আমি না খেয়ে থাকতে পারিনা"।অথচ ইফতার এর সময় অর্ধেকের বেশি ইফতার ওর পেটেই যেত। আগে দেখতাম চাঁদ রাত থেকে পটকা ফুটানো শুরু,কিন্তু এখন আর অত বেশি পটকা ফুটাতে কাউকে দেখি না। ধন্যবাদ ভাইয়া শৈশবের স্মৃতি গুলো শেয়ার করার জন্য।