You are viewing a single comment's thread from:
RE: ইলিশের বাড়ি চাঁদপুরে একদিনের ভ্রমন ঃ শেষ পর্ব।। 10% beneficiary to @shy-fox
এরকম জার্নি তে,এরকম রসিক মানুষ পেলে সময় কোনদিক দিয়ে চলে যায় তা বোঝাই যায়না।আর বেশ সস্তা দরে ইলিশ পেয়েছেন।সব দিক থেকে আপনাদের জার্নি টাকে সফল বলা যায়।অনেক ভাল লেগেছে আপনাদের ঘোরাঘুরি অভিজ্ঞতা পড়ে।
এটা ঠিক বলেছেন যেকোন ভ্রমণে দু একজন রসিক মানুষ না থাকলে ভ্রমণটা এনজয় করা যায় না। এর আগে আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন একটি গ্রুপের সাথে কক্সবাজার গিয়েছিলাম। তাদের প্রায় সবাই আমার অপরিচিত ছিল। প্রথমে ভেবেছিলাম আসলে কি মজা হবে? পরে ভ্রমনে গিয়ে দেখলাম দুটি মানুষ খুবই মজার ছিলেন এবং আসার পর তাদের দুজনকে আমি স্পেশাল ধন্যবাদ দিয়েছিলাম
পুরো ভ্রমনটিকে এত প্রাণবন্ত করে রাখার জন্য। ধন্যবাদ ভাইয়া।