আসলেই খাটি বন্ধুত্বের কোন তুলনা হয়না।আমরা ছয়জন বেস্ট ফ্রেন্ড আছি,প্রায় ১৩বছর ধরে।বিপদে আপদে সব সময় একজায়গায়,একে অপরের পাশে। যদিও কখনো ফ্রেন্ডশিপ ডে ওভাবে পালন করা হয়নি। ফ্রেন্ডশিপ ডে নিয়ে অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট থেকে। ধন্যবাদ আপু দারুন ইনফরমেটিভ পোস্ট টির জন্য।
এভাবেই টিকে থাক আপনাদের বন্ধুত্ব।অনেক ধন্যবাদ ভাইয়া।