বন্ধু নির্বাচনে সাবধান
মানুষের জীবনে কিছু কিছু নিয়ম থাকে যেটা সে তৈরি করে নেয় ঝামেলামুক্তভাবে থাকার জন্য।নিয়ম গুলো অন্যের কাছে বাড়াবড়ি মনে হয় অনেক সময়,কিন্তু অধিকাংশ সময় এই নিয়ম গুলোই অনেক কাজের প্রমানিত হয়।
এমন আমারো কিছু নিয়ম বানানো আছে। তার মাঝে একটা নিয়ম বন্ধু তৈরির ক্ষেত্রে সব সময় মেনে চলি। কারন বন্ধু জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ।জীবনে সুখ,দু:খে,বিপদে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন ভাল বন্ধু জীবনে ঢাল সম।তাই জীবনে বন্ধু খুব কেয়ারফুলি নির্বাচন করতে হয়। কারন বন্ধুত্ব হবার পর সেই বন্ধুত্ব নষ্ট করা খুবই কঠিন।বিশেষ করে আমি পারি না বন্ধুত্ব সহজে নষ্ট করতে পারিনা।তাই প্রথমেই বন্ধু নির্বাচন এর ক্ষেত্রে সতর্ক হই।
বন্ধু নির্বাচন এর ক্ষেত্রে আমার নিতী হল যে আমার কাছে অন্য জনের গোপন কথা,ত্রুটি বলে সে নিশ্চিত আমার গোপন কথা ত্রুটিও আরেকজনের কাছে বলে দিবে। তাই কারো সাথে মেশার আগে তাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করি।তারপর যদি মনে হয় বন্ধু হবার যোগ্য তবে আমার বন্ধু হয় আর না হলে সে ফর্মাল পরিচিত হয়েই থাকে।
এজন্যই আমার বন্ধু সংখ্যা খুবই কম।যে পাচজন আছে সে পাচজন খুবই পরীক্ষীত।এমন সিচুয়েশনেও পড়েছি যখন এরা পাশে ছিল।এই নিয়মের ব্যতিক্রম করেছিলাম একবার। অবশ্য সেটা আমার ভুল ছিল না। অকামটা করেছিল আমার ই এক ফ্রেন্ড। মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে সে আমাদের মাঝে আসে।
বেশ ভালই মিল হয় আমাদের সাথে।বেশ বিশ্বস্থ হয়ে ওঠে,কিন্তু মানুষের মন বোঝা মুশকিল। একদিন সে আমাদের এমন বিপদের মাঝে ফেলল যে প্রাণ সংশয়। এখন বলতে পারেন এই না একটু আগে বললেন বন্ধুর বিপদে বন্ধুই পাশে দাঁড়াবে। কিন্তু এখানে সেই তথাকথিত বন্ধুর বিপদ হয়নি,উলটা সে আরো শত্রুপক্ষের হয়ে আমাদের এক বন্ধুকে বিপদে ফেলে।আর তাকে বাচাতে গিয়ে আমি আর নাফিজ প্রায় চাকুর খোচা খেতে গিয়েছিলাম।
যাই হোক এই ঘটনার পর থেকে আমাদের চরম শিক্ষা হয়,এরপর থেকে আর কখনো আমাদের সার্কেল এর মাঝে আর কাউকে আনি নাই। আর আমি এই ঘটনার পর মনে মনে প্রতিজ্ঞা করে নেই আর কখনো নিজের নিয়ম ভাঙব না।
OR
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Puss Twitt