এলোমেলো আলোকচিত্র
মোবাইল ফোনের মাধ্যমে ফটোগ্রাফি করা আমার শখের মত। রাস্তায় বের হলে সব সময় ফোন রেডিই থাকে,আর চোখ ঘুরতে থাকে চারপাশে নতুন বা সুন্দর কিছু দেখলেই তা ক্যামেরাবন্দী করে ফেলি। অনেকেই দেখে পাগল ভাবে। তবে আমি গায়ে লাগাই না।মানুষ অনেক কিছুই বলবে,কিন্তু এর মাঝেই নিজের শখ পূরণ করতে হবে। যাই হোক চলুন দেখে নেওয়া যাক আমার তোলা কিছু ফটোগ্রাফ।
এটি রাস্তার পাশের খুবই কমন একটি ফুল।ফুলটির নাম জানিনা।সারাবছর ফুটতে দেখা যায়। দূর থেকে অতিসাধারণ মনে হয়,কিন্তু একটু মনের চোখ দিয়ে দেখলেই আসল সৌন্দর্য ধরা পড়ে।
আগে গ্রাম বাংলার বাড়িতে খুবই কমন একটি ফুল ছিল এটি,গ্রামের প্রতিটি পুকুর পাড়,টিউবয়েলের পাড়ে খুজে পাওয়া যেত এই ফুল। এই ফুলের গাছ অনেকটা কলাগাছ এর মত জন্যই হয়ত ফুলের নাম কলাবতী।লাল,হলুদ,মিক্সড আরো নানা রংয়ের হয় কলাবতী ফুল।
এটিও আমাদের অতিপরিচিত একটি ফুল।পার্ক,বিদ্যালয়,বাসা বাড়ি সর্বত্রই সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহার করা হয় এই ফুল।বিভিন্ন রঙের এই গুচ্ছাকৃতি ফুল দেখতে খুবই সুন্দর লাগে। আর হ্যা ফুলটির নাম "রঙ্গন"।
এগুলো সজনে পাতা,কুয়াশার চাদরে ঢাকা সজনে পাতা। আহামরি কোন কিছু নয়,কিন্তু সময় সুযোগ বুঝে মাঝে মাঝে সাধারণ জিনিস ও অসাধারণ হয়ে ওঠে।যেমনটা কুয়াশার ব্যাকগ্রাউন্ডে এই সজনে পাতাগুলো হয়ে উঠেছিল সৌন্দর্যের মূর্ত প্রতীক।
বাংলার সব থেকে পরিচিত আর সাধারণ ফুল বোধয় জবা। সকাল বেলা চারদিক আলো করে ফুটে ওঠে, সূর্যের তেজ বাড়ার সাথে সাথে জবার সৌন্দর্য বাড়তে থাকে,আর সূর্যের তেজ কমার সাথে সাথে ঝিমিয়ে যেতে থাকে। তবে সকালের কুয়াশা ভেজা জবার সৌন্দর্যই আলাদা।
কুয়াশা ভেজা শীতের সকাল।আমি প্রতিনিয়ত হাটতে যাই সকাল বেলা।কিন্তু আজকেই এত কুয়াশা দেখলাম। কুয়াশা পড়েই,কিন্তু আজকে অতিরিক্ত কুয়াশা,কিছুদুর সামনে পর্যন্ত বোঝা যাচ্ছিল না।
এটাও একধরনের জবা।এটার নাম মেস্তা জবা। এই গাছের ফল,পাতা দুইটাই কিন্তু খাওয়া যায়। খাইতে বেশ টক টক লাগে। ফুলের সৌন্দর্য এই ছবিতে সম্পূর্ণ ফুটে ওঠে নি,ভেলভেটের মত এই ফুলের সৌন্দর্য ক্যামেরায় ফুটিয়ে তোলা খুবই কঠিন।
ফটোগ্রাফার | বৃত্ত |
---|---|
ডিভাইস | পোকো এক্স২ |
লোকেশন | গোবিন্দগঞ্জ |
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার আজকের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং বর্ণনা করেছেন। বিশেষ করে রঙ্গন ফুল আর জবা ফুলের ফটোগ্রাফি ভালো লাগলো।
আপনাদের ভাল লাগাতেই আমার স্বার্থকতা।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। রাস্তায় বেড়োলে কোন কিছু সুন্দর দেখলে আমিও ফটোগ্রাফি করতে থাকি।এটা ঠিক বলেছেন, মানুষ পাগল মনে করে। হ্যাঁ মানুষ অনেক কিছুই বলবে কিন্তু শখ তো পুরন করতেই হবে।
শখ সবার আগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুণভাবে করেছেন আপনি। শীতের সকাল আমার অনেক বেশি পছন্দের। সকালের কুয়াশা ভেজা পথ অনেক ভালো লাগে। সেদিন সকালে হাটাহাটি করতেও অনেক ভালো লাগে। কুয়াশা ভেজা দৃশ্য গুলো দেখতে বেশি ভালো লেগেছে।
শীতের কুয়াশায় হাটার মজা আসলেই আলাদা,তবে কারো ঠান্ডার ধাত থাকলে তার অবস্থা খারাপ।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন সব ফুলের ছবি এবং কুয়াশা ঘেরা শীতকালের ছবি শেয়ার করেছেন আপনি আজ। শীতের সকালটা এভাবে যেন দেখতে কি অপূর্ব লাগে। আপনাদের দেশে তবে এসেই গেছে। আমাদের এখনো আসেনি সবে আসছে অল্প অল্প করে। মেস্তা জবার নামটা জানতাম না আপনার পোস্ট থেকে জানলাম। আমাদের বাড়িতেও অনেক ফুটেছে দেখে এলাম।
ধন্যবাদ দিদি। উৎসাহিত করে আপনার এমন সুন্দর মন্তব্য।
এত সুন্দর ফটোগ্রাফি করেছেন এগুলো দেখেই মন ভালো হয়ে গেল। আসলে এই ফটোগ্রাফি করার সময় অনেক মানুষ অনেক রকমের কথা বলে সেগুলোতে কান দিলে কিন্তু নিজের শখ পূরণ হবে না। আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট এর মেছতা জবা এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। তাছাড়াও প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। যাইহোক রেনডম ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।
আসলে ভাইয়া ফটোগ্রাফি করতে গেলে অনেকেই অনেক কিছু ভাবে আমরাও তেমন কিছু গায়ে নেই না । আপনি সুন্দর কিছু আলোকিত আমাদের মাঝে শেয়ার করছেন ।ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।