সেদিনের সেই কাটানো মুহূর্ত
এখন থেকে কিছুদিন আগে ছোট ভাই মাকসুদের অনুরোধে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যেহেতু ও সিরাজগঞ্জে থাকে, তাই হঠাৎই ছুটিতে এসেছিল। দূরে থাকলেও নিজ এলাকা নিয়ে প্রতিনিয়ত ভীষণ উদ্বিগ্ন ছিল ও ।
আমাদের স্থানীয় এলাকায় যে মাদক বিরোধী সংগঠন আছে, সেটার প্রধান উপদেষ্টা ও নিজেই। মাঝে মাঝে ওকে নিয়ে ভীষণ ভাবনা-চিন্তা হয়, বয়সে নবীন ছেলেটার যে উদ্যম ও সাহস তা আমাকে প্রতিনিয়তই মুগ্ধ করে ।
নিজ উদ্যোগেই, সকল শ্রেণী-পেশার যোগ্য মানুষদের যুক্ত করেছে এই সংগঠনে। বিশেষ করে স্থানীয় এলাকার শিক্ষকদের। কেননা তাদের হাতেই তরুণ প্রজন্ম প্রতিনিয়ত বেড়ে উঠছে। তাছাড়া অন্যান্য পেশার লোকজন তো আছেই।
যদি ও নিজেই এই সংগঠনের প্রধান উপদেষ্টা, তবে সেই দাবি কখনোই ও করে না বরং সবাইকে নিয়েই প্রতিনিয়ত সংগঠনটা এগিয়ে যাচ্ছে। যেহেতু সংগঠনে অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর লোকজন আছে, তাই দিন দিন সংগঠনে নতুন নতুন মুখ যুক্ত হচ্ছেই। স্থানীয় সাধারণ মানুষের কাছে, সংগঠনটি ক্রমেই অনেক প্রশংসা কুড়িয়েছে।
মূলত আমি যে এলাকাতে থাকি, সেটা শহর থেকে অনেকটাই দূরে। মাদকের জাল এখানে বেশ ভালোই ছড়িয়েছে। ইতিমধ্যেই যারা এসব নোংরা কাজের সঙ্গে সক্রিয় ছিল, তাদের অনেকের নামেই রিপোর্ট করেছিলাম। মোটামুটি সুফল পেয়েছি।
এজন্যই সেদিন ও নিজের থেকেই দেখা করতে এসেছিল। মজার ব্যাপার হচ্ছে ওখানে গিয়ে দেখি আমার মত আরো অনেকেই সেখানে উপস্থিত। সবার সঙ্গে দেখা করে বেশ ভালই লাগলো। সবাই যে নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে কাজ করছে, তা দেখে সত্যিই বেশ গর্ব হচ্ছিল ।
সমাজ পরিবর্তনে মাদক নির্মূল খুব গুরুত্বপূর্ণ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.24 SBD,
0.02 STEEM,
0.81 SP
মাদক এক ভয়ংকর জিনিস,যে আসক্ত হয় সে পুরোপুরিভাবে বিনষ্ট হয়ে যায়। আর এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনার এই ছোট ভাই সংগঠন করেছে এবং সেখানে বেশ ভালই একটিভ লোকজন আছে শুনে খুব ভালো লাগলো। কারণ দেশটা মাদকমুক্ত হওয়া জরুরী। তরুণ সমাজ এর জন্য অনেক পিছিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে সকলের সচেতন হওয়া ভীষণ জরুরী আপু। ভালো লাগলো আপনার মন্তব্যটা।
চমৎকার একটি উদ্যোগ নিয়েছে মাকসুদ ভাই। বর্তমানে সমাজে জালের মতে ছড়িয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা। আর এ ব্যাপারে সচেতন করা এমন একটি সংগঠন আসলেই কার্যকরী হবে বলে আমি মনে করি। মাকসুদ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে ভালো সময় কাটিয়েছেন।
এটা সত্য সেদিন বেশ ভালোই সময় কেটেছিল।
প্রতিটি এলাকায় এমন সংগঠন থাকা উচিত। এতে করে মাদকের সাথে যারা জড়িত,তারা কিছুটা হলেও ভয় পেতো। মাকসুদ ভাই এতো চমৎকার উদ্যোগ গ্রহণ করেছিলেন,জেনে খুব ভালো লাগলো। নিঃসন্দেহে বেশ প্রশংসনীয় কাজ করেছে। যাইহোক মাকসুদ ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে, এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও তেমনটাই মনে হয় ভাই।
আমার মনে হয় একটি সংগঠন একটি এলাকার সংস্কারের মূল হাতিয়ার। একমাত্র স্থানীয় ভাবে গড়ে উঠা সংগঠনগুলোই পারে সমাজের সমস্যা গুলো দূর করতে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার আজকের পোস্ট।
দারুণ বলেছেন কিন্তু আপু। ভালো লাগলো আপনার মতামত।