অর্থাৎ ভগবান শিবের স্ত্রী মা কালীর আরাধনার প্রধান উপকরণ হলো জবা। গন্ধহীন এই ফুলের রক্তবর্ণ যেন মায়ের তেজের প্রতিরূপ । সকল ফুলের সৌন্দর্য এবং সৌরভ এই তেজের কাছে পরাজিত। জবার রূপের যেন কোন কৃত্রিমতাই নেই। রয়েছে শুধু বিশুদ্ধতা এবং পবিত্রতা।
এটা কিন্তু সত্যিই জানা ছিল না দিদিভাই। তারমানে কালী পূজাতে অবশ্যই জবা ফুল লাগবে। বেশ তথ্যবহুল।