You are viewing a single comment's thread from:
RE: জি,পি (জেনারেল প্র্যাকটিশনার) সম্পর্কে সাধারণ ধারনা, পর্বঃ ১
যেহেতু নিজে মেডিকেল প্রফেশনের সঙ্গে বিগত ছয়টা বছর কাটিয়ে দিয়েছে , তাই বেশ আগ্রহ নিয়েই পড়ে ফেললাম আপনার লেখাটা । শুনে বেশ ভালোই লাগলো সেখানে দাঁতের ডাক্তারের কদরটাই আলাদা ।
আর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা , কিছুই বলার নেই আমার।
কয়েক মাস আগে মনের দুঃখেই ডাক্তারী পেশা ইস্তফা দিয়েছি ।
কিন্তু পেশাটি আপনার ছাড়া ঠিক হয়নি, বাংলাদেশে ডক্টরের অনেক কদর রয়েছে। হয়তো ভবিষ্যতে আপনার আরও সুদিন আসতে পারতো।
এইটা ঠিক তবে বর্তমানে তো টিকে থাকা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল ম্যাডাম।