You are viewing a single comment's thread from:

RE: একগুচ্ছ অণুকবিতা "ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা"

in আমার বাংলা ব্লগ3 years ago

হলুদ জীর্ন একটি খাম ।
কাঁপা হাতে তারে বের করে আনলাম
কম্পিত হৃদয়ে, একটি পুরাতন চিঠি ।
ছেঁড়া, বিবর্ণ কিন্তু অক্ষর গুলো আজও যায় পড়া ।
তিরিশটা বছর কম তো আর নয় ।

যদিও কবিতাটি পুরোটাই ভাল লেগেছে । তবে এই লাইন গুলো অনেকটা হৃদয় ছোঁয়া । চাইলেই কি আর ভুলে থাকা যায় , যদিও ছেঁড়া চিঠি । তবে কথা গুলোতো আর ছেঁড়া নয় । জাস্ট অসাধারণ ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97549.65
ETH 3484.99
USDT 1.00
SBD 3.21