আমার বাংলা ব্লগের নিজস্ব meme coin $PUSS

in আমার বাংলা ব্লগ3 months ago

1000033993.png

ব্লকচেইন জগৎটাই বিস্ময়ের, যতদিন যাবে তত নতুন নতুন বিষয়ের সঙ্গে আমরা সবাই পরিচিত হব, এটাই স্বাভাবিক। কেননা দিন যত এগিয়ে যাচ্ছে প্রযুক্তির কল্যাণে নতুন সব বিষয় যেন আমাদের চোখের সামনে ভাসমান হচ্ছে ।

এ কমিউনিটির জন্মলগ্ন থেকেই আমি আছি,কত পরিবর্তন যে দেখেছি, তা বলে শেষ করা যাবে না। যত পরিবর্তনই হয়েছে, সবকিছুই গঠনমূলক এবং যৌক্তিক ও সময়োপযোগী। যা কমিউনিটির আপামর সকল সদস্যদের জন্য মঙ্গলকর ।

হয়তো যারা শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন, তারা এই ব্যাপারটি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন। কেননা আমাদের প্রতিষ্ঠাতা ভীষণ দূরদর্শী চিন্তা সম্পন্ন একজন মানুষ। যেহেতু আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, আমাদের কমিউনিটির নিজস্ব একটা কয়েন থাকবে, হয়তো সেই সুযোগটাই এখন আমাদের সামনে বাস্তবায়ন করেছে আমাদের প্রতিষ্ঠাতা। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের প্রতিষ্ঠাতা বরাবর।

বছর তিনেক আগে, অনেকটা মজা ও খেলার ছলে আমাদের প্রতিষ্ঠাতা @rme ও সহকারী প্রতিষ্ঠাতা @blacks দুই ভাই মিলে এই কমিউনিটিটা খুলে ছিল। সেদিন যদি তারা এই কমিউনিটি না খুলতো, তাহলে আজ হয়তো আমাদের এখানে কাজ করার সৌভাগ্য হতো না। আর এখানে কাজ করে আমরা কে কতটুকু লাভবান হয়েছি, এই প্রশ্নের উত্তর আসলে আমার থেকে আপনাদেরই বেশি ভালো জানা।

যাইহোক অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না, তবে এতোটুকুই বলবো, দীর্ঘ তিন বছর পরে আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা নিজস্ব উদ্যোগে মজার ছলে $PUSS কয়েন তৈরি করেছে tron blockchain এর উপর নির্ভর করে। যা ইতিমধ্যেই sunswap এ লিস্টেড হয়েছে। এবার ভাবনা চিন্তা আপনাদের, এক্ষেত্রে আপনাদের করণীয় ভূমিকা কি ?

বুদ্ধিমান মানুষদের বেশি ইশারা দিতে হয় না, তারা যা বোঝার আকার-ইঙ্গিতেই বুঝে যায়। দুনিয়াটাই মজার জায়গা, মজার মাধ্যমে যদি আয়-ইনকাম হয়ে যায়, তাহলে কেমন হয় ভাবুন তো !

এক্ষেত্রে আমরা কাউকেই জোরাজুরি করবো না, চাইলেই নিজ উদ্যোগে tronlink অ্যাপসের মাধ্যমে trx কয়েন দিয়ে $PUSS কয়েন ক্রয় করতে পারেন। তবে এটা সত্য, আগামীতে কমিউনিটিতে এই কয়েন কে কেন্দ্র অনেক রকম বিনোদনের ব্যবস্থা থাকবে।

এখন শুধু অপেক্ষার পালা, চোখ-কান খোলা রাখুন,আমাদের অফিসিয়াল টুইটার টেলিগ্রাম ডিসকর্ড সব জায়গায় যুক্ত থাকুন আর তথ্য সংগ্রহ করুন। যদি মন চায়, তাহলে ঝটপট জলদি কয়েন কিনে নিতে পারেন, তবে সেটা নিজ দায়িত্বে।

আমি নিচে কয়েন সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি, যা হয়তো আপনাদের কাজে লাগতে পারে।

1000033889.png

TRUE DECENTRALIZED MEME COIN
No Presale
No Team Allocation
Lower Gas

Blockchain : TRON
Coin type : TRC-20
Total Supply : 1000000000
Easy Trade
https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7

1000033814.png

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

"🌟 আপনির দেখা থাকুক তার শোভায়! 😊

JOIN WITH US ON DISCORD SERVER

💡 Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power 🙏
| | | | | |
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

💪 Join the Discord Server for more Details

VOTE xpilar.witness as witness 🙏

OR
SET rme as your proxy

🌟 আপনার ভোটের মাধ্যমে সাইটটির বৃদ্ধি করা হবে, এবং আমরা চালিত থাকব।

ধন্যবাদ"

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আমার বাংলা ব্লগের নিজস্ব মেমে কয়েন পুশ।দাদার প্রচেষ্টায় কয়েকটি এখন লিস্টেড হয়েছে আশা করছি এটির ভবিষ্যৎ উজ্জ্বল।আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য বিশেষ একটি অর্জন এই কয়েন।ধন্যবাদ বিশদে আলোচনা করার জন্য ভাইয়া।

 3 months ago 

আমরাও বড্ড আশাবাদী আপু, এই কয়েনের ভবিষ্যৎ নিয়ে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 months ago 

জী অনেক প্রতিক্ষার পরে অবশেষে আমরা অমাাদের নিজস্ব কমিউনিটির পক্ষে থেকে টোকেন পেলাম। আমি আশা করি এটা একদিন আমার বাংলা ব্লগের মত সবাইকে আলোকিত করবে। আমিও টোকেনটি কেনার ইচ্ছা করতেছি। ধন্যবাদ।

 3 months ago 

যা করবেন বুঝে শুনে করুন, অনেকটা নিজ দায়িত্বে। ধন্যবাদ।

 3 months ago 

নিঃসন্দেহে বলা যায় পুস কয়েন এর ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। কারণ দাদার যেকোনো প্রজেক্ট খুব দ্রুত সফল হয়। তাছাড়া হাতেগোনা মাত্র ২/৩ দিনেই পুস কয়েন সবার মাঝে উত্তেজনা সৃষ্টি করেছে। আমাদের সবার উচিত ভবিষ্যতের কথা ভেবে পুস কয়েন কিনে হোল্ড করে রাখা। এতে করে ভবিষ্যতে আমরা ই লাভবান হতে পারবো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ধন্যবাদ ভাই, বিষয়টা সহজে বুঝতে পারার জন্য।

 3 months ago 

আমার বাংলা ব্লগের নিজস্ব meme coin $পুস পেয়ে আমরা যতটা আনন্দিত, ততটাই উচ্ছ্বাসিত। আমি মনে করি আমার বাংলা ব্লগের এটি একটি বড় অর্জন। শ্রদ্ধেয় দাদার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.039
BTC 95243.56
ETH 3584.42
SBD 3.38