পুরনো স্মৃতি
শীতের শুরুর আগের ঘটনা, একদা একদিন ভ্যানে চড়ে বেরিয়ে পড়েছিলাম অজানার উদ্দেশ্যে। ভ্যানে চড়ে ঘোরা আমার জন্য নতুন না, তবে কোন দিকে যাচ্ছি সেই ব্যাপারটা মাঝে মাঝে বুঝতে পারা আমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেননা নতুনত্বের স্বাদ গ্রহণ করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দুপুরের পর থেকেই বাবু কিছুটা সেদিন বিরক্ত করছিল বাসার বাহিরে যাওয়ার জন্য, অতঃপর কোনরকমে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছিলাম পশ্চিম দিকে, ওদিকটা অনেকটাই সুন্দর। ভ্যানের গতি ছিল হালকা, মৃদু বাতাস আর সঙ্গে ফাঁকা ভ্যানে আমি আর বাবু।
খানিকটা যেতেই, পিঠা বিক্রেতা ভ্যানে উঠতে চেয়েছিল। এই রাস্তাটাতে যানবাহনের সংখ্যা ভীষণ কম। তাই এক প্রকার তার অনুরোধ ফেলতে পারিনি, ভ্যানওয়ালা ভাইকে বললাম উঠিয়ে নিন তাকে আমাদের সঙ্গে। যদিও তার যাত্রাপথ বড্ড সংক্ষিপ্ত ছিল, তারপরেও তার বানানো পিঠা খাওয়ার স্বাদ গ্রহণ করেছিলাম চলন্ত ভ্যানেই।
আজ পড়ন্ত বেলায়, যখন পোস্ট লেখার জন্য তেমন কোন বিষয় খুঁজে পাচ্ছিলাম না, তখন মুহূর্তেই মুঠোফোনটা ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করলাম, যাক ভাগ্য ভালো ছিল বিধায় ফোন পরিবর্তন করার পরেও ছবিগুলো মুছে যায়নি।
মেমোরি কার্ডে ছবিগুলো থেকেই গিয়েছিল। তাই ঝটপট কিছু পুরনো কথা ব্যক্ত করে পোস্টটা লিখে ফেললাম। এই সবুজ প্রকৃতি, নব্য নির্মিত পাকা রাস্তা, ভ্যান গাড়িতে ভ্রমণ আর আমি-বাবু সেদিন সত্যিই হারিয়ে গিয়েছিলাম ওই প্রকৃতির মাঝে।
সেদিনকার ছবিগুলো ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে, আশাকরি খুব একটা খারাপ লাগবে না। যারা প্রকৃতি প্রেমী মানুষ তাদের কাছে হয়তো কিছুটা গ্রহণযোগ্য পেতে পারে সবুজ প্রকৃতির সৌন্দর্য।
লোকেশনঃ
রাজাবিরাট রোড
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
ডিভাইসঃ Samsung Galaxy A50
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
মধুর স্মৃতিগুলো মনে পড়লে মাঝেমধ্যে বেশ ভালোই লাগে। যাইহোক শায়ানকে নিয়ে সেদিন ভ্যানে চড়ে বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন তাহলে। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য সেদিনের সময়টা বেশ ভালোই কেটেছিল, বাপ-বেটার ভ্যানে ঘোরাঘুরি করে।