ছায়া
ভাবছি একদিন ছায়া হয়ে
তোমার সঙ্গে কথা বলব
তুমি কি কথা বলবে,
নাকি ফিরিয়ে দেবে।
হয়তো কোন অলস দুপুরে
নতুবা একদম পড়ন্ত বিকেলে,
কখনো মাথার উপরে ফুটন্ত সূর্য হয়ে
নতুবা ডুবন্ত সূর্যের অস্তগামীতে।
যে বেলাতে তোমার
খোঁজ নেওয়ার কেউ থাকে না,
হয়তো সেই বেলাতে তোমার মনের দরজায়
কড়া নাড়তে চাই,সাড়া দেবে কি।
ভাবলাম হয়তো এটাই মোক্ষম সময়
তোমাকে দুটো মনের কথা খুলে বলার,
অন্য সময় তো তোমার
অন্য ভ্রমর এসে উঁকি দিয়ে যায়।
তোমার মনে জায়গা পাওয়া
বড্ড কঠিন , তার থেকেও বেশি কঠিন
তোমার মনের জানালায় উঁকি দেওয়া।
শত ভ্রমরের গুঞ্জন, শত নিবেদন
সেখানে কি আমার চাওয়া মানানসই,
হয়তো এলোমেল ভাবি
তাই আর উঁকি দিয়ে উঠতে পারি না।
ভাবছি কালো ভ্রমর হবো
হয়তো তোমার আশেপাশে লেপ্টে থাকবো
ঘিরে রাখবো তোমাকে
ভালোবাসার বাহুডোরে।
আমি জানি তুমি সবই বোঝো
তারপরেও আমাকে দূরে সরে রাখো
আমার সস্তা ভালোবাসায়
তোমার কোন তৃপ্তি নেই,
তাই অতৃপ্ত ছোঁয়ায়
তুমি মত্ত হয়ে থাকো।
তোমার আগ্রহ তো অন্য কোথাও
তোমার হিয়া পড়ে আছে অন্যত্র,
যেখানে তিক্ততার স্বাদ আছে জেনেও
তারপরেও তুমি সেদিকে সাড়া দিচ্ছো।
তোমার জেদ তোমাকে জ্বালিয়ে দেয়
আমার ছায়া কে পিষে ফেলে
তুমি পা বাড়িয়ে যাও,
হয়তো চাহিদা নতুবা আকাঙ্খায়।
পৈশাচিক আনন্দে তুমি লুটে পরো
আমার ছায়া কে পিষিয়ে মারিয়ে,
তারপরও আগ বাড়িয়ে চেয়ে থাকি,
আকুল ভাবে হাত দুটো বাড়িয়ে।
আমি বড্ড অনুরাগী
হয়তো তোমার ঐ চাহনিতে
নতুবা তোমার ছলা-কলা তে
তারপরেও আগলে ধরে থাকতে চাই,
হয়তো কালো ভ্রমর হয়ে
নতুবা ছায়া হয়ে।।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
বাহ ভাইয়া অনেকদিন পর আপনার চমৎকার একটি কবিতা পেলাম। কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। ভাইয়া এরকম কবিতা সব সময় আপনার কাছ থেকে দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
ভাইয়া কবিতাটি অসাধারণ হয়েছে।💕💞 তবে আবৃত্তি করে শোনা হলে আরো বেশি ভাল লাগতো। আশাকরি কাল হ্যাং আউট এ কবিতাটি আবৃত্তি করবেন। শুনতে চাই আপনার কন্ঠে। অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা অবিরাম।
চেষ্টা করবো আপু। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার কবিতা পড়তে গিয়ে আমার লেখা ছায়া কবিতার কথা মনে পড়লো।ছায়া কালো ভ্রমর হয়ে আমাদের অস্তিত্বকে বুঝতে শেখায়।আমাদের অন্ধকারের প্রতিবিম্ব।দারুণ একটি ভিন্নধর্মী কবিতা লিখেছেন ভাইয়া, খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
ভাইয়া আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। দিন যত যাচ্ছে আপনার কবিতা লিখার দক্ষতা বেড়ে যাচ্ছে। সত্যি ভাইয়া আসলে ভালোবাসা গুলো এমনই হয়। হয়তো প্রিয় মানুষগুলোকে আগলে রাখার চেষ্টা করি আমরা। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কবিতাটি পড়ে।
বাহ্ ভাইয়া কবিতা টি কিন্তু দারুন লিখেছেন।কবিতায় কবি ছায়া হয়ে তার প্রিয় মানুষটিকে নিজের মনের কথা বলতে চায়।কবির প্রিয় মানুষ সব বুঝেও দূরে সরিয়ে রাখেন কবিকে।আশা করি খুব তাড়াতাড়ি প্রিয় মানুষকে মনের কথাটি বলতে পারবে।চমৎকার ছিল কবিতাটি ভাইয়া।ধন্যবাদ ভাইয়া আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
নিয়তি বড় অসহায়, কখন কি হয় বলা মুশকিল। তবে হয়তো ছন্দ ফুটে উঠেছে অব্যক্ত কথাগুলো।
প্রিয় শুভ দা আমি কি বলবো ৷ আমি তো আপনার বড় ফেন্ড হয়ে গেছি ৷ কারন আপনার লেখা গুলো কেন আমার কাছে অনেক ভালো লাগে ৷ আসলে যে আপনি একজন প্রকৃত মনের মানুষ তা কেউ বুঝুক না বুঝুক আমি বেশ ভালো ভাবেই বুঝি ৷
ছায়া হয়ে থাকবো চিরদিন দাদা ৷ খুব সুন্দর কবিতা ছিল ৷ তবে যদি অনুমতি দেন ৷ তাহলে কোনো একদিন নিজের মতো করে আবৃত্তি করে শোনাবো ৷
ভাই কবিতাটি কিন্তু দারুন লিখেছেন। কবিতাটি পড়ে নিজের কাছে অনেক ভালো লাগলো। ছায়া যা আমাদের প্রতিচ্ছবি। ভালোবাসা এমনই হয় ভালবাসার মানুষকে সব সময় আগলে রাখতে চাই। ভাই ভালোবাসা কখনো সস্তা হয় না।আর যে ভালোবাসাকে সস্তা মনে করে সে ভালোবাসার অর্থই বোঝেনা।অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
বর্তমান চাওয়া পাওয়ার পৃথিবীতে প্রকৃত ভালবাসার মূল্য দিতে কয়জন জানে। যেখানে পাওয়ার মূল্য বেশি সেখানেই সবার আগ্রহ বেশি। তাইতো প্রকৃত ভালোবাসাকে উপেক্ষা করে মানুষ মরীচিকার পিছনে ছুটে খুব সুন্দর লিখেছেন ভাইয়া কবিতাটি।
বাহ্! খুব দারুন কবিতাটা লিখেছেন দাদা।সত্যি কাউকে ভালবাসলে মনে হয় যেন নিজের ছায়ার সাথেও তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখি। কিন্তু সেই মানুষটাই যখন তোয়াক্কা না করে এগিয়ে চলে, তখন খারাপ লাগাটা আরো অনেক বেড়ে যায়। যার জন্য এত পাগলামি সে যখন অপরিচিতের ন্যায় আচরণ করে,তখন সবটাই বৃথা বলা মনে হয়।