বিদায় কবি
১৩ ডিসেম্বর ঘুম থেকে ওঠার পরেই যেন মনটা বিষাদে ভরে গিয়েছিল। সেদিন খুব প্রিয় এক মানুষের বিদায়ের খবর জানতে পেরেছিলাম। মুহূর্তেই যেন স্বাভাবিক হৃদয়টা তীব্র ব্যথার যন্ত্রণা অনুভব করেছিল।
সোশ্যাল মিডিয়া খুলতেই কবির ভক্ত-অনুরাগীর শুধুই হা-হুতাশ মার্কা স্ট্যাটাস। প্রত্যেকটা স্ট্যাটাসের কথা এতটাই আবেগঘন ছিল, যেন তারা কবির সঙ্গে প্রতিনিয়ত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল।
তবে বাস্তবতা বড্ড উল্টো। এরা হয়তো কালেভদ্রে ভুলেও কখনো মানুষটার বাস্তবে খোঁজ নেয় নি। শুধুমাত্র কবিতা পড়েই তাকে নিয়ে বিচার বিশ্লেষণ করেছিল, হয়তো তার প্রত্যেকটি কবিতাকে প্রতিনিয়ত সার্জারি করে কবিতার আসল অর্থ খুঁজে বের করে নিতে বড্ড তৎপর ছিল।
তবে বেঁচে থাকতে মানুষটার জীবন কিভাবে চলতো, থাকা খাওয়ার বন্দোবস্ত আদৌ হতো কিনা, কিভাবে কাটছিল তার সময়গুলো, এ খবর কে কতটুকু রেখেছিল, তা আমার সত্যিই জানা নেই।
তাছাড়া ব্যক্তি পর্যায় থেকে আমি নিজেও বেশ কয়েকবার কবির সঙ্গে যোগাযোগ করার বড্ড চেষ্টা করেছিলাম, তবে সেই ক্ষেত্রেও তা অনেক দেরি হয়ে গিয়েছিল।
কবি-লেখকদের সবকিছুই আসলে পাঠকদের ঘিরে, এ কথা কোনভাবেই অস্বীকার করা যাবে না। তাদের হয়তো জীবন কথা বলে না, কথা বলে কবিতা কিংবা লেখা।
তবে তারপরেও আমার মনে হয়, একটা সময়ের পরে গিয়ে মানুষগুলোকে খুব কাছ থেকে দেখা, পরিচর্যা করা কিংবা তাদের খোঁজখবর নেওয়া সকলের দায়িত্বের ভিতরে পড়ে। বিশেষ করে যারা নিঃসঙ্গ জীবন যাপন করে, তাদের জন্য অন্তত।
হেলাল হাফিজ এর জীবন আমাকে প্রচুর ভাবিয়েছে, তার চলে যাওয়া যেমন হৃদয়ে আঁচড় কেটেছে, তেমনটা তার নিঃসঙ্গ জীবন পৃথিবীর বুকে কতটা বড্ড যন্ত্রণাদায়ক ছিল, সেটা কিছুটা হলেও অনুমান করতে পেরেছি।
বিদায়ের পরে হা-হুতাশ করার থেকে, গুণী মানুষদের গুণের কদর বেঁচে থাকতেই করা দরকার।
কবির সম্পর্কে তেমন কিছুই লিখলাম না, কেননা তা চাইলেই গুগল থেকে জেনে নেওয়া সম্ভব। শুধু একটা কথাই কবির ভক্ত অনুরাগীদের বলতে চাই, বেঁচে থাকতে সবার খোঁজ খবর নিন, মরে গেলে নয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবি হেলাল হাফিজের মৃত্যুর খবরটা জানা ছিলো না আমার। তবে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। হেলাল হাফিজের বেশ কিছু কবিতা আমি পড়েছিলাম। বেশ ভালো কবিতা লিখতেন উনি। যাইহোক আমরা শুধু কবির কবিতাকেই ভালোবেসেছি,কিন্তু কবিকে নয়। কিন্তু এটা মোটেই উচিত নয়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।