উপহার
আমার তিন মামীর ভিতরে, মেজো মামীর সঙ্গে সখ্যতা বেশ ভালো সেই ছোটবেলা থেকেই। কেননা বলতে গেলে যখন ছোট ছিলাম, তখন থেকেই তার কাছে বেড়ে উঠে ছিলাম। সময় গড়িয়ে যায়, সম্পর্ক গুলোতে কিছুটা দূরত্ব তৈরি হয়। এটাই হয়তো পৃথিবীর নিয়ম।
ভিডিও লিংক
একটা সময় কত লম্বা সময়ের জন্য বিভিন্ন ছুটিতে গিয়ে, মামীর বাসাতে থেকে এসেছি। এখন সেসব দিনের কথা ভাবলেই শুধুমাত্র কিছুটা মন আবেগপ্রবণ হয়ে যায়।
যেহেতু বিগত একরাত একদিন ক্লিনিকে ছিলাম, তাই মোটামুটি সেই খবরটা আমার নিকটস্থ আত্মীয়-স্বজন সবাই কমবেশি জেনেছিল। মামী ফোন দিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিল, যদিও বারবার দেখতে আসতে চেয়েছিল, তবে যেহেতু ছোট অপারেশন ছিল,তাই আসতে নিষেধ করেছিলাম।
ইলিশ মাছ আমার ভীষণ পছন্দের, তবে অতিরিক্ত দামের কারণে সেভাবে তেমন কেনা হয় না। একদম যে কিনতে পারিনা তেমন না, তবে একটা মাছ কেনার পিছনে এতগুলো টাকা খরচ করার ব্যাপারটা কিছুটা গায়ে লাগে আরকি।
দুপুরের পরেই ক্লিনিকে ইমু এসে হাজির, তখন আমার বাড়ি ফেরার কথা। সে আমাকে এখন কোন অবস্থাতেই বাড়ি ফিরতে দেবে না, তার একদম পরিষ্কার কথা, আগে তাদের বাসায় দুপুরবেলা খাওয়া-দাওয়া করতে হবে, তারপর সন্ধ্যার দিকে বাড়ির দিকে যেতে দিবে ।
অতঃপর ক্লিনিক থেকে বেরিয়ে আমাকে নিয়ে ইমুর সোজা গন্তব্য মাছ বাজারের দিকে। বুঝলাম, কিছুটা ভিন্ন আয়োজনের ব্যবস্থা হবে। এক কেজি সাইজের দুটো ইলিশ চোখের পলকেই কিনে ফেললো ইমু। তারপর গন্তব্য সোজা ওদের বাসায়।
যাক অবশেষে মামীর বাসায় গিয়ে, গোসল করে কিছুটা বিশ্রাম নিয়ে যখন খাবার টেবিলে গিয়েছি, তখন যেন দীর্ঘদিন পরে তৃপ্তি সহকারে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। এমনিতেই অসুস্থ শরীর, তার ভিতরে ইলিশ মাছ খেতে পেরে খুব যে একটা বেশি খারাপ লেগেছে তেমনটা না, বলতে গেলে আত্মপ্রশান্তি পেয়েছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান সময়ে অসুস্থতা সবদিকে ছড়িয়ে পড়েছে। সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়ছে। তবে আপনি ক্লিনিকে ভর্তি ছিলেন বিষয়টা শুনে খুব খারাপ লাগলো। তবে এটাও ভালো লাগলো যে আপনি অনেকদিন পর আবার আপনার মামীর বাসায় গিয়েছেন এবং তৃপ্তি সহকারে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছেন। আসলে সম্পর্কের মাঝে কিছু কিছু মানুষের সাথে এত সুন্দর ভাবে সখ্যতা তৈরি হয় যেগুলো সব সময় স্মরণীয় হয়ে থাকে । ইলিশ মাছ হয়তো সবারই পছন্দের কিন্তু দামের জন্য অনেকেই মন ভরে কিনতে পারেন না, খেতেও পারেন না।
ইলিশ মাছের অতিরিক্ত দাম, এটাই একটু কষ্টদায়ক হয়ে গিয়েছে আমাদের মত মধ্যবিত্তদের জন্য।
আসলে আমাদের ঘাড়ে যখন সংসারের দায়িত্ব এসে পড়ে, তখন আমরা প্রচুর ব্যস্ত হয়ে যাই। আর তখন আত্নীয় স্বজনের বাসায় গিয়ে ২/১ দিন থাকারও সময় পাওয়া যায় না। যাইহোক ক্লিনিক থেকে মাছ বাজারে গিয়ে, আপনার মামাতো ভাই ইমু তাজা দুটি ইলিশ কিনেছে,এটা দেখে খুব ভালো লাগলো। ইমুদের বাসায় জমিয়ে খাওয়া দাওয়া করে তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন ভাই হা হা হা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মানসিকভাবে সুস্থ তো প্রথম থেকেই আছি, তবে শারীরিকভাবে এখনো কিছুটা দুর্বল, তবে সময়টা বেশ ভালো কেটেছে ভাই।
যাক ভাইয়া তাজা দুটি ইলিশ মাছ নিয়েছে জেনে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ইলিশের যে দাম তা বলার মত নয়। সাধারণ মানুষের পক্ষে খাওয়া সত্যি অসম্ভব। দুপুরে তৃপ্তি সহকারে খেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম যথার্থ সত্যি কথা বলছেন আপু।
মেজো মামীর সাথে বেশ আন্তরিকতা। আসলে সবার সাথে একই রকম আন্তরিকতা হয়না।আপনার ভাই আপনার পছন্দের ইলিশ মাছ দুটো কিনে নিল।দেখে ভালো লাগলো। ইলিশ মাছের যে দাম।তারপরেও জাতীয় মাছ বলে কথা।বছরে একবার তো খেতে হয়ই।অসুস্থ শরীরে খেয়ে ভালো ই তৃপ্তি পেয়েছেন। ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ আপু আমার অসুস্থতার অনুভূতি বুঝতে পারার জন্য ।
ইলিশের যে দাম ভাই মনে হয় এটা সোনা খেয়ে জীবনধারণ করে হি হি। সম্পর্ক ব্যাপার টা এমন কিছু মানুষের সাথে আমাদের দূরত্ব তৈরি হলেও দীর্ঘদিন দেখা না হলেও সেটা টিকে থাকে।
একদম ঠিক বলেছ ভাই।