ছুটির দিনে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ8 days ago

বহুদিন হলো কোথাও পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ হয়ে উঠছিল না। এমনিতেই বাইরে প্রচন্ড গরম, তার ভিতরে বাস্তবিক জীবনে কাজের চাপ এবং ভার্চুয়াল জীবনে কাজের ব্যস্ততা লেগেই ছিল। সব মিলিয়ে বলতে গেলে গৃহবন্দী জীবন কাটছিল ।

তাই সব দিক বিবেচনা করে এত কিছুর মাঝেও চাচ্ছিলাম যে, একটু পরিবার নিয়ে নিজের মতো করে সময় কাটানোর জন্য। যেহেতু গতকাল শুক্রবারের দিন ছিল, তাই বিকেল বেলার দিকে বাহিরে বের হওয়ার মনস্থির করেছিলাম। তবে রোদের তাপমাত্রা তখনও কিছুটা থেকেই গিয়েছিল।

20240920_175945-01.jpeg

20240920_173822-01.jpeg

20240920_180454-01.jpeg

20240920_180006-01.jpeg

20240920_181442-01.jpeg

20240920_181029.jpg

20240920_181356-01.jpeg

20240920_183144-01.jpeg

ভিডিও লিংক

যেহেতু ভ্যানে করে আশেপাশে ঘুরবো, তাই ফজলু ভাইকে আগেই ফোন দিয়ে রেখেছিলাম। ফজলু ভাই যথা সময়ে এসেছিল বাড়িতে, অবশেষে আমরা সকলে মিলে ভ্যানে চড়ে রওনা দিয়েছিলাম। যদিও প্রথম গন্তব্য ছিল বাজারে, কেননা নিজেদের টুকটাক কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল ।

তারপর সেখান থেকে সোজা নব নির্মিত পাকা রাস্তা ধরে দুপাশের সবুজ ফসলের ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম বাঁশকুঠির রেস্টুরেন্টে। যদিও গ্রামীণ এলাকার বাজারে এই রেস্টুরেন্ট অবস্থিত, তারপরেও মোটামুটি সেখানকার পরিবেশটা কিছুটা সাজানো গোছানো।

রংবেরঙের নানা জাতের ফুলের গাছ লাগানো এবং বসার জায়গা আছে, তাছাড়া শিশু বাচ্চাদের জন্য এমন উন্মুক্ত খোলা জায়গা হতে পারে, সময় কাটানোর মোক্ষম জায়গা। আমরা পারিবারিকভাবে বেশ ভালোই সময় কাটিয়েছিলাম সেখানে। তবে আমরা গিয়েই যে খাবারগুলো অর্ডার করেছিলাম, সেগুলো খেতে পারিনি। কেননা তাদের মূল শেফ অসুস্থ ছিল। তাই শুধুমাত্র, লেমন জুস আর লাচ্ছি খেয়েই চলে আসতে হয়েছিল।

এই গরমে অবশ্য লেমন জুস আর লাচ্ছি খেয়েই, বেশ তৃপ্তি পেয়েছিলাম আমার জায়গা থেকে। শরীরটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গিয়েছিল। সবমিলিয়ে বলতে গেলে পরিবার নিয়ে দীর্ঘদিন পরে বেশ ভালই সময় কাটিয়েছিলাম, আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশাকরি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

বর্তমানে যে, গরম পড়ছে বাইরে ঘোরাফেরা করাটাই কষ্টকর। ভ্রমণপ্রেমী মানুষেরা আসলে ঘরে বসে থাকতে পারেনা। আপনার পরিবার নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন জেনে অনেক ভালো লাগলো ভাই। রাস্তার দুই ধারে যদি সবুজ প্রকৃতি দিয়ে ভরা থাকে তাহলে সেই রাস্তা দিয়ে যাইতে অনেক ভালো লাগে। গরমের সময়ে লাচ্ছি আর লেমন ড্রিংস খাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 8 days ago 

রাস্তার দুই ধারে যদি সবুজ প্রকৃতি দিয়ে ভরা থাকে তাহলে সেই রাস্তা দিয়ে যাইতে অনেক ভালো লাগে।

একদম ঠিক কথা বলেছেন ভাই।

 8 days ago 

পরিবার নিয়ে চমৎকার সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া জেনে ভালো লাগলো। সত্যি কথা বলতে শত ব্যস্ততার মাঝেও পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটালে মন্দ হয়না।পরিবারের সদস্যদের মনটা যেমন ভালো হয় তেমনি নিজেকে ও রিফ্রেস করা যায়। ভিডিওটি দেখে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

পরিবারের সদস্যদের মনটা যেমন ভালো হয় তেমনি নিজেকে ও রিফ্রেস করা যায়।

একদম ঠিক বলেছেন আপু।

 8 days ago 

বেশ দারুন একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন ছুটির দিনের ঘোরাঘুরি । পরিবারকে নিয়ে দারুন সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো।শত ব্যস্ততার মাঝেও পরিবারকে নিয়ে বাইরে ঘুরলে বা সময় কাটালে মনটা অনেক ফ্রেশ হয়।আর মন ফ্রেশ থাকলে আমাদের কাজে মনোযোগ আসে। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। শায়ান বাবুকে অনেক কিউট লাগছে।অনেক ধন্যবাদ ভাই দারুন একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 8 days ago 

ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য, এটা সত্য যে কাজে মনোযোগ ফেরানোর জন্য জীবনে বিনোদনের দরকার আছে।

 8 days ago 

আসলে মাঝেমধ্যে বাহিরে একটু ঘুরাঘুরি না করলে লাইফটা বোরিং হয়ে যায়। পরিবার নিয়ে বাঁশকুঠির রেস্টুরেন্টে দুর্দান্ত সময় কাটিয়েছেন ভাই। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভীষণ ভালো লাগলো। শায়ানকে দেখতে খুবই কিউট লাগছে। তাছাড়া পাকা রাস্তার দুপাশে সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 8 days ago 

এটা সত্য, গতকাল সময়টা আমাদের বেশ ভালই কেটেছিল পড়ন্ত বেলায়।

 7 days ago 

গরমের মধ‍্যেও পরিবার নিয়ে একটু বাইরে গিয়ে বেশ ভালোই করেছেন ভাই। আপনাদের একটা রিফ্রেশমেন্ট হয়ে গিয়েছে। একটানা কাজ করা বা একঘেয়েমির মধ্যে থাকা ঠিক না। আর থাকলেও একটা বিরক্তি চলে আসে।

 6 days ago 

মাঝে মাঝে পরিবারের সাথে কাটানোর সময় গুলো জীবনকে অনেকটা সুন্দর করে তোলে যা নতুন করে বাঁচতে শেখায়।আপনি প্রায় সময় এই বাচ্চা পরিবার নিয়ে ঘুরতে যান এটা খুবই ভালো লাগে।সবাইকে নিয়ে সবসময় হাসিখুশি থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি।🙏🙏❤️

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65678.25
ETH 2669.38
USDT 1.00
SBD 2.88