আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৩ ||শেয়ার করো তোমার শরতের সেরা ফটোগ্রাফি
ব্যানার ক্রেডিট @hafizullah
দীর্ঘদিন পর ফটোগ্রাফি পোস্ট আয়োজন করতে যাচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। যেহেতু শরৎকাল চলছে তাই এখনকার আবহাওয়াটা থাকে অনেকটাই কোমল, শান্ত-স্নিগ্ধ, উপভোগ্য । মাঝে মাঝে ক্ষণিকের জন্য বৃষ্টিপাত হয়। তাছাড়াও নদী-নালা, বিল, পুকুর ও হাওরের স্বচ্ছ পানির বুকে শুভ্র শাপলার পাগল করা হাসি,যা কিনা প্রেমিকার হৃদয়কাড়া হাসির মতোই মনে হয়। শিশিরভেজা শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে নতুবা কাশফুলের সৌন্দর্যে মন আকৃষ্ট হয়ে যায় অজান্তেই।
সব মিলিয়ে বলতে গেলে শরৎকালের কথা এক বাক্যে বলে শেষ করা যাবে না। তাছাড়া এই সময় বাঙালির বিভিন্ন রকম উৎসব তো আছেই। তো বন্ধুরা, আমরা মূলত চাই এই প্রতিযোগিতার মাধ্যমে শরৎকালের প্রকৃতির যেন খন্ডচিত্র ভেসে বেড়ায় আমাদের পুরো ব্লগে। সেই লক্ষ্যে মূলত এই আয়োজন। আশা করি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
নির্দেশিকাঃ
• প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
• পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
• আপনার শেয়ার করা পোস্টটিতে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
• Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
• কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
• পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
• অংশগ্রহনের সময়সীমা ১০ অক্টোবর , ২০২৪ সকাল ৯ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
• আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-63, #autumn-nature এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
• ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
• আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
• আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
• প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
• দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
• তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
• চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
• পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
• ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
• সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
• বিশেষ পুরস্কার- ১৫ স্টিম
প্রতিযোগিতার বিচারক
নাম | পদবি |
---|---|
@rme | Founder Infrastructure development & all programming works |
@blacks | Co-Founder All administrative works |
@winkles | Executive Admin India Region All administrative works in India region |
@hafizullah | Executive Admin Bangladesh Region All administrative works in Bangladesh region |
@swagata21 | Community Admin India Region All administrative works in India region |
@nusuranur | Community Admin Bangladesh Region All administrative works in Bangladesh region |
@rex-sumon | Regulatory compliance Admin Control the quality of entire community |
@moh.arif | Witness & Dev Team Admin All administrative works in Witness & Dev Team |
@shuvo35 | Social Media & Marketing Admin All administrative works in Social Networking |
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১০ অক্টোবর , ২০২৪ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।
প্রতিযোগিতার স্পন্সর - @abb-featured ।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@mohamad786/4ytgpd
https://steemit.com/hive-129948/@selinasathi1/4kvtkz-or-or-or-or
আমার অংশগ্রহণ -
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@monira999/58xxgt-or-or
শরতের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর শরতের সেই অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি করতে ভালো লাগে ।সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো ভাইয়া।
অনেক দিন পরে প্রতিযোগিতার খুবই সুন্দর একটি বিষয় পেলাম। আর সেটা হলো শরতের সেরা ফটোগ্রাফি। এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম গঞ্জের বিভিন্ন জাগায় ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রাকৃতিক সুন্দর দৃশ্য গুলো দেখতে পারবো। ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করে তাদের ইউজারদের মাঝে উত্তেজনা সৃষ্টি করার জন্য। আবারো অনেকদিন পর সময়োপযোগী ফটোগ্রাফির কনটেস্ট দেখে আমি আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেক ইউজার বেশ উত্তেজিত হয়ে উঠবে। প্রত্যেকে চেষ্টা করবে তার নিজেদের এলাকার কিছু ফটোগ্রাফি সংগ্রহ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
বেশ দারুণ একটি প্রতিযোগিতার বিষয় দেখতে পেয়ে অনেক ভালো লাগলো । এবারের প্রতিযোগিতা আসলেই ব্যতিক্রম এবং সময় উপযোগী। শরৎকালে প্রকৃতি বিভিন্ন রূপে সাজে আর প্রকৃতির সেই রূপ দারুন দারুন সব ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাবো।আমি চেষ্টা করব প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রতিযোগিতার টপিকটা সত্যি অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই সপ্তাহে যেটা দেখে অনেক ভালো লাগলো। সবার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। অবশ্যই চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শরতের দৃশ্য এমনিতেই অনেক ভালো লাগে দেখতে।
শরৎকালে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। শরতের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। ছোটবেলায় সেই সৌন্দর্য আরো বেশি উপভোগ করা হতো। যদিও এখনো সেরকম সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। তবে এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন সব দৃশ্য গুলো দেখার সুযোগ পাবো ভাইয়া। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আসলেই অনেক দিন পর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাছাড়া এখন যেহেতু শরৎকাল চলছে, সেই হিসেবে একেবারে সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।