প্রতিযোগিতা মৌলিক বাংলা গান || @shy-fox 10% beneficiary
প্রিয় আমার বাংলা ব্লগ বাসী , আশা করি সবাই ভালো আছেন । সবার সময় ভালো যাচ্ছে, এই কামনাই করি । আজকে যে কনটেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব , সেটা মূলত আমাদের কমিউনিটির নতুন একটা প্রতিযোগিতার টপিক । আমি বিশ্বাস করি , আমার বাংলা ব্লগে বিভিন্ন রকমের কনটেন্ট ক্রিয়েটর আছে এবং আমি মনে করি তাদের ভিতরে সবাই বিভিন্নভাবে মেধাবী সম্পন্ন এবং তারা সৃজনশীলতায় বিশ্বাসী এবং তারা চেষ্টা করে প্রতিনিয়ত তাদের কনটেন্টের ভিন্নতা নিয়ে আসার জন্য । আমরা বিগত হ্যাংআউট গুলোর ইন্টারটেইনমেন্ট সেগমেন্টে দেখেছি, আমাদের অনেক ইউজাররা মূলত গান গাওয়ার চেষ্টা করে আমাদেরকে বিভিন্নভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করেছে। যেটা আমাদের হ্যাংআউট শো কে আরো প্রাণবন্ত করে ।
যেহেতু আমরা বিনোদনপ্রেমী মানুষ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মূলত আমার বাংলা ব্লগ কর্তৃক এবারের প্রতিযোগিতা হবে গান ভিত্তিক প্রতিযোগিতা ।
প্রতিযোগিতার টপিক
শেয়ার করো তোমার কন্ঠে গাওয়া মৌলিক বাংলা গান
প্রতিযোগিতার নিয়মকানুন
অবশ্যই আপনার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং আপনার কন্ঠে গাওয়া বাংলা গানটি আপনার ইউটিউব চ্যানেলে প্রথমে আপলোড দিতে হবে এবং সেই লিংকটি যখন আপনি প্রতিযোগিতার জন্য পোস্ট করবেন , তখন পোষ্টের বডিতে শেয়ার করতে হবে ।
অবশ্যই আমাদের কমিউনিটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেটির একটি স্ক্রিনশট আপনার পোস্টের মধ্যে দিতে হবে প্রমাণ স্বরূপ ।
আমাদের কমিউনিটির অফিশিয়াল ইউটিউব লিংক হচ্ছে এইটা ।
https://www.youtube.com/c/royalmacrogaming
গান গাওয়ার সময় আপনি কোন শিল্পীর গান গাচ্ছেন এবং সেই গানের লেখক ও সুরকার যারা আছে তাদেরকে ক্রেডিট দিতে হবে ।
চেষ্টা করবেন অবশ্যই পোস্টের বডিতে , গান গাওয়ার উপর আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেই বিষয়টা সম্পর্কে আলোকপাত করার জন্য ।
কপিরাইট,স্প্যামিং ও অন্যের ধার করা ভিডিও কোনভাবেই গ্রহণযোগ্য হবে না ।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই আপনাকে এই তিনটা ট্যাগ ফলো করতে হবে এবং 10% @shy-fox কে বেনিফিশিয়ারি দিতে হবে । #abbcontest-11 #amarbanglablog-contest #banglasong
প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ২৯ ডিসেম্বর পর্যন্ত
এবং এই পোস্টের কমেন্ট সেকশনে আপনার পোস্টের লিংক
দিয়ে আপনার অংশগ্রহণ সিওর করবেন এবং ৩০ ডিসেম্বর
হ্যাংআউটের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে ।
প্রতিযোগিতার পুরস্কার
- প্রথম পুরস্কার: ২০ স্টিম
- দ্বিতীয় পুরস্কার: ১৮ স্টিম
- তৃতীয় পুরস্কার: ১৫ স্টিম
- চতুর্থ পুরস্কার: ১২ স্টিম
- পঞ্চম পুরস্কার: ১০ স্টিম
স্পেশাল পুরস্কার
*প্রথম : ১২.৫ স্টিম
*দ্বিতীয়: ১২.৫ স্টিম
প্রতিযোগিতার বিচারক
@rme (♚Founder♔ )
@blacks (Executive Admin ♛🇮🇳)
@hafizullah (Community Moderator 🇧🇩)
@moh.arif (Community Moderator 🇧🇩)
@shuvo35 (Community Moderator 🇧🇩)
@winkles (Community Moderator 🇮🇳)
@rex-sumon (Admin+Mentor+Quality Controller)
ধন্যবাদ সকলকে
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিযোগিতা মৌলিক বাংলা গান আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@limon88/2xkvcs
https://twitter.com/HouqeLimon/status/1475166591356522496?t=oy4EE_Vg7kISHdjiRx66aA&s=19
গানের প্রতিযোগিতা দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। যদিও আমি গান বলতে পারিনা তবে গান শুনতে খুবই ভালো লাগে। আমাদের কমিউনিটিতে অনেক সদস্য রয়েছে যারা অনেক ভালো গান বলতে পারে। আশা করছি আমরা সকলের মিষ্টি কন্ঠের গান শুনতে পাবো এবার। এই প্রতিযোগিতার মাধ্যমে সকলে তাদের মিষ্টি কন্ঠ আমাদের মাঝে উপস্থাপন করবে। অনেক সুন্দর একটি প্রতিযোগিতা দেখে অনেক আনন্দিত হলাম।
বাহ ভাই, এবারের কনটেস্টে বেশ মজাদার। শীতের সময় এক কাপ কফি খেয়ে গলাটা গরম করে গান গাইবো 😁😁☺️, অনেক ইন্টারেস্টিং এবং মজাদার একটি কনটেস্ট আমি অবশ্যই জয়েন করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া।এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলা মৌলিক গানগুলো আমরা শুনতে পাব। এই প্রতিযোগিতায় আমি নিজেও অংশগ্রহণ করতে পারব জেনে খুবই আনন্দ লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।
সুন্দর একটি উদ্যোগ । ধন্যবাদ ।
অনেক সুন্দর একটি প্রতিযোগিতা। অনেক ভালো লাগলো তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগবে। জানিনা পারবো কিনা।
খুবই সুন্দর একটি প্রতিভা দেখানোর প্রতিযোগিতা দাদা উপহার দিয়েছেন ।দেখে মনটা ভালো হয়ে গেলো যে মৌলিক গান শেয়ার করতে পারবো ।ধন্যবাদ ও দোয়া রইলো এতো সুন্দর প্রতিযোগিতা শেয়ার করার জন্য।
খুবই সুন্দর প্রতিযোগিতা।
বাংলা গান গাইতে আমাকে অনেক ভালো লাগে। আশা করি আমার গাওয়া বাংলা গান নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো,,
সুন্দর একটি প্রতিযোগিতা চালু করেছেন ভাইয়া। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করবো এই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।