"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮ || ফলাফল প্রকাশ

in আমার বাংলা ব্লগ2 months ago

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2DT6BLrBmv7dTmgmwLwE5Kp8fqRL7hTc1tHLu93XAgo3WwU58eXBcupVbigQ5R9qqHzn5ihczik96AhKQz.png

1.png
ব্যানার ক্রেডিট: @alsarzilsiam

আজ আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমার বাংলা ব্লগ এর ৬৮ তম প্রতিযোগিতাটি নিয়ে।দেখতে দেখতেই আমরা প্রায় শীতের ঠিক মাঝামাঝি এসে পৌঁছে গিয়েছি। শীতে গাছে গাছে ফুলের বাহার দেখে আমাদের মনেও যেন শীতের ছোঁয়া লেগে যায়।ভোরের সোনাঝরা আলোতে ঘাসের উপর শিশির বিন্দুর স্বচ্ছ স্ফটিক দেখে মনে হয কোন স্বর্গীয় উদ্যান এর অংশ।আর এর মোহনীয় আবেশ আমাদেরকে করে বিমোহিত।শীত মানেই মায়ের হাতের বাহারি পিঠাপুলি আর নানান মুখোরোচক রসালো খাবারের মিলনমেলা।আর এই আয়োজনে হয়তো আমাদের শরীরের তৃপ্তি আসবে, ক্ষুধা মিটবে, কিন্তু আত্মার শান্তি কিংবা মনের খোরাক যাই বলি না কেন তা হলো বাগানজুড়ে রঙ বেরঙের মিষ্টি ফুলের মিলন মেলা।আর এই মিষ্টি ফুলের মিলন মেলায় হারিয়ে যেতে কার না মন চায় বলুন?

হ্যাঁ বন্ধুরা, এতক্ষণই বুঝে গিয়েছেন আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু। আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে শেয়ার করো তোমার সেরা শীতকালীন ফুলের ফটোগ্রাফি।ফুলের সিজন বলতে মূলত শীতকালকেই বোঝায়।কিন্তু আমাদের এখানে একেবারেই ভিন্ন।এ সময় কারও বাগানে আপনি একটি ফুল ও দেখতে পাবেন না।ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিনটি মাসে প্রচন্ড ঠান্ডা থাকে, বিশেষ করে জানুয়ারিতে।আর এই প্রচন্ড ঠান্ডায় গাছগুলো প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে পারেনা।আর যেগুলো বেঁচে থাকে সেগুলোও শীতের সিজনে মরার মত পড়ে থাকে।আর শীত চলে গেলে সেগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠে যায়।আমাদের এখানে একেবারেই বাংলাদেশের উল্টো।বাংলাদেশে যেমন এ সময় যেদিকে তাকাই শুধু চারিদিকে জানা ওজানা হরেক রকমের ফুল আর ফুল, আর এদেশে এসময় কোথাও একটি ফুল ও দেখা যায়না।ফুল ভালোবাসে না কে বলুন? যতই দেখি ততই মনের তৃপ্তি যেন মেটেনা।তাই সকলের মনের এই তৃপ্তি মেটানোর জন্য দিয়ে দিলাম আজকের এই প্রতিযোগিতাটি।আশা করছি সকলেই স্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

পুরো সপ্তাহ সবার জন্য উন্মুক্ত ছিল এই প্রতিযোগিতা, অবশেষে আজ ফলাফল ঘোষণা করার দিন। সবাই বেশ দারুণ ফটোগ্রাফি করেছিলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেছি সেরাদের সম্মানিত করার জন্য এবং সকলের কাছে কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ।

চলুন তাহলে বিজয়ীদের দেখে নেওয়া যাক


বিজয়ীপোস্ট লিংকপুরস্কার
@neelamsamantaলিংকপ্রথম ৩৫ স্টিম
@fasoniyaলিংকদ্বিতীয় ২৫ স্টিম
@tasonyaলিংকতৃতীয় ২০ স্টিম
@bdwomenলিংকচতুর্থ ১৪ স্টিম
@ah-agimলিংকপঞ্চম ১২ স্টিম
@bristy1লিংকষষ্ঠ ১০ স্টিম
@mahfuzanilaলিংকসপ্তম ৯ স্টিম
@mohamad786লিংকস্পেশাল ৭.৫ স্টিম
@mohinahmedলিংকস্পেশাল ৭.৫ স্টিম

Screenshot_20250124_035953_Chrome.jpg

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@shuvo35admin social media and marketing
@kingporosCommunity Moderator
@alsarzilsiamCommunity Moderator
@tangeraCommunity Moderator

প্রতিযোগিতার স্পন্সর : আমার বাংলা ব্লগের সকল এডমিন, মডারেটর

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 months ago 

প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন। এবারের প্রতিযোগিতা টা আসলেই অনেক সুন্দর ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর শীতকালীন ফুল দেখতে পেয়েছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮ এর ফলাফলের লিস্টটা দেখে সত্যি আবার অনেক বেশি ভালো লেগেছে। একই সাথে এই পোস্টটি পড়ে আগামী দিনে যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিঃসন্দেহে অনেকেই অনেক বেশি অনুপ্রেরণা ভাবে।

 2 months ago 

প্রতিযোগিতা ফলাফলের লিস্টেের রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো। সব সময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবারও করেছি।তবে প্রতিযোগিতায় অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়েছিল।বিজয়ী দের কে পুরস্কৃত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 months ago 

সময়ের সাথে মিল রেখে এইবার চমৎকার একটি কনটেস্ট এর আয়োজন করা হয়েছিল। প্রত্যেকেই তাদের সেরা ফটোগ্রাফিগুলো দিয়ে অংশগ্রহণ করেছিল। কনটেস্টে বিজয়ী প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। ফলাফল প্রকাশের পুরো বিষয়টা আমাদের মাঝে লিখিতো ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

এবারের প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আমার বাংলা ব্লগ সবসময়ই খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতার মাধ্যমে আমরা শীতকালীন খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

অভিনন্দন সকল বিজয়ীদের, এবারের আয়োজনটি সত্যি অনেক বেশী সুন্দর ও সফল ছিলো।

 2 months ago 

একদম ঠিক বলেছেন ভাই, সবাই বেশ দারুণ ফটোগ্রাফি করেছিল এবং আমরা সবাই বেশ উপভোগ করেছি।

 2 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ী হয় বা না হয়, কিন্তু প্রতিযোগিতা অংশগ্রহণ করার মজাই আলাদা। যাই হোক এবারের ফুলের প্রতিযোগিতার আয়োজন অনেক সুন্দর হয়েছে।গতকাল হ্যাং আউট পুরো মনোযোগ দিয়ে শুনেছি। বিজয়ীদের ফলাফল প্রকাশ সময় তাদের মতামত গুলো শুনে বেশ ভালো লেগেছে।

 2 months ago 

এটা একদম ঠিক বলেছেন আপু, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই সবথেকে বড় বিষয়।

 2 months ago 

প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন। এবারের প্রতিযোগিতায় অনেক সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি দেখতে পেয়েছিলাম অনেক নতুন নতুন ফুলের সাথে পরিচিত হতে পেরেছিলাম।এই প্রতিযোগিতায় আমরা অনেকেই অংশগ্রহণ করেছিলাম যাঁরা বিজয়ী হয়েছে তাঁদেরকে জানাই অভিনন্দন।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি ভালো লাগছিল আমার।

 2 months ago 

এবারের প্রতিযোগিতার বিষয়ে এতো চমৎকার ছিল যে অনেকেই অংশগ্রহণ করেছেন। আমাদের ব্লগে যারা নিয়মিত ফটোগ্রাফি পোস্ট করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ফুলের ফটোগ্রাফি পোস্ট করেন। যে কারণে এবারের প্রতিযোগিতা তে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সব থেকে বড় কথা এত সুন্দর বিষয় যার ফলে কি শীতকালে বাংলা থেকে এত দূরে থেকে ফুল দেখতে না পেয়েও প্রচুর ফুল দেখলাম সে ভার্চুয়ালি হোক। তাতেও মনটা ভরে গেল। এবারের সমস্ত বিজয়ীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর যারা ভালো পোস্ট করে বিজয়ী হয়নি তাদের জন্য তো বিশেষ আনন্দ লাভ ছিলই। সব মিলিয়ে এবারের প্রতিযোগিতা আমার বেশ ভালো লেগেছে।

 2 months ago 

এটা একদম ঠিক এবারের প্রতিযোগিতা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সবাই দারুণ সব ফটোগ্রাফি শেয়ার করেছে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 83297.26
ETH 1903.68
USDT 1.00
SBD 0.74