ছবির সমাহার

in আমার বাংলা ব্লগyesterday

শরীরটা একদম ঘেমে গিয়েছে, কোনরকমে যখন এই দুপুরবেলায় চোখটা খুললাম বুঝতে পারলাম আপাতত জ্বর নেই । যেহেতু ভারী ওষুধ নিয়েছি তার প্রতিক্রিয়া হয়তো এটাই, শরীরটা বড্ড দুর্বল।

মূলত মুঠোফোনে যে ছবিগুলো তুলি তা আসলে বিভিন্ন দৃশ্য দেখে আকৃষ্ট হওয়ার পর। যদিও প্রতিটা ছবির পিছনে গল্প থাকে, থাকে নানা রকম অভিজ্ঞতা তবে আপাতত দুঃখিত ভাই, শরীর বড্ড দুর্বল যার কারণে গুছিয়ে তেমন কোন কিছুই লিখতে পারছি না।

সুস্থ থাকা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, তা বেশ ভালো করে বোঝা যাচ্ছে এখন। অসুস্থতার চাদরে মোড়া সময় গুলো যে খুব ভালো যাচ্ছে তেমনটা না বরং বড্ড বিরক্তিকর সময় যাচ্ছে এখন। মেজাজটাও হয়ে গিয়েছে খিটখিটে।

প্রত্যেকটা ছবির পিছনে গল্প ছিল, যা অব্যক্ত থেকে গেল। যদি কখনো সময় সুযোগ হয়, বলব সেসব অব্যক্ত কথা। আপাতত ছবিগুলো দেখুন আর ছবির ভাষা বোঝার চেষ্টা করুন। যারা আসলে ছবি ভালোভাবে দেখতে পারে, তারা কেউ কেউ ছবির পিছনের অর্থ বুঝতে পারে।

সবগুলো ছবি নিজের তোলা, এ বছরই তুলেছিলাম ছবিগুলো। নোটবুকে ছবি অনুযায়ী গল্পের নাম এবং কিছু কথাও লিখে রেখেছিলাম। তবে আপাতত সময়ে ব্যাধির কাছে হেরে গেলাম।

20240920_181221.jpg

20240827_121908.jpg

20240827_122006.jpg

20240827_122536.jpg

20240827_122944.jpg

20240920_181047.jpg

20240920_181122.jpg

20240920_181130.jpg

20240920_181200.jpg

20240923_174038.jpg

20240929_164730-01.jpeg

20240929_164735.jpg

20240929_164832-01.jpeg

20241008_174452.jpg

20241008_174457.jpg

Messenger_creation_44E40E67-324C-4323-8E7C-CC04832E0A9B-01.jpeg

20241109_165448-01.jpeg

20241117_165214-01.jpeg

20241118_172326-01.jpeg

20241118_172400-01.jpeg

20241118_173134-01.jpeg

20241217_172347-01.jpeg

20241217_172402-01.jpeg

20250106_214139.jpg

20250106_214153.jpg

সবশেষে মিষ্টিমুখ করানোর মাধ্যমে ছবির অ্যালবাম শেষ করলাম। কেমন লেগেছে পুরো অ্যালবামটি তা জানিনা , তবে আমার ফোন গ্যালারি কিছুটা হালকা হয়ে গেল।

ধন্যবাদ সবাইকে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

ভাইয়া আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করা বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। বিশেষ করে আপনার শেয়ার করা সবুজ শ্যামল প্রকৃতির ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও ফুলের ফটোগ্রাফী গুলো বেশ ছিল।

 7 hours ago 

আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 yesterday 

ভাই আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখে অনেক ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে আপনার ছবিগুলোই তার প্রমান। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 hours ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য ।

 yesterday 

আপনি তো একেবারে পরিপূর্ণ একটি ফটো অ্যালবাম আমাদের সঙ্গে শেয়ার করলেন ভাই। তার কারণ একদম গ্রামের দৃশ্য থেকে শুরু করে মিষ্টিমুখ পর্যন্ত সকল ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এমন গ্রামের দৃশ্য গুলি ছবির মাধ্যমে দেখতে আমার খুব ভালো লাগে।

 7 hours ago 

চেষ্টা করলাম দাদা, ছবির মাধ্যমে নিজের কিছু কথা শেয়ার করার জন্য।

 yesterday 

আপনার গতকালকের পোষ্টের মাধ্যমেই জেনেছিলাম আপনি বেজায় অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন ভাই। অসুস্থতার মাঝেও দেখতেছি আপনার কাজ থেমে নেই। আপনি বড্ড পরিশ্রমী মানুষ দেখতেছি। ফটোগ্রাফি গুলির অবস্থান বিভিন্ন তথ্যের ইঙ্গিত দিচ্ছে। সবুজ শ্যামল প্রকৃতি ফুলের ফটোগ্রাফি সহ বাকি ফটোগ্রাফি গুলি ও ভীষণ ভালো লাগলো ভাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 7 hours ago 

আসলে এই ছবিগুলো পুরনো ছিল, তাই ছবিগুলো ভাগ করে নিয়েছি আপনাদের ভিতরে ।

 yesterday 

আসলে অসুস্থ হলে বুঝা যায় সুস্থ্যতার কতো মূল্য! ভারী ঔষধ নেয়াতে কাজটা দ্রত হয়েছে। আশা করছি আপনি এখন সুস্থ্য আছেন। তবে আপনার ফটোগ্রাফিগুলো বেশ উপভোগ করলাম। গ্রামীণ প্রকৃতি সেই সাথে ফুলের ফটোগ্রাফি সবমিলিয়ে দারুণ ছিল।

 8 hours ago 

সুস্থ আছি তবে শরীর খুব দুর্বল ভাই।

 23 hours ago 

অসুস্থ হলে কোনো কাজ করতেই ইচ্ছে করে না। আপনি অসুস্থ হওয়া সত্ত্বেও যে এতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন,সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। বেশ উপভোগ করলাম প্রতিটি ফটোগ্রাফি। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই।

 8 hours ago 

এগুলো আসলে ফোন গ্যালারিতে জমে থাকা পুরনো ফটোগ্রাফি ভাই।

 4 hours ago 

সুস্থতা সৃষ্টিকর্তার সবচাইতে বড় নেয়ামত ভাই। এটা অসুস্থ হলে বোঝা যায়। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো। সবগুলো ফটোগ্রাফি বেশ দারুণ ছিল। এবং শেষপাতে আবার মিষ্টি হা হা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 104901.64
ETH 3329.53
SBD 4.90