কাচ্চি ডাইন | বগুড়া
সেদিন ব্যক্তিগত একটা কাজে দুপুরবেলায় বগুড়ায় গিয়েছিলাম, যেহেতু বগুড়া শহর আমাদের এখান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে, তাই গাড়িতে করে যাওয়ার পরে, নিজের কাজ শেষ করে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
তাছাড়া আমার সঙ্গে আরও তিনজন ভাই ছিল, সবাই মোটামুটি ভীষণ ক্ষুধার্ত ছিলাম , অবশেষে সোজা চলে গিয়েছিলাম কাচ্চি ডাইন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি সমসাময়িক সময়ে বগুড়ায় শাখা খুলেছে।
ভিডিও লিংক
কাচ্চির প্রতি দুর্বলতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, কেননা সবাই মোটামুটি কাচ্চি খেতে পছন্দ করে। আমি মূলত রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, ভিতরের ডেকোরেশন ও আলোকসজ্জা দেখে একদম চক্ষুস্থির। চতুর্দিকে আলো ঝলমলে ও সাজানো গোছানো পরিপাটি পরিবেশ।
চেষ্টা করছিলাম সেখানকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলার জন্য। তারাও আমার সঙ্গে বেশ সাবলীল ভাবে কথা বলেছিল এবং তাদের সেরা খাবারগুলো সম্পর্কে তথ্য দিয়েছিল, সেখান থেকে আমি আমার পছন্দের খাবার অর্ডার করেছিলাম।
আমি মূলত বাসমতি মাটন কাচ্চি, বাদাম শরবত ও জালি কাবাব অর্ডার করেছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো খাবার আসতে সময় লাগবে, তবে তাদের খাবার খুবই দ্রুত চলে এসেছিল টেবিলে। খাবারগুলো আসার সময় যে ঘ্রাণ বেরিয়েছিল, তাতেই যেন আত্মা ঠান্ডা হয়ে গিয়েছিল।
অবশেষে সমস্ত খাবার আসার পরে, আমার ভাইয়েরা প্রথমে খেয়েছিল এবং তারা খেয়ে আমাকে বলেছিল, দারুণ লাগছে খেতে। অবশেষে আমিও ভিডিও করা বাদ দিয়ে, খেতে বসে গিয়েছিলাম। এমনিতেই ক্ষুধার্ত ছিলাম, তার ভিতরে এমন সব লোভনীয় খাবার খেয়ে যেন পরম শান্তি পেয়েছিলাম।
সব মিলিয়ে বলতে গেলে, কাচ্চি ডাইনের খাবার বেশ ভালোই লেগেছিল আমার কাছে এবং তাদের আপ্যায়নে আমি বেশ খুশি ছিলাম। তাছাড়া খাবারের দাম গুলো ছিল হাতের নাগালে। আমি চেষ্টা করেছি একটা ভিডিও দেওয়ার জন্য, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আসলেই কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না,এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমার তো কাচ্চি বিরিয়ানি ভীষণ পছন্দ। আপনারা কাচ্চি ডাইনে গিয়ে সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাই। ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাঙালীর পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা । শুভেচ্ছা রইল।
কাচ্চি ডাইন কে নিয়ে ফেসবুকেও আপনার একটি ব্লগ দেখেছি আমি আজকে আবার এখানে পুরো পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। যেভাবে বর্ণনা করেছেন আর ভিডিওগ্রাফিটি করেছেন তাতে কাচ্চি ডাইন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। কাচ্চি ডাইন এর খাবার গুলো অত্যন্ত লোভনীয় এবং টেস্টি হয়ে থাকে। যাই হোক কাচ্চি ডাইনে খাওয়ার সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য, আমি ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
কাচ্চি দেখলেই আমার মনের মধ্যে দুর্বলতা কাজ করে। তবে, বাসমতি মাটন কাচ্চি, বাদাম শরবত ও জালি কাবাব কাচ্চি ডাইনের মধ্যে গেলেই খাওয়া হয়। আপনি বেশ কয়েকটি আইটেম অর্ডার করেছিলেন, দেখে বেশ ভালো লাগলো।আর আমার কাছে কাচ্চি ডাইনের পরিবেশ এবং ব্যবহারবিধি অনেক বেশি ভালো লাগে। আপনি কাচ্চি ডাইনের সৌন্দর্য ফটোগ্রাফীর মাধ্যমে প্রকাশ করেছেন।
আমারও তাদের অতিথি আপ্যায়ন ব্যাপারটা বেশ ভালো লেগেছে।
কাচ্চি ডাইনের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করি এখন পর্যন্ত কাচ্চি ডাইনে যাওয়া হয়নি।তবে কাচ্চি ভাই তো একদিন গিয়েছিলাম। কাচ্চি ডাইংটা বাহির থেকে দেখতে বেশ সুন্দর লাগে আর আজকের আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখেও মনে হচ্ছে বেশ লোভনীয় এবং সুস্বাদু।একদিন যেতেই হবে কাচ্চি ডাইনে।আপনি চাইলেই কিন্তু আমাকে ডাকতে পারতেন!🤭এভাবে লোক লোভ দেখানোর কি দরকার ছিলো?যাইহোক সবমিলিয়ে অসাধারণ লাগলো।এর পরের বার কিন্তু এই ভুলটা আর করবেন না হয় আপনি আমাকে কাচ্চি ডাইনে খাওয়াবেন নয় আমি আপনাকে আমার বাসায় খাওয়াবো।🥰
সমস্যা নেই, পরের বার গেলে আপনাকে দাওয়াত দিব বৌদি।
উনাদের আচরণ বেশ স্বভাবসুলভ ছিল। বিশেষ করে খাবারের মান ভালো এবং দ্রুত সার্ভিস দিয়েছে বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি দেখে ভালো লাগল। সাধারণত এইসব রেস্টুরেন্টে গেলে অনেক টা সময় অপেক্ষা করতে হয়।