ইউনিভার্সিটিতে সিনিয়র জুনিয়র মিলনামেলা(চড়ুইভাতি) 💓💓 ||১০% shy-fox
হ্যালো ,আসসালামুয়াইলাইকুম "আমার বাংলা ব্লগের" বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমাদের ইউনিভার্সিটিতে যশোর কল্যান ছাত্র সমিতি থেকে সিনিয়র জুনিয়র একটা মিলনমেলা এবং চড়ুইভাতি উদযাপন হলো। অনেকের সাথে প্রায় দেড় দু বছর পর দেখা হলো করোনার জন্য। খুব সুন্দর একটা মূহুর্ত কাটালাম, আশা করি সবার ভালো লাগবে।
তারিখ - ৭/১১/২০২১
প্রতিটা ইউনিভার্সিটিতে একটা ছাত্রকল্যাণ সমিতি থাকে, আমাদের ইউনিভার্সিটিতে ব্যতিক্রম না। আমাদের ইউনিভার্সিটিতে ছাত্রকল্যান সমিতির নাম যশোর ছাত্র কল্যাণ সমিতি। এই ছাত্রকল্যাণ সমিতির চারটি জেলা নিয়ে নির্মিত নড়াইল, যশোর, ঝিনেহদহএবং মাগুরা। প্রতিবছরের বিশ্ববিদ্যালয়ে পুরা বাংলাদেশ থেকে ছাত্র ভর্তি হয় , এজন্যই ছাত্র ভর্তি হওয়ার সময় অনেকে বিপদে পড়ে এজন্য ছাত্রকল্যাণটি প্রতিষ্ঠিত হয়েছে। তাদের থাকার জায়গার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা এবং যাবতীয় যত ব্যবস্থার এই ছাত্র কল্যাণ সমিতি করে থাকে।
সিনিয়র জুনিয়র সবাই মিলে এক ফ্রেমে একটি ছবি সারাজীবন স্মৃতি হয়ে থাকুক।
৭ তারিখে ঠিক তেমন আমাদের একটা মিলনমেলা অনুষ্ঠিত হলো, অনেক বড় আপুদের সাথে দেখা অনেক বড় ভাইদের সাথে দেখা হলো অনেকেই চাকরি জীবনে ঢুকে গেছে। অনেক আপুর বিয়ে হয়ে গেছে এই করোনার ভিতরে হাহাহাহা।অনেক নবীন জুনিয়র এসেছে তাদের সাথে পরিচিত হলাম, তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো।
আমার ইউনিভার্সিটির প্রিয় দাদা, সে সোনালি ব্যাংকে জব পাবে ইনশাআল্লাহ।
বন্ধুদের সাথে সেল্ফি।
প্রিয় দাদার সাথে সেল্ফি
আমার বান্ধবীদের সাথে ছবি নিলাম
সিনিয়র আপুদের সাথে
বড় ভাইদের সাথে।
প্রিয় দাদার সাথে জুনিয়র দের সাথে ছবি৷
প্রিয় দাদার সাথে জুনিয়র দের সাথে ছবি
আমার বন্ধু শাকিল তার ইউটিউব চ্যানেল আছে।
আমাদের খাবার খিচুড়ি আর মাংস।
সবার জন্য প্লেট
আমার প্লেটের ছবি
সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে
সবাই চিন্তায় পড়ে গেছে
তারা খাবার পেয়ে ইনেক খুশি।
সবাই খাচ্ছে খুব খিসুড়ি তো টেস্ট হইছে খাচ্ছে খুব।😄😄😄😄
আমিও খাচ্ছি খুব করে
খা ভাই আর তাকাস না
ভালো করে খা ছোটভাই হিরামণ
এই একপিচ মাংস দে। 😄😄😄
ওর ২ পিচ মাংস লাগবে।
এইতো আমার জীবনের খুব সুন্দর একটি মুহুর্তে ছিলো খুব মজা করছিলাম ওই দিন অনেকে গান গেয়েছিলো, জোকস বলছিলো একটা স্মৃতির হয়ে থাকবে।আশা করি সবার ভালো লেগেছে।ধন্যবাদ সবাইকে 💓💓💓💓
আমার পরিচয়
আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।
ছবি তুলেন এবং আপনির সুন্দর হাসি মুখটা ফুটে উঠেছে আজকে। অনেক ভালো লাগে
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই💓💓💓💓💓
ভাইয়া আপনার ছবিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল । ছোটবেলায় এই ধরনের অনেক চড়ুইভাতি করতাম সবাই মিলে। খুবই মজা হতো তখন। আপনার চড়ুইভাতির খাবার গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের প্রোগ্রামের খাবার রান্না গুলো সব সময় খুব মজাদার হয়। হয়তো বন্ধু বান্ধব সবাই মিলে খাওয়া হয় সেই জন্য আরো বেশি মজা লাগে। তাছাড়া আপনার বন্ধুদের সঙ্গে ছবিগুলো দেখে খুব ভালো লাগলো। সব মিলিয়ে মনে হল যে আপনি বন্ধুদের সঙ্গে একটি ভালো চড়ুইভাতি উপভোগ করেছেন। শুভকামনা আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ তানিয়া আপু আপু আপনার সুন্দর মতামত দেয়ার জন্য।
ছাত্র জীবন আসলেই অনেক মজার। এ সময়টা পার হয়ে যাবার পরেই কেবলমাত্র এর গুরুত্ব অনুধাবন করা যায়। তাই সময় থাকতে কাজে লাগান প্রতিটি মুহূর্ত, উপভোগ করুন জীবনটা।
আচ্ছা ভাই💓💓
দোয়া রাখবেন 💓💓💓
সিনিয়র জুনিয়র সবাই মিলে এক ফ্রেমে একটি ছবি সারাজীবন স্মৃতি হয়ে থাকুক।
ভাইয়া আসলেই এটা স্মৃতিময় হয়ে থাকুক মন থেকে প্রার্থনা করি। আসলেই স্টুডেন্ট লাইফ অনেক আনন্দময়। অনেক সুন্দর করে মিলন মেলা উদযাপন করেছেন আপনারা। তা দেখেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই।💓💓💓
মিলন মেলার কথা এলেই বুকটা যেন কেমন আনন্দে ফুলে ওঠে। আপনাদের মিলন মেলা দেখে খুবই আনন্দ পেলাম। বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মজাই আলাদা যা ভাষায় প্রকাশ করা যায় না। অনুবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই💓💓💓💓
অনেক দিন পর ইউনিভার্সিটির সব জুনিয়র সিনিয়র একসাথে হলে কত যে মজার সময় কাটে এটা মনে হয় কাউকে আলাদা করে আর বোঝানোর দরকার পরে না। খুব ভালো লাগলো আপনাদের এই মিলন মেলা। খাওয়া-দাওয়া আড্ডা ছবি তোলা সবই একদম ঠিক ঠাক হয়েছে। অটুট থাকুক এই ভালোবাসার বন্ধন।
অনেক অনেক ধন্যবাদ দিদি💓💓
দোয়া রাখবেন 💓💓💓
ইউনিভার্সিটিতে মিলনমেলায় সিনিয়র-জুনিয়র সবাই একসাথে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে আসলে আমাদের সবার উচিত সিনিয়র এবং জুনিয়র সবাইকে যার যার স্থান থেকে সম্মান প্রদর্শন করা আপনাদের এমন একটি মুহূর্ত দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো সেই সাথে আপনারা একসাথে খাবার খেয়েছেন এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে দেখেই মনে হচ্ছে খাবার গুলো অনেক সুস্বাদু হয়েছে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
হুম ভাই খাবার অনেক সুস্বাদু হয়েছিল।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই💓💓💓💓💓
মানুষের জীবন টা আসলেই অনেক সুন্দর। শুধু একটু সুন্দর করে গুছিয়ে নিতে হয়। আজকে আপনাকে দেখে আপনার অনুভূতি শেয়ার করেছেন দেখে অনেক কিছু মনে পড়ে গেলো ভাইয়া। খুব সুন্দর একটা আয়োজন করেছেন। সিনিয়র জুনিয়রদের এমন মিলমেলা মানে ভালোবাসার মিলনমেলা, ছোট রা যেভাবে ভয় পায় বড় ভাইদ্বের, সেইটা অনেক টা কেটে যায়, অনেইক ছোট ভাই, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে অনেক সমস্যায় পড়্বে যায়,কি করবে বুঝে উঠতে পারে না, সেইসময় তাদের কে সাহায্য করাটা আসলেই অনেক ভালো একটা কাজ, আমি মন থেকে দোয়া করি এমন মানুষগুলোর জন্য যারা এমন কিছু আয়োজন করেছে, এক্ষেত্রে ছটদের অনেক সুবিধা হয়,ইউনিভার্সিটি পরিবেশ টাও তারা সহজেই মানিয়ে নিতে পারে। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ রাজু ভাই আপনার সুন্দর মন্তব্য জানানোর জন্য ভালোবাসা নিবেন বড় ভাই💓💓💓💓