You are viewing a single comment's thread from:
RE: একগুচ্ছ অণুকবিতা "বারান্দায় মরা রোদ্দুর"
শেষ বিকেলে বারান্দায় বসে আমি রোদ্দুর খুঁজি
খুজে ফিরি তোমায় আর আঁখি কোনে অশ্রুজল মুছি।
মেয়ে তোমায় আমি লুকিয়ে লুকিয়ে দেখি,
ভোরের নরম আলোয়, দুপুরের মিঠে রোদ্দুরে
তোমার দু চোখ কত লুকিয়ে দেখেছি
সারাজীবনের তরে তাই তোমায় চেয়েছি।
দিশেহারা আমি, আনমনে বসে ভাবি
এ হৃদয়ে প্রেম আজি হোক ।
আজি হোক প্রভাতে তব সাথে পথ চলা
স্তব্দ আকাশ বাতাস শুধু মন খুলে কথা বলা।
বন্ধু তুমি কী কিছু বোঝো না ?
মুখে না বললে বুঝি ভালোবাসা হয় না ?
আমি জানি বন্ধু তুমি সব কিছুই বোঝো
তাই আমায় আড়াল করে আমাকেই খোজো
সব গুলো অনুকবিতা দারুন লেগেছে দাদা। ভাল থাকবেন ধন্যবাদ।