You are viewing a single comment's thread from:

RE: অণুকবিতা "বিস্রস্ত বাউন্ডুলে মন"

in আমার বাংলা ব্লগ3 years ago

স্মৃতির নৌকোয় পাল তুলেছি,
অতীতের মাঝ দরিয়ায় পাড়ি দেব বলে ।
ছায়া ছায়া অতীতের সেসব দিন,
কত রৌদ্র, কত বরষা,
শীতের কুয়াশামাখা কত না ভোর,
কাটিয়েছি বন্ধু সাথে তোর ।
ভুলে থাকা সেসব অতীত
ফিরে পাওয়ার আশা আর রাখি না ।
শুধু স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে,
রঙহীন অশ্রুজলে বেদনার নীল কথা বলে ।

কবিতার এক একটি লাইন যেন জীবন থেকে নেয়া । জীবনের সাথে মিল খুজে পেলাম আমার নিজেরই। মুগ্ধ আমি মুগ্ধ দাদা । ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা ও ভালবাসা রইল আপনার জন্য সবসময়।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95814.43
ETH 3337.94
USDT 1.00
SBD 3.10