You are viewing a single comment's thread from:

RE: অণুকবিতা "ভীষণই অরাজনৈতিক"

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রত্যেক টি কবিতা দারুন । আমি মুগ্ধ হয়েছি আজ আরেকবার দাদা আপনার লেখা পড়ে।

চোখ দুটি তার লুকিয়েছে আজ ভীষণ অভিমানে,
চামড়া ঢাকা কঙ্কালদেহ আজ দাঁড়িয়েছে সম্মুখ সমরে ।
নির্মম সভ্যতার বুকে আজ পদাঘাত করি
মানুষ নামের অমানুষ হতে ভিক্ষা নয়, নিয়েছে কাঁড়ি
এক মুঠো ক্ষুধার অন্ন আর ধনীর বুকের এক খাবলা মাংস ।

কত মিছিল চলে গেছে রাজপথ দিয়ে,
কত সিংহ কণ্ঠের গর্জনে ময়দান আজ কাঁপে ।
কত স্বপ্নের রঙিন ফানুস উড়িয়েছে কত শত নেতা,
তবু হতভাগাদের সেই শূন্য উদর রয়ে যায় আজও ফাঁকা,
মাথার উপরে সুনীল আকাশ, তাদের রাজপথেই বিছানা ।

রাজপথে মিছিল যেন মানুষের অধিকার এনে দেবে এই প্রতিশ্রুতি দেয়
এদিকে মানুষের মুখের খাবার কিছু মানুষ রুপী অমানুষ কেড়ে নেয়।

ভাল থাকবেন দাদা । ধন্যবাদ । শুভেচ্ছা ও ভালবাসা সবসময় থাকবে আপনার জন্য।

Sort:  

Thank You for sharing Your insights...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61098.42
ETH 2470.86
USDT 1.00
SBD 2.64