You are viewing a single comment's thread from:

RE: গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়" - পর্ব ০৩

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

গল্পটা আরো জমে উঠেছে। এ তো মনে হচ্ছে বাতাসে ছড়ানোর মত ভাইরাস বা বিষ। ৩য় পার্ব পড়তে পড়তে তাই মনে হচ্ছিল। পড়তে পড়তে মনে হচ্ছিল পুরো বিষয় টা যেন তারাতারি শেষ না হয় । আর যখন শেষ হলো তখন আপসোস হচ্ছিল দাদা আরো একটু কেন লিখলো না। তবে আমার কেন জানি মনে হচ্ছে বিষয় টা বিষ নয় । এত সহজে গল্পের মূল রহস্য ভেদ করা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। দেখা যাক কি হয় । মনের ইচ্ছাটার কথাই বললাম। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম । শুভ কামনা আপনার জন্য । সব সময় ভাল থাকবেন ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 102613.84
ETH 3220.10
SBD 5.28