||কবিতা তোমার পিছু পিছু ৩য় পর্ব ||১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

তোমার পিছু পিছু পর্ব ৩

girl-gc2c73a3db_1920.jpg

ফ্রি ইমেজ

আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন ? আশাকরি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। বহুদিন কবিতা লিখি না। যদিও আমি আমার বাংলা ব্লগ ছাড়া কোথাও কখনও কবিতা লিখি নি। যাই হোক সত্যি বলতে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যেতে থাকে। কবিতা লেখার জন্য যে মন দরকার যে পরিবেশ দরকার তা যেন এখন আর পাচ্ছি না। চারিদিকে কেন জানি মনে হয় শুধু হাহাকার। বিভিন্ন জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সকলের জীবনেই এমন সময় আসে আবার চলেও যায়। কিছুটা হয়তো গুছিয়ে নিয়েছি আবার তবে আগের মতন সেই সুন্দর পরিবেশ ফিরে পেতে হয়তো কিছুটা সময় লাগবে। তবে বেচে থাকলে সুস্থ থাকলে আপনাদের সাথে সব সময় থাকবো আশাকরি বাকীটা ইশ্বরের কৃপা। যাই হোক কিছু দিন আগে আমি একটি কবিতা লিখেছিলাম যেটির নাম দিয়েছিলাম তোমার পিছু পিছু। আজকে তার ৩য় পর্ব টি লিখে ফেললাম। চলুন পড়ে দেখি আবোল তাবোল কবিতা খানি কেমন হলো।

তোমায় সেদিন স্বপ্ন দেখে আতকে উঠলো মন
তোমায় চোখে জল ছলছল কান্না প্রতিক্ষন

স্বপ্ন ভেঙ্গে গেল যখন বুকটা ধুরু ধুরু
বুঝেছিলাম তোমার আমার প্রেম টি হবে শুরু

দুপাশ দিয়ে গাছের সারি রাস্তা মধ্যি খানে
তোমার দেখা এই বুঝি পাই মনাটা শুধু টানে

সত্যি সত্যি সেদিন তোমার পেয়ে গেলাম দেখা
তুমি তখন কলসি কাখে পুকুর ঘাটে একা

সেদিনও তোমার মুখটি ছিল এলো চুলে ঢাকা
আমি তখন পুকুর পারে দাড়িয়ে একা একা

তোমার চুলের গন্ধে যেন চিনেছিলাম তোমায়
বলবো তোমায় ভালবাসি কে দেখি এবার থামায়

কলসি কাখে জল নিয়ে হাটছো বাড়ির পথে
এই শুনছো কথা ছিল ডাকলাম সাথে সাথে

আমার কথায় সাড়া দিয়ে বললে তুমি আমায়
বাড়ী যেতে দেরী হলে মা পাছে ঠ্যাঙ্গায়

চেচিয়ে আমি বলেই দিলাম তোমায় ভালবাসি
মুচকি হেসে বললে তুমি, আমি জানি এখন তবে আসি।

শুভ

2.2.png

ছেলেটি মেয়েটিকে খুজে পেয়েছে কবিতা পড়ে তা বুঝতে পারলাম। এবার দেখার বিষয় তাদের প্রেম এর পরিনতি কি হয় ।আশাকরি আগামী কোন এক দিন পরবর্তী অংশ টুকু লিখে ফেলবো ।যা হোক আমার বাংলা ব্লগের সকলে ভাল থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ।

2.2.png

020.png

4.png

Sort:  
 2 years ago 

অসাধারণ রোমান্টিক একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতাটি একবার পড়ার পরে আরো দুইবার পড়লাম। ছন্দের কি অসাধারণ মিল। অসাধারণ একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি খুশি হয়েছি খুবি । আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি কিছুই করতে পারবো না। পাশে থাকবেন।

 2 years ago 

অসাধারণ একটা দৃশ্যপটকে ধরে পুরো লেখাটা সম্পূর্ণ করেছেন দাদা। লেখাটা পড়ছিলাম আর কাল্পনিক জগতে নিজেকে খোঁজার চেষ্টা করছিলাম। আপনার রূপকথার সেই মেয়েটার পিছু পিছু যেন আমি নিজেই হেঁটে চলেছিলাম। আপনার লেখা এরকম কবিতাগুলো আমার বারবারই অনেক ভালো লাগে দাদা। আজকেও তাই। অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

হা হা আমারও ইচ্ছে হয় সেই অতীতে ফিরে যেতে। ইস্ যদি ফিরে পেতাম সেই দিন। সে তারা ভরা রাত। ভাল থাকবে ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20