||কবিতা তোমার পিছু পিছু ৪র্থ পর্ব ||১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


তোমার পিছু পিছু পর্ব ৪

france-g0e2a2ced5_1920.jpg

ফ্রি ইমেজ লিংক

আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন ? আশাকরি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আজকে আবারো কবিতা নিয়ে হাজির হলাম। সারাদিন খুব সুন্দর ভাবে কেটেছে এই শুভ জন্মাষ্টমীর দিনে। শুভেচ্ছা বার্তা দিচ্ছি আজকের এই জন্মাষ্ঠমীর দিনে । সকলের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এটাই কামনা করি।আজকে বিদুৎ এখন পর্য ন্ত ঠিক ঠাক তবে সকালের দিকে বেশ যন্ত্রনা দিয়েছে। তাই এখন কবিতা খানি লিখতে বসলাম। আজকে তোমার পিছু পিছু কবিতার ৪র্থ পর্ব লেখার চেষ্টা করছি। সত্যি বলতে বাস্তবতাকে কবিতায় রুপ দেয়া কঠিন তবে সেক্ষেত্রে কবি কিন্তু কিছুটা কাল্পনার আশ্রয় নেয়। যেটা পাঠক বুঝতে পারে। যাই হোক চেষ্টা করেছি মন থেকে ছন্দ মিলিয়ে লেখার তবে ছন্দের পতন হতেই পারে । সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই খুশি হবো।

সেদিন তুমি গিয়েছিলে মুচকি হাসি দিয়ে
মনের ভিতর উথাল পাথাল চিন্তা তোমায় নিয়ে।

প্রথম দেখা প্রথম কথা কখন কোথায় হবে
প্রতিক্ষাতে আমি তখন জানতে চাই কবে।

বললে আমায় ভোরের বেলায় চলে এসো তুমি
তখন সবাই থাকবে ঘুমে আসবো চুপি চুপি।

নূপুর পরে খালি পায়ে আসলে তুমি কাছে
শাড়ীর আচলে মুখটি ঢাকা কেউ দেখে ফেলে পাছে।

একটি ছোট লাল টিপ পড়েছিলে তুমি
মনটা শুধু চাইছিল তবো কপালে দেই চুমি।

সূর্য মামা উঠেনি তখন শিশির ভেজা ভোর
চোখটা তোমার ঢুলু ঢুলু কাটেনি ঘুমের ঘোর।

বাকরুদ্ধ ছিলাম দুজন দাড়িয়ে পাশাপাশি
হাতটা ধরার চেষ্টা ছিল দিচ্ছিলে চাপা হাসি।

তোমার চোখের নয়ন তারায় দিগন্তেরই রেখা
তোমার চোখেই পেলাম খুজে নীল আকাশের দেখা।

তোমার চোখেই হাসির মাঝে আমায় তুমি চাও
শিশির মেখে হাতের ছোয়ায় মুখটি মাখিয়ে দাও।

শাড়ীর আচল ভিজিয়েছিলে শিশির ভেজা ঘাসে
মনটা মোদের ধুরু ধুরু হটাৎ কেউ যদি চলে আসে।

বেশ কিছুক্ষন পাশে বসে থকলে হাতটি ধরে
স্বর্গ বুঝি নেমে এল শিশিরের এই ভোরে।

2.2.png

ছেলেটি মেয়েটিকে খুজে পাওয়ার পর আজ তাদের প্রথম দেখা । কথা হলো কিছুকিছু । বাস্তুবে কি ছেলেটি মেয়েটিকে সারা জীবনের জন্য পেয়েছিল সেই কথা জানতে চোখ রাখতে হবে এখানে। আগামীর অপেক্ষায় থাকতে হবে। সে কথা বাদ দেই আজ প্রথম দেখা কথা সব কিছুই রঙিন চোখে। হা হা হা।তবে কবিতার শেষ প্রায় করে এনেছি। যা হোক আমার বাংলা ব্লগের সকলে ভাল থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ।

2.2.png

020.png

4.png

Sort:  
 2 years ago 

কবিতা তোমার পিছু পিছু। ৪র্থ পর্বের কবিতাটি আমি প্রথম পড়ে আমার কাছে দারুণ লাগল এবং পরবর্তীতে বিস্তারিত জানার জন্য আগামী পর্বের অপেক্ষায় রইলাম।♥♥

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য। ভাল থাকবেন।

 2 years ago 

এই ধরণের কবিতা পড়লে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে খুব দাদা। দারুন একটা ছন্দের প্রকাশ থাকে। অসম্ভব মিষ্টি করে লিখেছেন সত্যি। কবিতা যদি কখনো সত্যি হত !! কত ভালোই না হতো 🥰🥰

 2 years ago 

কবিতার পিছনে কিছু সত্যি তো অবশ্যই আছে । যেটা বাস্তবে না দেখলে বিশ্বাস করা যায় না। ধন্যবাদ ভাই। ভাল থাকবে।

 2 years ago 

অনেক রোমান্টিক একটা কবিতা শেয়ার করেছেন ভাই কবিতাটি পড়ে অনেক মজা পেয়েছি।‌ আসলে এই ধরনের কবিতা পড়তে অনেক ভালো লাগে এবং এগুলো পড়লে যেন মনটা ভালো হয়ে যায় আশা করি ভবিষ্যতে এমন কবিতা আপনার কাছ থেকে আরও উপহার পাব।

 2 years ago 

কবিতা টি রোমান্টিক তবে এটি অন্য গুলোর লেজ মাত্র। অর্থাৎ প্রথম পর্ব গুলোর পর এটি ৪র্থ চলছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23