তোমার পিছু পিছু পর্ব ৫ (জীবনের গল্প কবিতায়)
কবিতা তোমার পিছু পিছু পর্ব ৫
আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন ? আশাকরি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আজকে আবারো কবিতা নিয়ে হাজির হলাম। পারিবারিক কিছু জটিলতার কারনে একটু সমস্যায় আছি। কাজের কাজ কিছুই করতে পারছি না। প্রকৃতির অভিশাপ আমাদের সকল কে ভোগ করতে হবে। তার কাছ থেকে কেউ ছাড় পাবে না। যাই হোক আজ আবারো কবিতাটির কিছু অংশ লিখে ফেললাম।
বেশ কিছু দিন কাটলো ভালই দুজনেতে মিলে
ভালবাসতে আমায় তুমি আপন তুমি ছিলে
মাঝে মাঝেই দেখা হতো, কাটতো সময় বেশ
সারদিন তোমায় ভেবে কাটতো না প্রেমের রেশ
একটি ফোন দিয়েছিলাম গুজে তোমার হাতে
কথা বলতে রাতের বেলায় শুধুই আমার সাথে
সিগেরেট টা ছাড়াতে তোমার কতই অভিনয়
বোঝাতে তুমি হৃদয় আমার হচ্ছে খালি ক্ষয়
লুকিয়ে লুকিয়ে সিগারেটে দিতাম দু এক টান
ধরা খেলে বলতাম আমি চেষ্টা করছি মন প্রান
হটাৎ আবার মেঘ গুর গুর আকাশ মেঘে ঢাকা
কেন জানি হৃদয় আমার লাগলো ফাঁকা ফাঁকা
বললে তুমি ডেকে আমায় তোমায় ভুলে যেতে
পরিবার কে বোঝাতে হবে তোমায় কাছে পেতে
সেদিন তোমার চোখের কোনে অশ্রু বেয়ে এলো
আমার সাথেও আকাশ বাতাস প্রচুর কষ্ট পেলো
বিয়ের কথা হচ্ছে পাকা বললে আমায় খুলে
এই কারনেই আমি যেন যাই তোমায় ভুলে
তুমি যখন বললে আমায় তবে এখন আমি চলি
দিক বিদিক শূন্য আমার সিগারেট ধরিয়ে ফেলি
রাগ হচ্ছিল মনে আমার, ছিলাম নিরুপায়
ভাবছি কত্তবড় সাহস তোমায় অন্য কেউ চায়
যাবার আগে একটি থাবায় সিগারেট দিলে ফেলে
বললে তুমি কোরো না চিন্তা, তুমি বড্ড ভাল ছেলে
আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। খুবই চমৎকারভাবে লেখাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দরভাবে জীবনের গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনাকে ।