নিজের রচিত কবিতা আবৃত্তি ১০% প্রিয় লাজুক খ্যাকঁ এর জন্য
আমার বাংলা ব্লগের সবাই কে
শুভেচ্ছা ও অভিনন্দন
শুভেচ্ছা ও অভিনন্দন
বেশ কিছু দিন পর আবারো আবৃত্তি করার চেষ্টা তবে আবৃত্তি বা গান যে কোন টাই করতে মন ঠিকঠাক থাকাটা প্রয়োজন। মন চঞ্চল কিংবা কিছুটা বিক্ষিপ্ত থাকলে কোন কাজই ভাল হয় না। যা হোক নিজে কবিতার আবৃত্তির লিংক টি দিয়ে দিলাম শুনতে পারেন।
"তোমায় দেখবো বলে"
স্বরচিত।
বেরিয়েছি আমি দেখবো বলে তোমার মুখখানি
আমার বাড়ি তোমার বাড়ির থেকে অনেক দূরে
হাটতে হবে বেশ কিছুক্ষন হাটছি গানের সুরে
ঈশান কোনে মেঘ জমেছে বৃষ্টি নামবে বলে
মেঘের ডাকে চাঁদ তারারাও তাইতো গেল চলে
রাস্তাটিও নীরব ছিল জন মানব হীন
ছাতাটিও উড়তে চাইছে ধরে রাখাও কঠিন
পৌছে গেছি তোমার বাড়ির পেছনের দিকটাতে
ঠিক ঐ খানেতেই তুলশি তলায় প্রদীপ জ্বালবে রাতে
একটা জায়গা ফাঁকা ছিল আটকায় নি তোমার বাবা
তুমি হয়তো নানান ছলে দিয়েছিলে বাধা
ছাতা হাতে দাড়িয়ে আমি তোমার অপেক্ষাতে
তুলশি তলায় আসবে তুমি সন্ধ্যা প্রদিপ হাতে
ইটের সাথে হোঁচট খেয়ে উহ মা উঠি বলি
তুমি তখন উঠলে বলে কে কে ওখানে শুনি
প্রদিপ হাতে তুমি যখন এগিয়ে এলে কাছে
আমায় দেখে বললে তুমি এই ভাবে কেউ আসে
বিভোর ছিলাম প্রদীপ শিখায় তোমার নয়ন পানে
তুমি আমায় বকছো কিন্তু যাচ্ছিল না মোর কানে।
সন্ধ্যা কখন গড়িয়ে যেন রাত্রি নেমে এল
হটাৎ করে বৃষ্টির ছাটে প্রদীপ নিভে গেল
যাবার আগে বললে তুমি আমার কানে কানে
ফিরে যাও আর এসো না এমন রাত্রি কালে
ভিডিও তে যে ছবি ও ভিডিও ব্যবাহর করেছি সেগুলো ফ্রি। ডাউনলোড লিংক নিচে দেয়া আছে
ভাইয়া আপনার কবিতা আবৃতি কিংবা গান খুব ভালো করেন।এক কথায় অসাধারণ। কবিতাটি ও বেশ সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ
তাই আমার কবিতা বা গান আপনার ভাল লেগেছে শুনে আমি আনন্দিত । ধন্যবাদ আপু।
ভাই কি দারুন কবিতা লিখেছেন। কবিতাটি যতটা সুন্দর তার চেয়েও বেশি সুন্দর হয়েছে আপনার কবিতা আবৃত্তি। আপনার স্বরচিত কবিতা এবং কবিতা আবৃত্তি দুটোই আমাকে খুবই মুগ্ধ করেছে। আপনার কবিতা আবৃত্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাই এত চমৎকার একটি কবিতা লিখে আবার তা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সত্যি তাই আমি তো আপনার মন্তব্য পড়ে অবাক। হা হা। ধন্যবাদ ভাই কবিতাটি ভাল লাগার জন্য।
আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি কবিতা আপনার আমার খুবই ভালো লাগে। এত চমৎকার ভাবে কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
এত চমৎকার মন্তব্য করে আমাকে আনুপ্রানিত করার জন্য আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
দাদা,একে তো আপনার কন্ঠ অনেক সুন্দর তার উপরে আবার নিজের লেখা কবিতা।সবমিলিয়ে অনুভূতিগুলি নিজের মতো করে আবৃত্তি করা দারুণ হয়েছে।আর কবিতাটিও খুবই সুন্দর 👍,ধন্যবাদ দাদা।
কি জানি কতটা ভাল ভাবে আবৃত্তি করতে পেরেছি। ধন্যবাদ বোন সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।
আপনার লেখা গুলো আমার সব সময় ভালো লাগে পড়তে। আজ চোখ বুজে শুনলাম শুধু। খুব দরদ দিয়ে করেছেন দাদা আবৃত্তি। এই ধারা টা ধরে রাখবেন আশা করি। প্রণাম রইলো