ফুলকপি এই সময় আমাদের এদিকে পাওয়া যায় না দাদা। তবে ফুলকপি সিদ্ধ করে নিয়ে রান্না করলে জীবাণু মুক্ত হবে। মাছের সাথে এই ফুলকপি খেতে নিশ্চয়ই দারুণ হয়েছিল। বোয়াল মাছ ভাজা কখনো খাইনি। একদিন খেয়ে দেখব দাদা। চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।