অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্মের ঈদগুলোও যে আরো খারাপ ভাবে কাটবে না তা কি বলা যেতে পারে।
দিন যত যাচ্ছে ঈদের আনন্দ হারিয়ে যাচ্ছে। ছোটবেলার সেই রঙিন স্মৃতি গুলো মনে পড়লে এখনো অনেক ভালো লাগে। তবে সময়ের সাথে সাথে সবকিছুই যেমন বদলে গেছে তেমনি পুরোনো দিনের সেই স্মৃতিগুলো অতীত হয়ে গেছে। হয়তো কোনদিন সেই স্মৃতিগুলো ফিরে পাবো না। তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন ভাবে তাদের ঈদ উদযাপন করবে সেই কথাটি ভাবলে মাঝে মাঝে একটু হলেও খারাপ লাগে। তবে যাই হোক আমরা যে যার মত করে ঈদ উদযাপন করার চেষ্টা করব এবং আনন্দ থাকার চেষ্টা করব ভাইয়া। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। সেই সাথে আপনাকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"।❤️❤️❤️❤️❤️