জ্ঞানের আলোকের ঝর্ণাধারায় মুছে যাক সব অজ্ঞানতা,
সব কিছু ধ্বংস হোক, মানবতা বেঁচে থাকুক ।
প্রমিথিউস, আরো একবার এসো, এ ধরায় অবতীর্ণ হও ।
জ্ঞানের আলোই পারে সব অজ্ঞানতা মুছে ফেলতে। অজ্ঞানতা মুছে ফেলার জন্য জ্ঞানের আলো ছড়িয়ে পড়া খুবই জরুরী। আর জ্ঞানের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথেই চারপাশে ছড়িয়ে পড়বে মানবিকতা। আর প্রত্যেকটি হৃদয়ে বেঁচে থাকবে মানবিকতা। তাই প্রমিথিউসের মত কাউকে আবারো দরকার এই ধরণীর বুকে। দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। 💓💓